ETV Bharat / state

SSKM-এর শৌচাগারে রোগীর ঝুলন্ত দেহ - patient death in SSKM

SSKM-এর কার্ডিয়ো বিভাগের শৌচাগার থেকে উদ্ধার ঝুলন্ত দেহ । আজ ভোরে দেহটি দেখতে পান নার্সরা । অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ভবানীপুর থানার পুলিশ ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jul 15, 2019, 2:36 PM IST

কলকাতা, 15 জুলাই : SSKM-এর কার্ডিয়ো বিভাগের শৌচাগার থেকে উদ্ধার ঝুলন্ত দেহ । আজ ভোরে দেহটি দেখতে পান নার্সরা । দরজা থেকে গলায় গামছা জড়ানো অবস্থায় ঝুলছিল দেহটি । পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । তাদের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন । অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ভবানীপুর থানার পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, 1 জুলাই SSKM-এর কার্ডিয়ো থোরাসিক ভাসকুলার সায়েন্সের ওয়ার্ডে ভরতি হন কার্তিক মিস্ত্রি (56) নামে ওই ব্যক্তি । গতকাল মাঝরাত থেকে ওয়ার্ডে তাঁকে দেখতে না পেয়ে নার্স এবং ওয়ার্ডবয়দের খবর দেন পাশের রোগীরা । এরপরই খোঁজাখুঁজি শুরু করেন হাসপাতাল কর্মীরা । অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ভোর রাতে শৌচাগারে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ ।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থান থেকে কোনও সুইসাইড নোট মেলেনি । হাসপাতাল কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনও প্রতিক্রিয়া দেয়নি । শনিবার বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে উদ্ধার হয়েছিল ঝুলন্ত দেহ । ফের আজ এমন ঘটনায় রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । কীভাবে একা একা রোগী বেড থেকে উঠে গিয়ে দীর্ঘক্ষণ বাইরে থাকছে ? প্রশ্ন তুলছেন রোগীর আত্মীয়রা ।

কলকাতা, 15 জুলাই : SSKM-এর কার্ডিয়ো বিভাগের শৌচাগার থেকে উদ্ধার ঝুলন্ত দেহ । আজ ভোরে দেহটি দেখতে পান নার্সরা । দরজা থেকে গলায় গামছা জড়ানো অবস্থায় ঝুলছিল দেহটি । পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । তাদের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন । অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ভবানীপুর থানার পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, 1 জুলাই SSKM-এর কার্ডিয়ো থোরাসিক ভাসকুলার সায়েন্সের ওয়ার্ডে ভরতি হন কার্তিক মিস্ত্রি (56) নামে ওই ব্যক্তি । গতকাল মাঝরাত থেকে ওয়ার্ডে তাঁকে দেখতে না পেয়ে নার্স এবং ওয়ার্ডবয়দের খবর দেন পাশের রোগীরা । এরপরই খোঁজাখুঁজি শুরু করেন হাসপাতাল কর্মীরা । অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ভোর রাতে শৌচাগারে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ ।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থান থেকে কোনও সুইসাইড নোট মেলেনি । হাসপাতাল কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনও প্রতিক্রিয়া দেয়নি । শনিবার বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে উদ্ধার হয়েছিল ঝুলন্ত দেহ । ফের আজ এমন ঘটনায় রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । কীভাবে একা একা রোগী বেড থেকে উঠে গিয়ে দীর্ঘক্ষণ বাইরে থাকছে ? প্রশ্ন তুলছেন রোগীর আত্মীয়রা ।

Intro:কলকাতা, ১৫ জুলাই: ফের সরকারি হাসপাতালে রোগীর ঝুলন্ত দেহ। গত শনিবার বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে উদ্ধার হয়েছিল ঝুলন্ত দেহ। আজ ভোর রাতে এসএসকেএম হাসপাতালে আবারও উদ্ধার হল দেহ। শৌচাগারের কাঠের দরজার কাঠের সঙ্গে গামছা জড়ানো অবস্থায়ই সে বলল আমি ও। উদ্ধার হয় দেহটি। পুলিশের প্রাথমিক অনুমান এটি আত্মহত্যার ঘটনা। তবে দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ভবানীপুর থানার পুলিশ।Body:পুলিশ সূত্রে খবর, ১ জুলাই SSKMএর কার্ডিও থোরাসিক ভাসকুলার সায়েন্সের ওয়ার্ডে ভর্তি হন কার্তিক।গত মধ্যরাতে থেকে ওয়ার্ডে তাকে দেখতে না পেয়ে, নার্স এবং ওয়ার্ডবয়দের খবর দেন পাশের রোগীরা। এরপরই খোঁজাখুঁজি শুরু করেন হাসপাতালের কর্মীরা। দীর্ঘ খোঁজাখুঁজির পর ভোর রাতে শৌচাগারে উদ্ধার হয় তার থেকে ঝুলন্ত দেহ। Conclusion:পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া দেয়নি। তবে পরপর দুটি ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায়, চাঞ্চল্য তৈরি হয়েছে এসএসকেএম হাসপাতালে। প্রশ্ন ঠিক আছে রোগীদের সুরক্ষা নিয়ে। কিভাবে একা একা রোগী বেড থেকে উঠে গিয়ে দীর্ঘক্ষণ বাইরে থাকছে? এই প্রশ্ন তুলছেন রোগীর আত্মীয়রা।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.