ETV Bharat / state

KMC Decide on Hawkers Issue: বেহালায় ছাত্রমৃত্যুর জের, মহানগর জুড়ে স্কুল গেটের 10 ফুটের মধ্যে আর হকার নয় - স্কুলের গেটে

বেহালা ছাত্র মৃত্যুর জেরে এবার মহানগর জুড়ে স্কুলের গেটের 10 ফুটের মধ্যে আর হকার থাকবে না ৷ শুধু স্কুল নয়, যে কোনও কলেজ, অফিস, ব্যাঙ্কের দু’দিকে 10 ফুট করে জায়গা ছাড়তে হবে হকারদের। নিয়ম না মানলে সার্টিফিকেট বাতিল হতে পারে বলেই জানানো হয়েছে।

Etv Bharat
KMC
author img

By

Published : Aug 12, 2023, 9:33 PM IST

Updated : Aug 12, 2023, 11:06 PM IST

কলকাতা, 12 অগস্ট: বেহালার স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যুর তদন্তে নেমে বেআইনি হকারদের ফুটপাথ দখলের অভিযোগ উঠেছিল। এই ঘটনার আঁচ পড়ল টাউন ভেন্ডিং কমিটির (টিভিসি) মিটিংয়ে। এতদিন সিগন্যালের ধারে পাশের ফুটপাথ ফাঁকা করার নির্দেশ ছিল। এবার স্কুলের গেটও আর আটকানো যাবে না বলেই সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।

এবার থেকে স্কুলগুলোর দু'পাশে 10 ফুট করে রাস্তা ছেড়ে রাখতে হবে। সেখানে কোনওভাবেই কোনও হকার স্টল লাগাতে পারবে না। শহরের বিভিন্ন হকার সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আলোচনার পর এমন সিদ্ধান্ত নিয়েছে টাউন ভেন্ডিং কমিটিতে। কিছুদিন আগেই স্কুলে যাওয়ার পথে বেহালায় লরি পিষে দিয়েছিল দ্বিতীয় শ্রেণীর এক পড়ুয়াকে ৷ আহত হন শিশুটির বাবা সরোজ কুমার সরকারও। সেই ঘটনার পর অভিভাবকরা ট্রাফিক, অটো স্ট্যান্ড নিয়ে ক্ষোভের সঙ্গেই হকারদের ফুটপাথ দখল করা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন। খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই সমস্যার কথা মেনেও নিয়েছিলেন। ফুটপাথে যথেচ্ছ হকার থাকায় বাধ্য হয়ে রাস্তায় নেমে চলা ফেরা করতে হয় পথচারীদের। ফলে দুর্ঘটনার ঝুঁকি থেকেই যায়। এর পরই নড়ে বসে টিভিসি।

সরকারিভাবে হকারদের ভেন্ডিং লাইসেন্স দেওয়ার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই 19 জন পেয়েছেন সেই লাইসেন্স। সেই শংসাপত্র পাওয়া মানেই যে যথেচ্ছ ভাবে স্টল দেওয়া যাবে অথবা যেখানে সেখানে বসা যাবে, তেমনটা একেবারেই নয়। আইনকে বুড়ো আঙুল দেখালে বাতিল হবে সেই সার্টিফিকেট ৷ সাফ জানিয়েছেন টাউন ভেন্ডিং কমিটির কো-চেয়ারম‌্যান বিধায়ক দেবাশিস কুমার। হকার প্রতিনিধিদের কথায়, পথচারীদের পাশাপাশি স্কুলের ছাত্র-ছাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয় সেটাই প্রাধান্য দেওয়া হয়েছে। শহরের একাধিক স্কুলের গেটের বাইরে হকারদের দৌরাত্ম‌্য দেখা যায়। নতুন নিয়ম অনুযায়ী সরকারি হোক বা বেসরকারি প্রতিটি স্কুলের গেটের ডানদিক এবং বাঁদিকে 10 ফুট করে জায়গা ছেড়ে রাখতে হবে হকারদের।

