ETV Bharat / state

হাসিন জাহানকে হুমকি ফোন, গ্রেপ্তার যুবক - গ্রেপ্তার 1

হাসিন দু'টি মোবাইল নম্বর দিয়েছিলেন । সেই নম্বরগুলো থেকে ওই যুবকের পরিচয় জানা যায় ।

হাসিন জাহান
হাসিন জাহান
author img

By

Published : Nov 25, 2020, 12:57 PM IST

কলকাতা, 25 নভেম্বর: মাঝেমধ্যেই আসছিল হুমকি ফোন। তাতে ফোন নম্বর ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ৷ এমনকী বেআইনিভাবে ওয়েবসাইটে দেওয়ার হুমকিও দেওয়া হয় । না হলে দিতে হবে টাকা। কলকাতা পুলিশে এই অভিযোগ দায়ের করলেন মহম্মদ সামির বিবি হাসিন জাহান । আর অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ ।

আগে হাসিনের বাড়িতে কাজ করতেন শিলা সরকার । তাঁর বাড়ি ক্যানিং স্টেশন রোড এলাকায় । কয়েকদিন আগেই শিলাকে পরিচারিকার কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয় । তারপর থেকেই দুটি নম্বর থেকে হাসিনকে ফোন করতে শুরু করে এক অজ্ঞাতপরিচয় যুবক । শিলার ছেলে বলে নিজের পরিচয় দেয়। ফোনে ক্রমাগত টাকা দাবি করে হুমকিও দিতে শুরু করে । অভিযোগ, হাসিনকে বলা হয় তাঁর ফোন নম্বর এবং ছবি পাবলিক ফোরামে ছড়িয়ে দেওয়া হবে । বিভিন্ন ওয়েবসাইটে দেওয়া হবে তাঁর ছবি । বিষয়টি নিয়ে 22 নভেম্বর হাসিন অভিযোগ দায়ের করেন যাদবপুর থানায় । সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, হাসিন দু'টি মোবাইল নম্বর দিয়েছিলেন । সেই নম্বরগুলো থেকে ওই যুবকের পরিচয় জানা যায় । তার নাম দেবরাজ সরকার । বয়স 25 বছর । বাড়ি ক্যানিংয়ে । গতরাতে দেবরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

কলকাতা, 25 নভেম্বর: মাঝেমধ্যেই আসছিল হুমকি ফোন। তাতে ফোন নম্বর ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ৷ এমনকী বেআইনিভাবে ওয়েবসাইটে দেওয়ার হুমকিও দেওয়া হয় । না হলে দিতে হবে টাকা। কলকাতা পুলিশে এই অভিযোগ দায়ের করলেন মহম্মদ সামির বিবি হাসিন জাহান । আর অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ ।

আগে হাসিনের বাড়িতে কাজ করতেন শিলা সরকার । তাঁর বাড়ি ক্যানিং স্টেশন রোড এলাকায় । কয়েকদিন আগেই শিলাকে পরিচারিকার কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয় । তারপর থেকেই দুটি নম্বর থেকে হাসিনকে ফোন করতে শুরু করে এক অজ্ঞাতপরিচয় যুবক । শিলার ছেলে বলে নিজের পরিচয় দেয়। ফোনে ক্রমাগত টাকা দাবি করে হুমকিও দিতে শুরু করে । অভিযোগ, হাসিনকে বলা হয় তাঁর ফোন নম্বর এবং ছবি পাবলিক ফোরামে ছড়িয়ে দেওয়া হবে । বিভিন্ন ওয়েবসাইটে দেওয়া হবে তাঁর ছবি । বিষয়টি নিয়ে 22 নভেম্বর হাসিন অভিযোগ দায়ের করেন যাদবপুর থানায় । সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, হাসিন দু'টি মোবাইল নম্বর দিয়েছিলেন । সেই নম্বরগুলো থেকে ওই যুবকের পরিচয় জানা যায় । তার নাম দেবরাজ সরকার । বয়স 25 বছর । বাড়ি ক্যানিংয়ে । গতরাতে দেবরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.