ETV Bharat / state

Group D Rally: খেলা নয় নিয়োগ চাই, ফুটবল হাতে রাজপথে চাকরি প্রার্থীরা

author img

By

Published : Jul 19, 2023, 7:10 PM IST

বুধবার কলকাতায় মিছিল করলেন গ্রুপ-ডি এর চাকরি প্রার্থীরা ৷ আদালত থেকে অনুমতি নিয়ে তাঁদের এই মিছিল করতে হয়৷ মিছিলে ছিলেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী ৷

Group D Rally
Group D Rally
বুধবার কলকাতায় মিছিল করলেন গ্রুপ-ডি এর চাকরি প্রার্থীরা

কলকাতা, 19 জুলাই: গ্রুপ-ডি এর চাকরি প্রার্থীরা বুধবার মিছিল করলেন কলকাতায় ৷ গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য এই চাকরি প্রার্থীরা পরীক্ষা দিয়েছিলেন 2017 সালে ৷ সেই নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে তাঁরা আন্দোলন করছেন ৷ বুধবার তাঁদের আন্দোলনের 331তম দিন ছিল ৷ সেই দিনে ফুটবল হাতে তাঁরা মিছিল করলেন কলকাতার রাজপথে ৷ স্লোগান তুললেন, ‘খেলা নয়, নিয়োগ চাই’ ৷

আদালতের অনুমতি নিয়ে ধর্মতলার শহিদ মিনার থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করেন তাঁরা । মিছিলের নেতৃত্ব ছিলেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী । বিক্ষোভকারীদের দাবি, বঞ্চিত ওয়েটিং লিস্ট চাকরি প্রার্থীদের দ্রুত নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদক্ষেপ করুন ৷ সকল চাকরি প্রার্থীদের মেধাতালিকার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবিও জানান তাঁরা ।

কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী বলেন, ‘‘তৃণমূলের 21 জুলাইয়ের জন্য আদালতের অনুমতি লাগে না । কিন্তু, চাকরি প্রার্থীদের মিছিলের জন্য আদালত থেকে অনুমতি নিয়ে আসতে হয় । এটাই এই রাজ্যের মানুষের দুর্ভাগ্য । প্রশাসনের একটা অংশ মারাত্মক হারে দলদাসে পরিণত হয়েছে । যা আমাদের ভাবাচ্ছে ।’’

তিনি আরও বলেন, ‘‘এদের আন্দোলনে প্রথম থেকে আমি আছি । মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই চাকরি প্রার্থীদের জীবনকে খেলায় পরিণত করেছে । এদের ধন্যবাদ জানানো উচিত এতদিন ধরে আন্দোলন জারি রাখার জন্য ।"

আরও পড়ুন: কালীঘাটে মিছিলের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ এবার গ্রুপ-ডি চাকরিপ্রার্থীরা

পাশাপাশি এ দিনের মিছিল থেকে তৃণমূল কংগ্রেসের দিদিকে বলো কর্মসূচিকে কটাক্ষ করেন কৌস্তভ ৷ এই নিয়ে তাঁর বক্তব্য, "দিদিকে বলো বলে কোনও লাভ নেই । এখানে সাধারণ মানুষের জীবনযাপনে কোনও লাভ হয় না । শুধুমাত্র ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এখানে শোনা হয় ।"

বুধবার কলকাতায় মিছিল করলেন গ্রুপ-ডি এর চাকরি প্রার্থীরা

কলকাতা, 19 জুলাই: গ্রুপ-ডি এর চাকরি প্রার্থীরা বুধবার মিছিল করলেন কলকাতায় ৷ গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য এই চাকরি প্রার্থীরা পরীক্ষা দিয়েছিলেন 2017 সালে ৷ সেই নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে তাঁরা আন্দোলন করছেন ৷ বুধবার তাঁদের আন্দোলনের 331তম দিন ছিল ৷ সেই দিনে ফুটবল হাতে তাঁরা মিছিল করলেন কলকাতার রাজপথে ৷ স্লোগান তুললেন, ‘খেলা নয়, নিয়োগ চাই’ ৷

আদালতের অনুমতি নিয়ে ধর্মতলার শহিদ মিনার থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করেন তাঁরা । মিছিলের নেতৃত্ব ছিলেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী । বিক্ষোভকারীদের দাবি, বঞ্চিত ওয়েটিং লিস্ট চাকরি প্রার্থীদের দ্রুত নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদক্ষেপ করুন ৷ সকল চাকরি প্রার্থীদের মেধাতালিকার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবিও জানান তাঁরা ।

কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী বলেন, ‘‘তৃণমূলের 21 জুলাইয়ের জন্য আদালতের অনুমতি লাগে না । কিন্তু, চাকরি প্রার্থীদের মিছিলের জন্য আদালত থেকে অনুমতি নিয়ে আসতে হয় । এটাই এই রাজ্যের মানুষের দুর্ভাগ্য । প্রশাসনের একটা অংশ মারাত্মক হারে দলদাসে পরিণত হয়েছে । যা আমাদের ভাবাচ্ছে ।’’

তিনি আরও বলেন, ‘‘এদের আন্দোলনে প্রথম থেকে আমি আছি । মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই চাকরি প্রার্থীদের জীবনকে খেলায় পরিণত করেছে । এদের ধন্যবাদ জানানো উচিত এতদিন ধরে আন্দোলন জারি রাখার জন্য ।"

আরও পড়ুন: কালীঘাটে মিছিলের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ এবার গ্রুপ-ডি চাকরিপ্রার্থীরা

পাশাপাশি এ দিনের মিছিল থেকে তৃণমূল কংগ্রেসের দিদিকে বলো কর্মসূচিকে কটাক্ষ করেন কৌস্তভ ৷ এই নিয়ে তাঁর বক্তব্য, "দিদিকে বলো বলে কোনও লাভ নেই । এখানে সাধারণ মানুষের জীবনযাপনে কোনও লাভ হয় না । শুধুমাত্র ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এখানে শোনা হয় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.