ETV Bharat / state

HC on Teacher Transfer: শিক্ষক বদলিতে নতুন নির্দেশিকা আজ ! নীতি বাস্তবায়নে তৈরি থাকার নির্দেশ আদালতের - Calcutta High Court

শিক্ষক বদলি নিয়ে মামলা চলছে ৷ চাইলেই বাড়ির কাছাকাছি স্কুল নাও পেতে পারেন শিক্ষক ৷ এ নিয়ে বৃহস্পতিবার নতুন নির্দেশিকা জারি করতে চলেছে রাজ্য সরকার ৷ তা দ্রুত কার্যকরের নির্দেশ দিল আদালত (High Court directs to implement New Teacher Tranfer Policy) ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Feb 10, 2023, 12:38 PM IST

Updated : Feb 10, 2023, 1:21 PM IST

কলকাতা, 10 ফেব্রুয়ারি: শিক্ষক বদলির ক্ষেত্রে আজই নতুন নির্দেশিকা জারি করতে পারে রাজ্য। আদালতে শুক্রবার এমনটাই জানালেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় । তিনি আরও জানান বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ মেনে বৃহস্পতিবার জারি হতে পারে নতুন নির্দেশিকা ৷ এজি'র কথা শুনে বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্য শিক্ষা দফতরের আইনজীবীকে বলেন, "সেই নির্দেশিকা এলেই জেলা স্কুল পরিদর্শকদের দ্রুত সেই নীতি বাস্তবায়নের জন্য তৈরি থাকতে বলুন ৷"

প্রসঙ্গত, রাজ্যের সরকারি স্কুলে শিক্ষক বদলি নীতি নিয়ে বারবার উষ্মা প্রকাশ করেছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু (Justice Biswajit Basu) ৷ যেখানে ছাত্র নেই কিন্তু প্রয়োজনের অতিরিক্ত শিক্ষক আছে, এমন স্কুল থেকে শিক্ষক অন্যত্র বদলি করার নির্দেশ দিয়েছিলেন তিনি । এমনকী কোনও শিক্ষক ফাঁকা স্কুল ছেড়ে অন্য স্কুলে যাওয়ার বিরোধিতা করলে তাঁকে বরখাস্ত করার নিদানও দিয়েছিলেন বিচারপতি । বিচারপতি বিশ্বজিৎ বসু পর্যবেক্ষণ ছিল, "সবাই বাড়ির পাশে বদলি চাইলে স্কুল চলবে কী করে ?"

আরও পড়ুন: মর্জিমাফিক বদলি পাবেন না শিক্ষকরা, কড়া নির্দেশ হাইকোর্টের

এর আগে 20 জানুয়ারি শিক্ষা দফতরকে (Department of School Education) কড়া নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ নিজের ইচ্ছামতো জায়গায় বদলি পাবেন না শিক্ষকেরা ৷ শিক্ষা দফতর যেখানে যাওয়ার নির্দেশ দেবে, সেখানে যেতে হবে শিক্ষককে ৷ এর জন্য নয়া নির্দেশিকা জারির নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু ৷ প্রসঙ্গত, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে পরামর্শের পর এই নির্দেশ দেন তিনি ৷ এমনকী বিচারপতি জানান, কলকাতায় কোনও স্কুলে পড়ুয়ার সংখ্যা শূন্য হতে পারে ৷ সেই স্কুল ছেড়ে প্রয়োজনে শিক্ষককে হাওড়ায় যেতে হবে ৷ পুরুলিয়ায় একটি স্কুলের শিক্ষক বদলির মামলা (Teacher Transfer Case) চলছিল ৷ শিক্ষক সেই স্কুল ছেড়ে কলকাতার একটি স্কুলে বদলির আবেদন জানিয়েছিলেন ৷ কিন্তু পুরুলিয়ার স্কুলটিতে পড়ুয়ার সংখ্যা 56 শুনে বিচারপতি বদলির আবেদন খারিজ করে দেন ৷

কলকাতা, 10 ফেব্রুয়ারি: শিক্ষক বদলির ক্ষেত্রে আজই নতুন নির্দেশিকা জারি করতে পারে রাজ্য। আদালতে শুক্রবার এমনটাই জানালেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় । তিনি আরও জানান বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ মেনে বৃহস্পতিবার জারি হতে পারে নতুন নির্দেশিকা ৷ এজি'র কথা শুনে বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্য শিক্ষা দফতরের আইনজীবীকে বলেন, "সেই নির্দেশিকা এলেই জেলা স্কুল পরিদর্শকদের দ্রুত সেই নীতি বাস্তবায়নের জন্য তৈরি থাকতে বলুন ৷"

প্রসঙ্গত, রাজ্যের সরকারি স্কুলে শিক্ষক বদলি নীতি নিয়ে বারবার উষ্মা প্রকাশ করেছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু (Justice Biswajit Basu) ৷ যেখানে ছাত্র নেই কিন্তু প্রয়োজনের অতিরিক্ত শিক্ষক আছে, এমন স্কুল থেকে শিক্ষক অন্যত্র বদলি করার নির্দেশ দিয়েছিলেন তিনি । এমনকী কোনও শিক্ষক ফাঁকা স্কুল ছেড়ে অন্য স্কুলে যাওয়ার বিরোধিতা করলে তাঁকে বরখাস্ত করার নিদানও দিয়েছিলেন বিচারপতি । বিচারপতি বিশ্বজিৎ বসু পর্যবেক্ষণ ছিল, "সবাই বাড়ির পাশে বদলি চাইলে স্কুল চলবে কী করে ?"

আরও পড়ুন: মর্জিমাফিক বদলি পাবেন না শিক্ষকরা, কড়া নির্দেশ হাইকোর্টের

এর আগে 20 জানুয়ারি শিক্ষা দফতরকে (Department of School Education) কড়া নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ নিজের ইচ্ছামতো জায়গায় বদলি পাবেন না শিক্ষকেরা ৷ শিক্ষা দফতর যেখানে যাওয়ার নির্দেশ দেবে, সেখানে যেতে হবে শিক্ষককে ৷ এর জন্য নয়া নির্দেশিকা জারির নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু ৷ প্রসঙ্গত, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে পরামর্শের পর এই নির্দেশ দেন তিনি ৷ এমনকী বিচারপতি জানান, কলকাতায় কোনও স্কুলে পড়ুয়ার সংখ্যা শূন্য হতে পারে ৷ সেই স্কুল ছেড়ে প্রয়োজনে শিক্ষককে হাওড়ায় যেতে হবে ৷ পুরুলিয়ায় একটি স্কুলের শিক্ষক বদলির মামলা (Teacher Transfer Case) চলছিল ৷ শিক্ষক সেই স্কুল ছেড়ে কলকাতার একটি স্কুলে বদলির আবেদন জানিয়েছিলেন ৷ কিন্তু পুরুলিয়ার স্কুলটিতে পড়ুয়ার সংখ্যা 56 শুনে বিচারপতি বদলির আবেদন খারিজ করে দেন ৷

Last Updated : Feb 10, 2023, 1:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.