ETV Bharat / state

Anit Thapa on Separate State: বিনয়-বিমল-অজয়ের বন্ধুত্ব 'লোক দেখানো' ! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তোপ অনিতের - পৃথক রাজ্য

আলাদা রাজ্যের দাবি নয় ৷ রাজ্য সরকারের উপরেই ভরসা রাখছেন অনিত থাপা ৷ এই প্রসঙ্গে কী বললেন তিনি (Anit Thapa on Separate State) ?

GTA Chief Executive Anit Thapa says he has faith on State Government
কলকাতায় অনিত থাপা
author img

By

Published : Feb 8, 2023, 8:13 PM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি: আলাদা রাজ্যের দাবি নয়, বরং জিটিএ চুক্তিতেই ভরসা রাখছেন জিটিএ প্রধান অনিত থাপা (Anit Thapa on Separate State) ৷ তাই রাজ্য সরকারের বিরোধিতা না করে সরকারের সঙ্গে থেকেই পাহাড়ে উন্নয়নের কাজ আরও এগিয়ে নিয়ে যেতে চান তিনি ৷ বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন অনিত (Mamata Banerjee Anit Thapa Meeting) ৷ সেই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনিত জানান, জিটিএ চুক্তিতে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল, সেগুলির বাস্তবায়নের উপরই বাড়তি জোর দিচ্ছেন তিনি ৷ তাঁর দাবি, প্রথমবার জিটিএ এবং রাজ্য সরকার পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়ার ভিত্তিতে কাজ করছে ৷ তাই, পাহাড়ের মানুষের জিটিএর বর্তমান বোর্ডের থেকে অনেক প্রত্যাশা রয়েছে ৷ সেই কারণেই তিনি পাহাড়ের দ্রুত উন্নতি চান ৷

অনিত জানান, এদিনের বৈঠক অত্যন্ত ইতিবাচক হয়েছে ৷ অনিতের দাবি, পাহাড়ের প্রাথমিক শিক্ষাব্যবস্থা থেকে শুরু করে প্রাইমারি ডিভিশনাল ট্যাক্স সিস্টেম, কিছুই ঠিকঠাক নেই ৷ এর জন্য এই বিষয়গুলিতে রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন অনিত ৷ তাঁর বক্তব্য, পাহাড়ের উন্নয়নের স্বার্থে রাজনীতির থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল নীতি বা আদর্শ ৷ রাজ্য তাঁকে আশ্বাস দিয়েছে, পাহাড়ের উন্নয়নে অর্থ কোনও বাধা হবে না ৷ অনিত বলেন, 1986 সাল থেকে পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন হয়নি ৷ তাই, যত দ্রুত সম্ভব পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন করাতে চান তিনি ৷ এছাড়াও, পাহাড় থেকে যাতে পুলিশ, আইসিডিএসে বেশি করে নিয়োগ হয়, তার জন্যও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অনিত ৷ তিনি বলেন, "সরকারের হাতে এমন কোনও জাদুদণ্ড নেই, যার সাহায্যে একদিনেই এত দিনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ৷ তবে, আমরা সরকারের উপর ভরসা রাখছি ৷ ধাপে ধাপে সমস্ত সমস্যার সমাধান হবে ৷"

আরও পড়ুন: দার্জিলিং পৌরসভায় অনায়াস জয় অনিতদের, নয়া চেয়ারম্যান দীপেন ঠাকুরি

এদিন জিটিএ প্রধানকে প্রশ্ন করা হয়েছিল, "বিমল গুরুং, বিনয় তামাং এবং অজয় এডওয়ার্ডস এক হয়ে আবার নতুন করে গোর্খাল্যান্ডের দাবি তুলছেন ৷ এই নিয়ে কি সরকারের সঙ্গে তাঁর কোনও কথা হয়েছে ?" জবাবে অনিত বলেন, এদিন তাঁদের আলোচনা ছিল শুধুমাত্র পাহাড়ের উন্নয়নকেন্দ্রিক ৷ এর বাইরে কোনও কথা হয়নি ৷ একইসঙ্গে তাঁর সংযোজন, এই তিন রাজনৈতিক ব্যক্তিত্বের 'এক হওয়ায়' তিনি বিশেষ চিন্তিত নন ৷ কারণ, পাহাড়ের এই তিন শীর্ষ নেতার এক জায়গায় হওয়া নেহাতই 'লোক দেখানো' !

