ETV Bharat / state

BJP দপ্তরে শামি-পত্নী, দলে যোগ নিয়ে জল্পনা - BJP office

BJP-তে যোগ দিচ্ছেন মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান ? হাসিনের BJP দপ্তরে আসায় উঠছে অনেক প্রশ্ন । রাজনৈতিক মহলের একাংশের দাবি, এবার BJP-তে যোগ দিতে পারেন তিনি ।

হাসিন জাহান
author img

By

Published : Sep 8, 2019, 2:14 AM IST

Updated : Sep 15, 2019, 11:57 PM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর : BJP-তে যোগ দিচ্ছেন মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান ? গতকাল সন্ধ্যা সাড়ে 6টা নাগাদ BJP রাজ্য দপ্তরে আসেন তিনি । সেখানে বেশ কিছুক্ষণ কথা বলেন লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে । তারপরই জল্পনা ছড়িয়েছে, BJP-তে যোগ দিতে পারেন হাসিন ।

গতকাল সন্ধ্যায় হঠাৎই BJP দপ্তরে আসেন হাসিন । 40 মিনিট বৈঠকের পর 7টা 10 নাগাদ বেরিয়ে যান । গিয়ে বসেন লকেটের গাড়িতে । তার আগে সাংবাদিকদের বলেন, "লকেটদির সঙ্গে দীর্ঘদিনের পরিচয় । একটা কাজের জন্য ওঁর সঙ্গে দেখা করতে এসেছি ।" তবে, মহম্মদ শামি সংক্রান্ত প্রশ্ন তিনি এড়িয়ে গেছেন ।

দেখুন ভিডিয়ো

হাসিনের BJP দপ্তরে আসায় উঠছে অনেক প্রশ্ন । রাজনৈতিক মহলের একাংশের দাবি, এবার BJP-তে যোগ দিতে পারেন তিনি । হাসিন নিজে অস্বীকার করলেও 40 মিনিট দু'জনের কী বিষয়ে বৈঠক হয়েছে তা জানতে উদগ্রীব সকলে ।

কলকাতা, 8 সেপ্টেম্বর : BJP-তে যোগ দিচ্ছেন মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান ? গতকাল সন্ধ্যা সাড়ে 6টা নাগাদ BJP রাজ্য দপ্তরে আসেন তিনি । সেখানে বেশ কিছুক্ষণ কথা বলেন লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে । তারপরই জল্পনা ছড়িয়েছে, BJP-তে যোগ দিতে পারেন হাসিন ।

গতকাল সন্ধ্যায় হঠাৎই BJP দপ্তরে আসেন হাসিন । 40 মিনিট বৈঠকের পর 7টা 10 নাগাদ বেরিয়ে যান । গিয়ে বসেন লকেটের গাড়িতে । তার আগে সাংবাদিকদের বলেন, "লকেটদির সঙ্গে দীর্ঘদিনের পরিচয় । একটা কাজের জন্য ওঁর সঙ্গে দেখা করতে এসেছি ।" তবে, মহম্মদ শামি সংক্রান্ত প্রশ্ন তিনি এড়িয়ে গেছেন ।

দেখুন ভিডিয়ো

হাসিনের BJP দপ্তরে আসায় উঠছে অনেক প্রশ্ন । রাজনৈতিক মহলের একাংশের দাবি, এবার BJP-তে যোগ দিতে পারেন তিনি । হাসিন নিজে অস্বীকার করলেও 40 মিনিট দু'জনের কী বিষয়ে বৈঠক হয়েছে তা জানতে উদগ্রীব সকলে ।

Intro:
07-09-19



বিজেপির রাজ্য দপ্তরে মহম্মদ সামির পত্নী হাসিন জাহান, বিজেপিতে যোগ নিয়ে জল্পনা


কলকাতা: শনিবার সন্ধ্যা 6 টা 30 মিনিট নাগাদ বিজেপির রাজ্য দপ্তরে এলেন ভারতীয় দলের ক্রিকেটার মহাম্মদ সামির পত্নী হাসিন জাহান। তবে আজকের বৈঠকের পর তার বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়েছে।



বিজেপি সূত্রে খবর, প্রায় 40 মিনিট বৈঠক শেষে সাতটা দশ নাগাদ রাজ্য দপ্তর থেকে বেরিয়ে যান তিনি। রাজ্য দপ্তর থেকে বেরিয়ে একই গাড়িতে লকেট চট্টোপাধ্যায় এর সঙ্গে রওনা দেন তিনি।

হাসিন জাহান বলেন, " সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান সৌজন্য সাক্ষাৎকার এর জন্যই বিজেপি দপ্তরে আসা। লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে তার পরিচয় দীর্ঘদিনের। এ কারণেই বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এর সঙ্গে দেখা করতে এসেছেন তিনি। মোহাম্মদ সামির সঙ্গে সম্পর্কের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি জানান ব্যক্তিগত কারণে নয়, সৌজন্য সাক্ষাৎকার করতেই এসেছেন তিনি।


তিনি আরও বলেন, " লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি যৌথ কাজ করছেন তিনি। সেই কারণেই দেখা করতে আসা। এড়িয়ে যান ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি। তবে হাসিন জাহান এর বিজেপি দপ্তরে আশা নিয়ে ইতিমধ্যেই জল ঘোলা হতে শুরু করেছে। উঠে আসছে একাধিক প্রশ্ন। তাহলে কি ব্যক্তিগত সম্পর্কের কিনারা খুঁজতে রাজনৈতিক সমর্থন খুঁজছেন তিনি ? সেই কারণেই কি বিজেপি দপ্তরে আশা ? দীর্ঘ 40 মিনিট বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে কি কথা হলো তার ? এমনই একাধিক প্রশ্ন উসকে দিয়ে গেল বিজেপির রাজ্য দপ্তরের মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহান এর উপস্থিতি।Body:কপিConclusion:
Last Updated : Sep 15, 2019, 11:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.