আরও পড়ুন: 'ছেলেকে ডেড বডি বলতে হচ্ছে,' আর্তনাদ স্বপ্নদীপের বাবার

হকার জয়েন্ট অ‌্যাকশন কমিটির নেতা অসিত সাহা জানিয়েছেন, শুধু স্কুল নয়, যে কোনও কলেজ, অফিস, ব‌্যাঙ্কেরও দু’দিকে 10 ফুট করে জায়গা ছাড়তে হবে হকারদের। নিয়ম না মানলে সার্টিফিকেট বাতিল হতে পারে বলেই জানানো হয়েছে। টিভিসি পুলিশকে ব্যবস্থা নিতেও বলতে পারে বলে খবর।

কলকাতা, 12 অগস্ট: বেহালার স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যুর তদন্তে নেমে বেআইনি হকারদের ফুটপাথ দখলের অভিযোগ উঠেছিল। এই ঘটনার আঁচ পড়ল টাউন ভেন্ডিং কমিটির (টিভিসি) মিটিংয়ে। এতদিন সিগন্যালের ধারে পাশের ফুটপাথ ফাঁকা করার নির্দেশ ছিল। এবার স্কুলের গেটও আর আটকানো যাবে না বলেই সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।

এবার থেকে স্কুলগুলোর দু'পাশে 10 ফুট করে রাস্তা ছেড়ে রাখতে হবে। সেখানে কোনওভাবেই কোনও হকার স্টল লাগাতে পারবে না। শহরের বিভিন্ন হকার সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আলোচনার পর এমন সিদ্ধান্ত নিয়েছে টাউন ভেন্ডিং কমিটিতে। কিছুদিন আগেই স্কুলে যাওয়ার পথে বেহালায় লরি পিষে দিয়েছিল দ্বিতীয় শ্রেণীর এক পড়ুয়াকে ৷ আহত হন শিশুটির বাবা সরোজ কুমার সরকারও। সেই ঘটনার পর অভিভাবকরা ট্রাফিক, অটো স্ট্যান্ড নিয়ে ক্ষোভের সঙ্গেই হকারদের ফুটপাথ দখল করা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন। খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই সমস্যার কথা মেনেও নিয়েছিলেন। ফুটপাথে যথেচ্ছ হকার থাকায় বাধ্য হয়ে রাস্তায় নেমে চলা ফেরা করতে হয় পথচারীদের। ফলে দুর্ঘটনার ঝুঁকি থেকেই যায়। এর পরই নড়ে বসে টিভিসি।

সরকারিভাবে হকারদের ভেন্ডিং লাইসেন্স দেওয়ার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই 19 জন পেয়েছেন সেই লাইসেন্স। সেই শংসাপত্র পাওয়া মানেই যে যথেচ্ছ ভাবে স্টল দেওয়া যাবে অথবা যেখানে সেখানে বসা যাবে, তেমনটা একেবারেই নয়। আইনকে বুড়ো আঙুল দেখালে বাতিল হবে সেই সার্টিফিকেট ৷ সাফ জানিয়েছেন টাউন ভেন্ডিং কমিটির কো-চেয়ারম‌্যান বিধায়ক দেবাশিস কুমার। হকার প্রতিনিধিদের কথায়, পথচারীদের পাশাপাশি স্কুলের ছাত্র-ছাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয় সেটাই প্রাধান্য দেওয়া হয়েছে। শহরের একাধিক স্কুলের গেটের বাইরে হকারদের দৌরাত্ম‌্য দেখা যায়। নতুন নিয়ম অনুযায়ী সরকারি হোক বা বেসরকারি প্রতিটি স্কুলের গেটের ডানদিক এবং বাঁদিকে 10 ফুট করে জায়গা ছেড়ে রাখতে হবে হকারদের।

আরও পড়ুন: 'ছেলেকে ডেড বডি বলতে হচ্ছে,' আর্তনাদ স্বপ্নদীপের বাবার

হকার জয়েন্ট অ‌্যাকশন কমিটির নেতা অসিত সাহা জানিয়েছেন, শুধু স্কুল নয়, যে কোনও কলেজ, অফিস, ব‌্যাঙ্কেরও দু’দিকে 10 ফুট করে জায়গা ছাড়তে হবে হকারদের। নিয়ম না মানলে সার্টিফিকেট বাতিল হতে পারে বলেই জানানো হয়েছে। টিভিসি পুলিশকে ব্যবস্থা নিতেও বলতে পারে বলে খবর।

Last Updated : Aug 12, 2023, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.