কলকাতা, 8 ফেব্রুয়ারি: আলাদা রাজ্যের দাবি নয়, বরং জিটিএ চুক্তিতেই ভরসা রাখছেন জিটিএ প্রধান অনিত থাপা (Anit Thapa on Separate State) ৷ তাই রাজ্য সরকারের বিরোধিতা না করে সরকারের সঙ্গে থেকেই পাহাড়ে উন্নয়নের কাজ আরও এগিয়ে নিয়ে যেতে চান তিনি ৷ বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন অনিত (Mamata Banerjee Anit Thapa Meeting) ৷ সেই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনিত জানান, জিটিএ চুক্তিতে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল, সেগুলির বাস্তবায়নের উপরই বাড়তি জোর দিচ্ছেন তিনি ৷ তাঁর দাবি, প্রথমবার জিটিএ এবং রাজ্য সরকার পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়ার ভিত্তিতে কাজ করছে ৷ তাই, পাহাড়ের মানুষের জিটিএর বর্তমান বোর্ডের থেকে অনেক প্রত্যাশা রয়েছে ৷ সেই কারণেই তিনি পাহাড়ের দ্রুত উন্নতি চান ৷

অনিত জানান, এদিনের বৈঠক অত্যন্ত ইতিবাচক হয়েছে ৷ অনিতের দাবি, পাহাড়ের প্রাথমিক শিক্ষাব্যবস্থা থেকে শুরু করে প্রাইমারি ডিভিশনাল ট্যাক্স সিস্টেম, কিছুই ঠিকঠাক নেই ৷ এর জন্য এই বিষয়গুলিতে রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন অনিত ৷ তাঁর বক্তব্য, পাহাড়ের উন্নয়নের স্বার্থে রাজনীতির থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল নীতি বা আদর্শ ৷ রাজ্য তাঁকে আশ্বাস দিয়েছে, পাহাড়ের উন্নয়নে অর্থ কোনও বাধা হবে না ৷ অনিত বলেন, 1986 সাল থেকে পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন হয়নি ৷ তাই, যত দ্রুত সম্ভব পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন করাতে চান তিনি ৷ এছাড়াও, পাহাড় থেকে যাতে পুলিশ, আইসিডিএসে বেশি করে নিয়োগ হয়, তার জন্যও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অনিত ৷ তিনি বলেন, "সরকারের হাতে এমন কোনও জাদুদণ্ড নেই, যার সাহায্যে একদিনেই এত দিনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ৷ তবে, আমরা সরকারের উপর ভরসা রাখছি ৷ ধাপে ধাপে সমস্ত সমস্যার সমাধান হবে ৷"

আরও পড়ুন: দার্জিলিং পৌরসভায় অনায়াস জয় অনিতদের, নয়া চেয়ারম্যান দীপেন ঠাকুরি

এদিন জিটিএ প্রধানকে প্রশ্ন করা হয়েছিল, "বিমল গুরুং, বিনয় তামাং এবং অজয় এডওয়ার্ডস এক হয়ে আবার নতুন করে গোর্খাল্যান্ডের দাবি তুলছেন ৷ এই নিয়ে কি সরকারের সঙ্গে তাঁর কোনও কথা হয়েছে ?" জবাবে অনিত বলেন, এদিন তাঁদের আলোচনা ছিল শুধুমাত্র পাহাড়ের উন্নয়নকেন্দ্রিক ৷ এর বাইরে কোনও কথা হয়নি ৷ একইসঙ্গে তাঁর সংযোজন, এই তিন রাজনৈতিক ব্যক্তিত্বের 'এক হওয়ায়' তিনি বিশেষ চিন্তিত নন ৷ কারণ, পাহাড়ের এই তিন শীর্ষ নেতার এক জায়গায় হওয়া নেহাতই 'লোক দেখানো' !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.