ETV Bharat / state

Khela Hobe Divas : ফুটবল ম্যাচ চলাকালীন বচসার জেরে গুলি ; আহত 1

গুলির শব্দে খেলা দেখতে আসা লোকজন পালাতে থাকেন ৷ চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় ৷ তখনই লরেন্স ডিক্রুজ নামে 41 বছরের এক ব্যক্তির ডান পায়ে গুলি লাগে ৷

gunfire
gunfire
author img

By

Published : Aug 17, 2021, 2:18 PM IST

Updated : Aug 17, 2021, 8:28 PM IST

কলকাতা, 17 অগস্ট : খেলা দিবসের ম্যচ চলাকালীন বিপত্তি ৷ দুই দলের বচসার জেরে চলল গুলি ৷ আর তাতেই গুরুতর জখম হলেন এক ব্যক্তি ৷ মঙ্গলবার ভোর তিনটে নাগাদ খোদ কলকাতার বুকে ঘটেছে এই ঘটনা ৷

পুলিশ সূত্রে খবর, খেলা দিবস উপলক্ষে পার্ক স্ট্রিট থানা এলাকার পাকুড়তলা মাঠে ফুলবল ম্যাচ চলছিল ৷ খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন স্থানীয়রা ৷ খেলা চলাকালীন হঠাৎই দুই দলের মধ্যে ঝামেলা শুরু হয় । অভিযোগ, এরপরই এলাকার বেশ কয়েকজন দুষ্কৃতী ঘটনাস্থলে আসে । তাদের ইন্ধনে দুই দলের বচসা হাতাহাতিতে গড়ায় । এরপরেই দুষ্কৃতীরা গুলি চালাতে শুরু করে । গুলির শব্দে খেলা দেখতে আসা লোকজন পালাতে থাকেন ৷ চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় ৷ তখনই লরেন্স ডিক্রুজ নামে 41 বছরের এক ব্যক্তির ডান পায়ে গুলি লাগে ৷

আরও পড়ুন : BJP : আটক 21 বিজেপি বিধায়ক, গ্রেফতার নারায়ণী সেনা ; শিলিগুড়িতে সংকল্প যাত্রা ঘিরে ধুন্ধুমার

ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় । জখম ওই ব্যক্তিকে সিএনএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে । কলকাতা পুলিশের ডিসি (সাউথ) আকাশ মাঘারিয়া জানিয়েছেন, আজ ভোর তিনটে নাগাদ এই ঘটনা ঘটে ৷ ঘটনার তদন্তে নেমেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ । এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখা হচ্ছে ।

কলকাতা, 17 অগস্ট : খেলা দিবসের ম্যচ চলাকালীন বিপত্তি ৷ দুই দলের বচসার জেরে চলল গুলি ৷ আর তাতেই গুরুতর জখম হলেন এক ব্যক্তি ৷ মঙ্গলবার ভোর তিনটে নাগাদ খোদ কলকাতার বুকে ঘটেছে এই ঘটনা ৷

পুলিশ সূত্রে খবর, খেলা দিবস উপলক্ষে পার্ক স্ট্রিট থানা এলাকার পাকুড়তলা মাঠে ফুলবল ম্যাচ চলছিল ৷ খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন স্থানীয়রা ৷ খেলা চলাকালীন হঠাৎই দুই দলের মধ্যে ঝামেলা শুরু হয় । অভিযোগ, এরপরই এলাকার বেশ কয়েকজন দুষ্কৃতী ঘটনাস্থলে আসে । তাদের ইন্ধনে দুই দলের বচসা হাতাহাতিতে গড়ায় । এরপরেই দুষ্কৃতীরা গুলি চালাতে শুরু করে । গুলির শব্দে খেলা দেখতে আসা লোকজন পালাতে থাকেন ৷ চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় ৷ তখনই লরেন্স ডিক্রুজ নামে 41 বছরের এক ব্যক্তির ডান পায়ে গুলি লাগে ৷

আরও পড়ুন : BJP : আটক 21 বিজেপি বিধায়ক, গ্রেফতার নারায়ণী সেনা ; শিলিগুড়িতে সংকল্প যাত্রা ঘিরে ধুন্ধুমার

ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় । জখম ওই ব্যক্তিকে সিএনএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে । কলকাতা পুলিশের ডিসি (সাউথ) আকাশ মাঘারিয়া জানিয়েছেন, আজ ভোর তিনটে নাগাদ এই ঘটনা ঘটে ৷ ঘটনার তদন্তে নেমেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ । এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখা হচ্ছে ।

Last Updated : Aug 17, 2021, 8:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.