ETV Bharat / state

Banglar Bari: বাংলার বাড়ি প্রকল্পের ফ্ল্যাটের চাবি ও কাগজ পেয়ে আনন্দিত 100 পরিবার - Banglar Bari

বেহালের 132 নম্বর ওয়ার্ডের সকল দেও সিং বস্তির 90টি পরিবার হাতে পেলেন বাংলার বাড়ি প্রকল্পের ফ্ল্যাটের চাবি ৷

Etv Bharat
বাংলার বাড়ি প্রকল্প
author img

By

Published : Apr 26, 2023, 11:09 PM IST

Updated : Apr 27, 2023, 12:01 PM IST

কলকাতা, 26 এপ্রিল: এক সময় গ্রামের কাঁচা বাড়ি ছিল । ধীরে ধীরে শহরের হাওয়া লাগে এলাকায় । কলকাতা পৌরনিগমের আওতাধীন হয় এলাকা । গড়ে ওঠে জনবসতি । ঘিঞ্জি ছোট ঘর আর দমবন্ধ পরিবেশে বসবাস ছিল বেহালার 132 নম্বর ওয়ার্ডের সকল দেও সিং বস্তির বাসিন্দাদের ভবিতব্য । শেষমেষ কলকাতা পৌরনিগমের উদ্যোগে এবার এই বস্তির 100-র বেশি পরিবার পেল নতুন ফ্ল্যাটের চাবি । বুধবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের উপস্থিতিতে বস্তিবাসীদের হাতে তুলে দেওয়া হয় ফ্ল্যাটের চাবি ।

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, বেহালার 132 নম্বর ওয়ার্ডের সকল দেও সিং বস্তির প্রায় 90টি পরিবারকে এই 'বাংলার বাড়ি প্রকল্পে' ফ্ল্যাট দেওয়া হয়েছে । বাকি 11টি পরিবারের হাতে দেওয়া হয়েছে আবাসন সম্পর্কিত সমস্ত কাগজপত্র ৷ এই প্রকল্পটি তৈরি করতে সময় লেগেছে দু’বছরের বেশি সময় । খরচ হয়েছে প্রায় 10 কোটি টাকা । এলাকায় রাস্তা ঘাটের ভোল বদলে গেছে । বসেছে নতুন আলো । সুন্দর গাছ গাছালিতে এখন আবাসনের রূপ অন্যমাত্রা যোগ করেছে এলাকায় । দীর্ঘ বছর অস্বাস্থ্যকর পরিবেশে জীবন কাটিয়ে সুস্থ স্বাভাবিক পরিবেশ ও মাথার উপর পাকা ছাদ ঘর, নিজস্ব শৌচালয় পেয়ে আপ্লুত এলাকার মানুষ ।

এদিন অনুষ্ঠান মঞ্চের দাঁড়িয়ে মেয়র ফিরহাদ হাকিম ঘোষণা করেন, ওই পরিবারগুলোকে আজ সরকারিভাবে ফ্ল্যাট পাওয়ার কাগজ দেওয়া হয় । আগামী ধাপে পার্শ্ববর্তী রত্না চট্টোপাধ্যায়ের ওয়ার্ড 131 নম্বরে যখন এই প্রকল্প হবে সেখানে ফ্ল্যাট পাবেন বাকি 11টি পরিবার ।

আরও পড়ুন: রাজ্যে ফের আবাস যোজনা দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় প্রতিনিধি দল

এদিন ফিরহাদ হাকিম জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছেতেই গরিব মানুষগুলির উন্নতি ও তাঁদের ভালোভাবে থাকার ব্যবস্থা করতেই এই আবাসন প্রকল্প । সেই কাজ করা হয়েছে । পৌরনিগম নিজের কর্তব্য পালন না করলে 5 বছর পর নাগরিকরা ভরসা রাখবেন না । আমদের জনগণের জন্য কাজ করে যেতে হবে ।

কলকাতা, 26 এপ্রিল: এক সময় গ্রামের কাঁচা বাড়ি ছিল । ধীরে ধীরে শহরের হাওয়া লাগে এলাকায় । কলকাতা পৌরনিগমের আওতাধীন হয় এলাকা । গড়ে ওঠে জনবসতি । ঘিঞ্জি ছোট ঘর আর দমবন্ধ পরিবেশে বসবাস ছিল বেহালার 132 নম্বর ওয়ার্ডের সকল দেও সিং বস্তির বাসিন্দাদের ভবিতব্য । শেষমেষ কলকাতা পৌরনিগমের উদ্যোগে এবার এই বস্তির 100-র বেশি পরিবার পেল নতুন ফ্ল্যাটের চাবি । বুধবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের উপস্থিতিতে বস্তিবাসীদের হাতে তুলে দেওয়া হয় ফ্ল্যাটের চাবি ।

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, বেহালার 132 নম্বর ওয়ার্ডের সকল দেও সিং বস্তির প্রায় 90টি পরিবারকে এই 'বাংলার বাড়ি প্রকল্পে' ফ্ল্যাট দেওয়া হয়েছে । বাকি 11টি পরিবারের হাতে দেওয়া হয়েছে আবাসন সম্পর্কিত সমস্ত কাগজপত্র ৷ এই প্রকল্পটি তৈরি করতে সময় লেগেছে দু’বছরের বেশি সময় । খরচ হয়েছে প্রায় 10 কোটি টাকা । এলাকায় রাস্তা ঘাটের ভোল বদলে গেছে । বসেছে নতুন আলো । সুন্দর গাছ গাছালিতে এখন আবাসনের রূপ অন্যমাত্রা যোগ করেছে এলাকায় । দীর্ঘ বছর অস্বাস্থ্যকর পরিবেশে জীবন কাটিয়ে সুস্থ স্বাভাবিক পরিবেশ ও মাথার উপর পাকা ছাদ ঘর, নিজস্ব শৌচালয় পেয়ে আপ্লুত এলাকার মানুষ ।

এদিন অনুষ্ঠান মঞ্চের দাঁড়িয়ে মেয়র ফিরহাদ হাকিম ঘোষণা করেন, ওই পরিবারগুলোকে আজ সরকারিভাবে ফ্ল্যাট পাওয়ার কাগজ দেওয়া হয় । আগামী ধাপে পার্শ্ববর্তী রত্না চট্টোপাধ্যায়ের ওয়ার্ড 131 নম্বরে যখন এই প্রকল্প হবে সেখানে ফ্ল্যাট পাবেন বাকি 11টি পরিবার ।

আরও পড়ুন: রাজ্যে ফের আবাস যোজনা দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় প্রতিনিধি দল

এদিন ফিরহাদ হাকিম জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছেতেই গরিব মানুষগুলির উন্নতি ও তাঁদের ভালোভাবে থাকার ব্যবস্থা করতেই এই আবাসন প্রকল্প । সেই কাজ করা হয়েছে । পৌরনিগম নিজের কর্তব্য পালন না করলে 5 বছর পর নাগরিকরা ভরসা রাখবেন না । আমদের জনগণের জন্য কাজ করে যেতে হবে ।

Last Updated : Apr 27, 2023, 12:01 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.