ETV Bharat / state

Nisith Pramanik Convoy Attack: নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা! বিজেপি কর্মীদের রক্ষাকবচ আদালতের - HC directs not to arrest any BJP worker

27 ফেব্রুয়ারি কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশি তদন্তে সম্মতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷ তবে এর সঙ্গে তিনি নির্দেশ দিয়েছেন, ওই কর্মীদের গ্রেফতার করা যাবে না ৷ এদিকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে মূল মামলার শুনানি হবে ৷

Nisith Pramanik
নিশীথ প্রামাণিক
author img

By

Published : Apr 19, 2023, 1:01 PM IST

কলকাতা, 19 এপ্রিল: বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলার অভিযোগের তদন্তে স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখৎ মান্থা ৷ তাঁর সেই নির্দেশ তিনি নিজেই প্রত্যাহার করলেন ৷ কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনায় বিজেপি কর্মীরা যুক্ত এই অভিযোগে মামলা দায়ের হয়েছিল ৷ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ নির্দেশে জানায়, পুলিশ নিজের মতো করে এই ঘটনার তদন্ত করতে পারবে ৷ তবে অভিযুক্তদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না অর্থাৎ গ্রেফতার করতে পারবে না পুলিশ ৷

25 ফেব্রুয়ারি কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনা ঘটে ৷ এর প্রেক্ষিতে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি জনস্বার্থ মামলা দায়ের করেন হাইকোর্টে ৷ সেই সময় আদালতের প্রধান বিচারপতি ছিলেন প্রকাশ শ্রীবাস্তব ৷ তিনি এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেন ৷ কিন্তু এই নির্দেশ দেওয়ার পরদিনই অবসর নেন কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ৷

এরপর সিবিআই তদন্তের নির্দেশকে চ্য়ালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার ৷ সর্বোচ্চ আদালত বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের সিবিআই তদন্তের নির্দেশকে খারিজ করে দেয় ৷ পাশাপাশি কলকাতা হাইকোর্টে মামলাটি পুনর্বিবেচনার জন্য় ফিরিয়ে দেয় ৷ কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িতে হামলার ঘটনায় বিজেপি ও তৃণমূল একে অপরের দিকে অভিযোগের তীর ছুড়েছিল ৷ এই হামলার ঘটনায় পুলিশ 24 জন বিজেপি কর্মীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে এফআইআর দায়ের করে ৷ এদিকে কেন্দ্রীয় বাহিনী তাদের করা এফআইআরে সাক্ষী হিসেবে এই বিজেপি কর্মীদের নাম-ই উল্লেখ করে ৷ তখন পুলিশ এই বিজেপি কর্মীদের বিরুদ্ধে তদন্ত শুরু করে ৷

আরও পড়ুন: নিশীথের উপর হামলার ঘটনায় হাইকোর্টে মামলা শুভেন্দুর

এই অবস্থায় গ্রেফতারির আশঙ্কায় ও পুলিশি অতিসক্রিয়তার অভিযোগে বিজেপি কর্মীরা বিচারপতি রাজাশেখর মান্থার কাছে আবেদন জানান ৷ সেই মামলায় বিচারপতি তদন্তে স্থগিতাদেশ জারি করেছিলেন ৷ কিন্তু সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দেওয়ায় ফের পুলিশি অতি-সক্রিয়তার সম্ভাবনা রয়েছে বলে বিজেপি কর্মীদের অনুমান ৷ এমতাবস্থায় নিজের দেওয়া স্থগিতাদেশ তুলে নিয়ে পুনরায় তদন্তের নির্দেশ দিলেন তিনি ৷

