ETV Bharat / state

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর ঘটনায় মামলা রুজু হেয়ার স্ট্রিট থানায় - বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর ঘটনায় মামলা রুজু হেয়ারস্ট্রিট থানায়

ঘটনায় ভারতীয় দণ্ডবিধির 304 ধারায় একটি মামলা রুজু করেছে হেয়ার স্ট্রিট থানা । পুলিশ সূত্রের খবর, অজ্ঞাতপরিচয়ের ব্যক্তিদের বিরুদ্ধে এই মামলাটি রুজু করা হয়েছে ।

যুবকের মৃত্যুর ঘটনায় মামলা রুজু হেয়ারস্ট্রিট থানায়
যুবকের মৃত্যুর ঘটনায় মামলা রুজু হেয়ারস্ট্রিট থানায়
author img

By

Published : May 14, 2021, 5:28 PM IST

কলকাতা, 14 মে : রাজভবনের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর ঘটনায় এবার তদন্ত শুরু করল হেয়ার স্ট্রিট থানার পুলিশ । কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) রূপেশ কুমার বলেন, ‘‘কলকাতা পৌরসভার তরফে কলকাতা পুলিশকে তদন্ত করার কথা বলা হয় । কলকাতা পুরসভার এই অনুরোধের পর হেয়ার স্ট্রিট থানা এই ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ঘটনায় ভারতীয় দণ্ডবিধির 304 ধারায় একটি মামলা রুজু করেছে হেয়ার স্ট্রিট থানা । পুলিশ সূত্রের খবর, অজ্ঞাতপরিচয়ের ব্যক্তিদের বিরুদ্ধে এই মামলাটি রুজু করা হয়েছে । গত 15 মে ঝড় বৃষ্টির সময় সন্ধ্যেবেলা রিষভ মণ্ডল নামে 25 বছরের এক যুবক রাজভবনের উত্তর গেটের কাছে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান । পুলিশ রাস্তায় জমে থাকা জলের মধ্য থেকে দেহটি উদ্ধার করে ৷

আরও পড়ুন :- রাজভবনের সামনে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক

ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই রিষভকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । পুলিশের অনুমান, বিদ্যুতের খুঁটির কোনও খোলামুখ তারেই রিষভ বিদ্যুৎপৃষ্ট হন ৷

কলকাতা, 14 মে : রাজভবনের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর ঘটনায় এবার তদন্ত শুরু করল হেয়ার স্ট্রিট থানার পুলিশ । কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) রূপেশ কুমার বলেন, ‘‘কলকাতা পৌরসভার তরফে কলকাতা পুলিশকে তদন্ত করার কথা বলা হয় । কলকাতা পুরসভার এই অনুরোধের পর হেয়ার স্ট্রিট থানা এই ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ঘটনায় ভারতীয় দণ্ডবিধির 304 ধারায় একটি মামলা রুজু করেছে হেয়ার স্ট্রিট থানা । পুলিশ সূত্রের খবর, অজ্ঞাতপরিচয়ের ব্যক্তিদের বিরুদ্ধে এই মামলাটি রুজু করা হয়েছে । গত 15 মে ঝড় বৃষ্টির সময় সন্ধ্যেবেলা রিষভ মণ্ডল নামে 25 বছরের এক যুবক রাজভবনের উত্তর গেটের কাছে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান । পুলিশ রাস্তায় জমে থাকা জলের মধ্য থেকে দেহটি উদ্ধার করে ৷

আরও পড়ুন :- রাজভবনের সামনে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক

ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই রিষভকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । পুলিশের অনুমান, বিদ্যুতের খুঁটির কোনও খোলামুখ তারেই রিষভ বিদ্যুৎপৃষ্ট হন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.