কলকাতা, 7 জানুয়ারি: উত্তর 24 পরগনার সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় পর পেরিয়ে গিয়েছে 48 ঘণ্টা ৷ এখনও গ্রেফতার করা যায়নি তৃণমূল নেতা শাহজাহান শেখকে। আধিকারিকদের যারা আক্রমণ করেছিলেন তাদেরও বিরুদ্ধে স্থানীয় পুলিশ প্রশাসন কিছুই ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ। এই অবস্থায় রবিবার রাজভবনে রাজ্যের দায়িত্বে থাকা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) শীর্ষ পদাধিকারীদের সঙ্গে গোপনে বৈঠক সারলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারপরেই রাজ্যের কাছে একাধিক বিষয়ের দ্রুত রিপোর্ট তলব করেছেন তিনি।
রাজভবন সূত্রের দাবি, গোপনীয় আলোচনার জন্যই রবিবার সন্ধেয় সিআরপিএফ এবং ইডি'র শীর্ষ পদাধিকারীদের রাজভবনে আহ্বান করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানা গিয়েছে, গোপন বৈঠকে ইডি আধিকারিকদের উপর আক্রমণে প্রধান অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতারে পুলিশি ব্যর্থতার জন্য তীব্র অসন্তোষ প্রকাশ করেছে রাজ্যপাল বোস। রাজ্যপাল কঠোর সতর্কবার্তাও জারি করেছেন। তিনি জানিয়েছেন, মানুষ জানে কে চোর আর কে পুলিশ। তাই খরগোশের সঙ্গে না-দৌড়িয়ে পুলিশ কুকুর নিয়ে অভিযুক্তকে খুঁজে বার করা উচিৎ বলে জানিয়েছেন তিনি।
শুধু ক্ষোভপ্রকাশ করাই নয় ৷ রাজভবন সূত্রে দাবি, রাজ্যপাল দ্রুত রিপোর্ট তলব করে সরকারের কাছে উত্তর চেয়েছেন ৷ মূলত যে বিষয়গুলিতে রাজ্যপাল রিপোর্ট চেয়েছেন-
1. রেশন কেলেঙ্কারিতে ব্যবস্থা কী নেওয়া হয়েছে।
2. অভিযুক্ত শেখ শাহজাহানকে কেন গ্রেফতার করা হয়নি ব্যাখ্যা কর ৷
3. শেখ শাহজাহান ভারতে আছেন, নাকি সীমান্ত অতিক্রম করেছেন তা স্পষ্ট করুন ৷
4. আইনশৃঙ্খলা ব্যর্থতার দায়ভার ঠিক করুন ৷
5. দায়িত্ব ঠিক করুন এবং তাদের দায়িত্বে ব্যর্থ পুলিশ অফিসারদের শাস্তি দিন ৷
আরও পড়ুন: