ETV Bharat / state

কোরোনা পরিস্থিতিতে মানুষের "অসমাপ্ত" কাহিনি তুলে ধরেছে হাতিবাগান সর্বজনীন - দুর্গাপুজো 2020

কোরোনা পরিস্থিতির জন্য অনেকের রুজি-রুটি বন্ধ হয়ে গেছে । অনেকে কাজ হারিয়েছে । তাই মণ্ডপে তাদের জীবনযাত্রার অসমাপ্ত কাহিনি তুলে ধরতেই হাতিবাগান সর্বজনীনের এবারের থিম অসমাপ্ত ।

Hatibagan
হাতিবাগান সর্বজনীন দূুর্গাপুজোর থিম "অর্ধসমাপ্ত"
author img

By

Published : Oct 21, 2020, 6:52 PM IST

কলকাতা , 21 অক্টোবর : হাতিবাগান সর্বজনীন দুর্গাপুজো কমিটি । প্রত্যেক বছর নজরকাড়া থিমে সেজে ওঠে এখানকার মণ্ডপ । তবে এবার কোরোনা পরিস্থিতিতে কিছুটা হলেও বাজেটে কাটছাঁট করতে হয়েছে । তার মাঝেও মূলত কাগজের উপাদান দিয়ে অভিনব ভাবনায় সেজে উঠেছে মণ্ডপ । এবার তাদের থিম "অসমাপ্ত" । কোরোনা সংক্রমণের জেরে জীবনযাত্রা থমকে গেছে । অনেকে তাদের কাজ হারিয়েছে । এই কয়েক মাসে অনেকের অনেক কাজই অর্ধসমাপ্ত রয়ে গেছে । সেই "অসমাপ্ত"-কেই এবছরের থিম করে তুলে ধরেছে হাতিবাগান সর্বজনীন দুর্গাপুজো কমিটি ।

মাত্র কুড়ি দিনের মাথায় স্বল্প বাজেটে মণ্ডপটি তৈরি করা হয়েছে । মণ্ডপটি সম্পূর্ণ তৈরি হয়েছে বাঁশ ও কাগজ দিয়ে । মণ্ডপে প্রবেশ করতেই দেওয়াল জুড়ে ঝুলছে সারি সারি কাগজের তৈরি চায়ের কাপের ফুল । কাগজের ঠোঙা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপের মধ্যভাগ । এককথায় বলা যেতে পারে , মহামারীর কারণে যে কাজগুলি অসমাপ্ত রয়ে গেছে সেই কাহিনি তুলে ধরেছে এই পুজো মণ্ডপ । মণ্ডপের গর্ভগৃহে রয়েছে দেবীমূর্তি । কাগজের কোলাজে তৈরি করা হয়েছে নজরকাড়া দেবী মূর্তি । গর্ভগৃহের তিন দিক দিয়ে সারি সারি ম্যাগাজ়িন ও খবরের কাগজ দিয়ে মণ্ডপটি সাজিয়ে তুলেছেন শিল্পী সঞ্জীব সাহা ।

কোরোনা পরিস্থিতিতে মানুষের "অসমাপ্ত" কাহিনি তুলে ধরেছে হাতিবাগান সর্বজনীন

শিল্পী সঞ্জীব সাহা বলেন, খুব কম সময়ের মধ্যে এই মণ্ডপ ও প্রতিমা তৈরি করা হয়েছে । মাত্র কুড়ি দিনের মাথায় তা তৈরি করা হয়েছে । মূলত কাগজ দিয়ে এই মণ্ডপ তৈরি করা হয়েছে । কারণ কাগজ খুব সহজে ও স্বল্পমূল্যে পাওয়া যায় । তাই কম বাজেটের মণ্ডপ তৈরি করার কথা ভেবে এই "অসমাপ্ত" থিমের কথাই মনে এসেছে । তার কারণ এই কোরোনা পরিস্থিতির জন্য অনেকের রুজিরুটি বন্ধ হয়ে গেছে । অনেকে কাজ হারিয়েছে । তাই মণ্ডপে তাদের জীবনযাত্রার "অসমাপ্ত" কাহিনি তুলে ধরা হয়েছে ।

হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটির যুগ্ম সম্পাদক শ্যামল গুপ্ত বলেন, কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই সরকারি গাইডলাইন মেনে এবছরের মণ্ডপ তৈরি করা হয়েছে । এবছর যেহেতু বাজেট কম তাই খুব স্বল্প বাজেটে এবং খুব কম সময়ে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে । এই মণ্ডপের প্রায় তিন দিক খোলা রয়েছে । দর্শকরা যাতে দূর থেকে প্রতিমা দর্শন করতে পারেন তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে । তবে হাইকোর্টের রায় উদ্বেগ বাড়িয়েছে পুজো উদ্যোক্তাদের । যদিও নিয়মের কোনও খামতি রাখছে না হাতিবাগান সর্বজনীন দুর্গাপুজো কমিটি ।

কলকাতা , 21 অক্টোবর : হাতিবাগান সর্বজনীন দুর্গাপুজো কমিটি । প্রত্যেক বছর নজরকাড়া থিমে সেজে ওঠে এখানকার মণ্ডপ । তবে এবার কোরোনা পরিস্থিতিতে কিছুটা হলেও বাজেটে কাটছাঁট করতে হয়েছে । তার মাঝেও মূলত কাগজের উপাদান দিয়ে অভিনব ভাবনায় সেজে উঠেছে মণ্ডপ । এবার তাদের থিম "অসমাপ্ত" । কোরোনা সংক্রমণের জেরে জীবনযাত্রা থমকে গেছে । অনেকে তাদের কাজ হারিয়েছে । এই কয়েক মাসে অনেকের অনেক কাজই অর্ধসমাপ্ত রয়ে গেছে । সেই "অসমাপ্ত"-কেই এবছরের থিম করে তুলে ধরেছে হাতিবাগান সর্বজনীন দুর্গাপুজো কমিটি ।

মাত্র কুড়ি দিনের মাথায় স্বল্প বাজেটে মণ্ডপটি তৈরি করা হয়েছে । মণ্ডপটি সম্পূর্ণ তৈরি হয়েছে বাঁশ ও কাগজ দিয়ে । মণ্ডপে প্রবেশ করতেই দেওয়াল জুড়ে ঝুলছে সারি সারি কাগজের তৈরি চায়ের কাপের ফুল । কাগজের ঠোঙা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপের মধ্যভাগ । এককথায় বলা যেতে পারে , মহামারীর কারণে যে কাজগুলি অসমাপ্ত রয়ে গেছে সেই কাহিনি তুলে ধরেছে এই পুজো মণ্ডপ । মণ্ডপের গর্ভগৃহে রয়েছে দেবীমূর্তি । কাগজের কোলাজে তৈরি করা হয়েছে নজরকাড়া দেবী মূর্তি । গর্ভগৃহের তিন দিক দিয়ে সারি সারি ম্যাগাজ়িন ও খবরের কাগজ দিয়ে মণ্ডপটি সাজিয়ে তুলেছেন শিল্পী সঞ্জীব সাহা ।

কোরোনা পরিস্থিতিতে মানুষের "অসমাপ্ত" কাহিনি তুলে ধরেছে হাতিবাগান সর্বজনীন

শিল্পী সঞ্জীব সাহা বলেন, খুব কম সময়ের মধ্যে এই মণ্ডপ ও প্রতিমা তৈরি করা হয়েছে । মাত্র কুড়ি দিনের মাথায় তা তৈরি করা হয়েছে । মূলত কাগজ দিয়ে এই মণ্ডপ তৈরি করা হয়েছে । কারণ কাগজ খুব সহজে ও স্বল্পমূল্যে পাওয়া যায় । তাই কম বাজেটের মণ্ডপ তৈরি করার কথা ভেবে এই "অসমাপ্ত" থিমের কথাই মনে এসেছে । তার কারণ এই কোরোনা পরিস্থিতির জন্য অনেকের রুজিরুটি বন্ধ হয়ে গেছে । অনেকে কাজ হারিয়েছে । তাই মণ্ডপে তাদের জীবনযাত্রার "অসমাপ্ত" কাহিনি তুলে ধরা হয়েছে ।

হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটির যুগ্ম সম্পাদক শ্যামল গুপ্ত বলেন, কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই সরকারি গাইডলাইন মেনে এবছরের মণ্ডপ তৈরি করা হয়েছে । এবছর যেহেতু বাজেট কম তাই খুব স্বল্প বাজেটে এবং খুব কম সময়ে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে । এই মণ্ডপের প্রায় তিন দিক খোলা রয়েছে । দর্শকরা যাতে দূর থেকে প্রতিমা দর্শন করতে পারেন তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে । তবে হাইকোর্টের রায় উদ্বেগ বাড়িয়েছে পুজো উদ্যোক্তাদের । যদিও নিয়মের কোনও খামতি রাখছে না হাতিবাগান সর্বজনীন দুর্গাপুজো কমিটি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.