প্রধান বিচারপতির প্রকাশ শ্রীবাস্তব অবসর নেওয়ার ফলে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় হামলার মূল মামলাটি এখনও পড়ে রয়েছে ৷ এখন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ৷ তাঁর ডিভিশন বেঞ্চে মূল মামলার নতুন করে শুনানি হবে ৷ সেই মামলায় রায় ঘোষণা পর্যন্ত বিচারপতি রাজাশেখর মান্থা তাঁর বেঞ্চে থাকা মামলাটির শুনানি করবেন না বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: নিশীথের কনভয়ে হামলা, রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা সিবিআইয়ের

কলকাতা, 19 এপ্রিল: বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলার অভিযোগের তদন্তে স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখৎ মান্থা ৷ তাঁর সেই নির্দেশ তিনি নিজেই প্রত্যাহার করলেন ৷ কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনায় বিজেপি কর্মীরা যুক্ত এই অভিযোগে মামলা দায়ের হয়েছিল ৷ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ নির্দেশে জানায়, পুলিশ নিজের মতো করে এই ঘটনার তদন্ত করতে পারবে ৷ তবে অভিযুক্তদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না অর্থাৎ গ্রেফতার করতে পারবে না পুলিশ ৷

25 ফেব্রুয়ারি কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনা ঘটে ৷ এর প্রেক্ষিতে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি জনস্বার্থ মামলা দায়ের করেন হাইকোর্টে ৷ সেই সময় আদালতের প্রধান বিচারপতি ছিলেন প্রকাশ শ্রীবাস্তব ৷ তিনি এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেন ৷ কিন্তু এই নির্দেশ দেওয়ার পরদিনই অবসর নেন কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ৷

এরপর সিবিআই তদন্তের নির্দেশকে চ্য়ালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার ৷ সর্বোচ্চ আদালত বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের সিবিআই তদন্তের নির্দেশকে খারিজ করে দেয় ৷ পাশাপাশি কলকাতা হাইকোর্টে মামলাটি পুনর্বিবেচনার জন্য় ফিরিয়ে দেয় ৷ কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িতে হামলার ঘটনায় বিজেপি ও তৃণমূল একে অপরের দিকে অভিযোগের তীর ছুড়েছিল ৷ এই হামলার ঘটনায় পুলিশ 24 জন বিজেপি কর্মীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে এফআইআর দায়ের করে ৷ এদিকে কেন্দ্রীয় বাহিনী তাদের করা এফআইআরে সাক্ষী হিসেবে এই বিজেপি কর্মীদের নাম-ই উল্লেখ করে ৷ তখন পুলিশ এই বিজেপি কর্মীদের বিরুদ্ধে তদন্ত শুরু করে ৷

আরও পড়ুন: নিশীথের উপর হামলার ঘটনায় হাইকোর্টে মামলা শুভেন্দুর

এই অবস্থায় গ্রেফতারির আশঙ্কায় ও পুলিশি অতিসক্রিয়তার অভিযোগে বিজেপি কর্মীরা বিচারপতি রাজাশেখর মান্থার কাছে আবেদন জানান ৷ সেই মামলায় বিচারপতি তদন্তে স্থগিতাদেশ জারি করেছিলেন ৷ কিন্তু সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দেওয়ায় ফের পুলিশি অতি-সক্রিয়তার সম্ভাবনা রয়েছে বলে বিজেপি কর্মীদের অনুমান ৷ এমতাবস্থায় নিজের দেওয়া স্থগিতাদেশ তুলে নিয়ে পুনরায় তদন্তের নির্দেশ দিলেন তিনি ৷

প্রধান বিচারপতির প্রকাশ শ্রীবাস্তব অবসর নেওয়ার ফলে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় হামলার মূল মামলাটি এখনও পড়ে রয়েছে ৷ এখন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ৷ তাঁর ডিভিশন বেঞ্চে মূল মামলার নতুন করে শুনানি হবে ৷ সেই মামলায় রায় ঘোষণা পর্যন্ত বিচারপতি রাজাশেখর মান্থা তাঁর বেঞ্চে থাকা মামলাটির শুনানি করবেন না বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: নিশীথের কনভয়ে হামলা, রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা সিবিআইয়ের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.