ETV Bharat / state

Hangout Zone in Newtown : কর্মব্যস্ত দিনের শেষে চলে যান নিউটাউনের হ্যাংআউট জোনে - Hangout Zone

নিরিবিলিতে সময় কাটাতে এবার চলে যেতে পারেন নিউটাউনে (Hangout Zone in Newtown)৷ ফিরহাদ হাকিমের (Minister Firhad Hakim) হাতে উদ্বোধন হল নিউটাউনের হ্যাংআউট জোন । উদ্বোধনে উপস্থিত ছিলেন এনকেডিএ-এর চেয়ারম্যান দেবাশিস সেন(NKDA Chairman)-সহ হিডকো এবং এনকেডিএ-র আধিকারিকরা ।

Hangout Zone inaugurated in Newtown for citizens
Hangout Zone
author img

By

Published : Jun 4, 2022, 4:01 PM IST

বিধাননগর, 4 জুন : সারাদিনের কর্ম ব্যস্ততা, সে ঘরে হোক বা বাইরে, নারী হোক বা পুরুষ। বাড়িতে বসে সকলের একঘেঁয়েমি জীবনযাত্রা । এবার তার থেকে কিছুটা স্বস্তি দিতে নিউটাউন এনকেডিএ-র তরফ থেকে নেওয়া হল নতুন উদ্যোগ ।

নিউটাউন ক্লক টাওয়ার সংলগ্ন জায়গায় করা হয়েছে হ্যাঙ্গ আউট জোন বা কমিউনিটি জোন । যেখানে থাকছে ফুড জোন, বসার জায়গা, দাবা খেলার জায়গা, পথ নাটিকার জায়গা ৷ সেখানে প্রখর রোদে বসার জন্য রয়েছে ছাউনি ৷ বাচ্চাদের খেলার জন্য করা হয়েছে প্লে গ্রাউন্ড, রয়েছে রাইডের ব্যবস্থাও । বসে গল্প করার জন্য থাকছে বসার জায়গা । থাকছে গান বাজনার জন্য ব্যবস্থা ৷ সন্ধ্যের পর নিউটাউনবাসী বৃদ্ধ-বৃদ্ধারা এখানে বসে আড্ডা ও গান উপভোগ করতে পারবেন ।

Hangout Zone inaugurated in Newtown for citizens
ফুড ট্রাক ফেস্টিভাল এবং ফুটসাল টুর্নামেন্ট-এর আয়োজন করা হয়েছে

এর পাশাপাশি মনোরম পরিবেশে সান্ধ্য ভ্রমণ করতে পারবেন । তার জন্য রাস্তার ওপর রং দিয়ে নানা কারুকার্য করা হয়েছে ৷ যেখানে বাচ্চারাও খেলাধুলা করতে পারবে । এই হ্যাংআউট জোন বা কমিউনিটি জোনের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তথা হিডকোর চেয়ারম্যান ফিরহাদ হাকিম(Minister Firhad Hakim), এনকেডিএ-এর চেয়ারম্যান দেবাশিস সেন(NKDA Chairman)-সহ হিডকো এবং এনকেডিএ-এর আধিকারিকরা । এই উপলক্ষে ফুড ট্রাক ফেস্টিভাল এবং ফুটসল টুর্নামেন্ট-এর আয়োজন করা হয়েছে (Hangout Zone inaugurated in Newtown for citizens)। 3 জুন থেকে 5 জুন পর্যন্ত চলবে এগুলি ।

নিউটাউন ক্লক টাওয়ার সংলগ্ন জায়গায় করা হয়েছে হ্যাঙ্গ আউট জোন বা কমিউনিটি জোন

আরও পড়ুন : KMDA SOP Planning : নজরুল মঞ্চের ঘটনার পর হল ভাড়ায় এসওপির ভাবনা, জানালেন মেয়র

ফিরহাদ হাকিম বলেন, "এটা দারুণ হয়েছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন একটা মর্ডান সিটি । সেই জন্য নিউটাউনটা ক্রিয়েট করেছি আমরা । তাতে ইকোপার্ক, এতগুলো ইউনিভার্সিটি, তাতে কনভেনশন সেন্টার যেটা ভারতবর্ষের কোথাও নেই, এতগুলো পার্ক, ওয়াক্স মিউজিয়াম রয়েছে ৷ আজকে এর সঙ্গে যোগ হল হ্যাংআউট জোন ৷ ছেলেমেয়েদের পক্ষে আড্ডা জোন, একটা টাইম পাস জোন, ফুড জোন, যেখানে দাঁড়িয়ে যা ইচ্ছা তাই খাবে ওরা । একটাই দুঃখ, বয়স কালে আমরা কেন পেলাম না এসব । তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়নি বলে আমরাও পাইনি । এখনকার পরের প্রজন্মকে শুভেচ্ছা জানাই তারা এসব সুবিধাগুলো পাচ্ছে ।"

