কলকাতা, 8 সেপ্টেম্বর : BJP-তে যোগ দিচ্ছেন মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান ? গতকাল সন্ধ্যা সাড়ে 6টা নাগাদ BJP রাজ্য দপ্তরে আসেন তিনি । সেখানে বেশ কিছুক্ষণ কথা বলেন লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে । তারপরই জল্পনা ছড়িয়েছে, BJP-তে যোগ দিতে পারেন হাসিন ।
গতকাল সন্ধ্যায় হঠাৎই BJP দপ্তরে আসেন হাসিন । 40 মিনিট বৈঠকের পর 7টা 10 নাগাদ বেরিয়ে যান । গিয়ে বসেন লকেটের গাড়িতে । তার আগে সাংবাদিকদের বলেন, "লকেটদির সঙ্গে দীর্ঘদিনের পরিচয় । একটা কাজের জন্য ওঁর সঙ্গে দেখা করতে এসেছি ।" তবে, মহম্মদ শামি সংক্রান্ত প্রশ্ন তিনি এড়িয়ে গেছেন ।
হাসিনের BJP দপ্তরে আসায় উঠছে অনেক প্রশ্ন । রাজনৈতিক মহলের একাংশের দাবি, এবার BJP-তে যোগ দিতে পারেন তিনি । হাসিন নিজে অস্বীকার করলেও 40 মিনিট দু'জনের কী বিষয়ে বৈঠক হয়েছে তা জানতে উদগ্রীব সকলে ।