Hangout Zone inaugurated in Newtown for citizens
ফিরহাদ হাকিমের হাতে উদ্বোধন হল নিউটাউনের হ্যাঙ্গ আউট জোন

বিধাননগর, 4 জুন : সারাদিনের কর্ম ব্যস্ততা, সে ঘরে হোক বা বাইরে, নারী হোক বা পুরুষ। বাড়িতে বসে সকলের একঘেঁয়েমি জীবনযাত্রা । এবার তার থেকে কিছুটা স্বস্তি দিতে নিউটাউন এনকেডিএ-র তরফ থেকে নেওয়া হল নতুন উদ্যোগ ।

নিউটাউন ক্লক টাওয়ার সংলগ্ন জায়গায় করা হয়েছে হ্যাঙ্গ আউট জোন বা কমিউনিটি জোন । যেখানে থাকছে ফুড জোন, বসার জায়গা, দাবা খেলার জায়গা, পথ নাটিকার জায়গা ৷ সেখানে প্রখর রোদে বসার জন্য রয়েছে ছাউনি ৷ বাচ্চাদের খেলার জন্য করা হয়েছে প্লে গ্রাউন্ড, রয়েছে রাইডের ব্যবস্থাও । বসে গল্প করার জন্য থাকছে বসার জায়গা । থাকছে গান বাজনার জন্য ব্যবস্থা ৷ সন্ধ্যের পর নিউটাউনবাসী বৃদ্ধ-বৃদ্ধারা এখানে বসে আড্ডা ও গান উপভোগ করতে পারবেন ।

Hangout Zone inaugurated in Newtown for citizens
ফুড ট্রাক ফেস্টিভাল এবং ফুটসাল টুর্নামেন্ট-এর আয়োজন করা হয়েছে

এর পাশাপাশি মনোরম পরিবেশে সান্ধ্য ভ্রমণ করতে পারবেন । তার জন্য রাস্তার ওপর রং দিয়ে নানা কারুকার্য করা হয়েছে ৷ যেখানে বাচ্চারাও খেলাধুলা করতে পারবে । এই হ্যাংআউট জোন বা কমিউনিটি জোনের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তথা হিডকোর চেয়ারম্যান ফিরহাদ হাকিম(Minister Firhad Hakim), এনকেডিএ-এর চেয়ারম্যান দেবাশিস সেন(NKDA Chairman)-সহ হিডকো এবং এনকেডিএ-এর আধিকারিকরা । এই উপলক্ষে ফুড ট্রাক ফেস্টিভাল এবং ফুটসল টুর্নামেন্ট-এর আয়োজন করা হয়েছে (Hangout Zone inaugurated in Newtown for citizens)। 3 জুন থেকে 5 জুন পর্যন্ত চলবে এগুলি ।

নিউটাউন ক্লক টাওয়ার সংলগ্ন জায়গায় করা হয়েছে হ্যাঙ্গ আউট জোন বা কমিউনিটি জোন

আরও পড়ুন : KMDA SOP Planning : নজরুল মঞ্চের ঘটনার পর হল ভাড়ায় এসওপির ভাবনা, জানালেন মেয়র

ফিরহাদ হাকিম বলেন, "এটা দারুণ হয়েছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন একটা মর্ডান সিটি । সেই জন্য নিউটাউনটা ক্রিয়েট করেছি আমরা । তাতে ইকোপার্ক, এতগুলো ইউনিভার্সিটি, তাতে কনভেনশন সেন্টার যেটা ভারতবর্ষের কোথাও নেই, এতগুলো পার্ক, ওয়াক্স মিউজিয়াম রয়েছে ৷ আজকে এর সঙ্গে যোগ হল হ্যাংআউট জোন ৷ ছেলেমেয়েদের পক্ষে আড্ডা জোন, একটা টাইম পাস জোন, ফুড জোন, যেখানে দাঁড়িয়ে যা ইচ্ছা তাই খাবে ওরা । একটাই দুঃখ, বয়স কালে আমরা কেন পেলাম না এসব । তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়নি বলে আমরাও পাইনি । এখনকার পরের প্রজন্মকে শুভেচ্ছা জানাই তারা এসব সুবিধাগুলো পাচ্ছে ।"

Hangout Zone inaugurated in Newtown for citizens
ফিরহাদ হাকিমের হাতে উদ্বোধন হল নিউটাউনের হ্যাঙ্গ আউট জোন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.