কলকাতা, 11 মে: ফের কালীঘাট এলাকায় মিছিলের আবেদন কলকাতা হাইকোর্টে ৷ এবার উচ্চ আদালতের দ্বারস্থ গ্রুপ-ডি চাকরিপ্রার্থীরা। এর আগে হাজরা এবং কালীঘাট এলাকায় ডিএ-র দাবিতে সরকারি কর্মীদের মিছিলের অনুমতি দিয়েছিল হাইকোর্ট ৷ সেই অনুযায়ী ফের হাইকোর্টে মামলা দায়ের গ্রুপ-ডি চাকরিপ্রার্থীরা ৷ মামলা গ্রহণ করলেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷
আগামী 17 মে গ্রুপ-ডি চাকরি প্রার্থীরা মিছিল করতে চায়। সন্ধ্যা ছ'টা থেকে মিছিল করার আবেদনও জানানো হয়েছে চাকরি প্রার্থীদের তরফে। তাদের তরফে, মিছিলের রুট হিসাবে শহিদ মিনার থেকে কালীঘাট পর্যন্ত আবেদন করা হয়েছে। চাকরি প্রার্থীদের অভিযোগ, এই রুটে অনুমতি দিচ্ছে না পুলিশ। পালটা পুলিশের তরফে প্রশ্ন তোলা হচ্ছে, কেন বারবার কালীঘাট এলাকাতেই মিছিল ? শেষ পর্যন্ত বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা। মামলা দায়ের করার আবেদন জানানো হয়েছে চাকরিপ্রার্থীদের তরফে। বৃহস্পতিবার মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। আদালত সূত্রে খবর, আগামী সোমবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
এর আগে মহার্ঘভাতা ও সরকারি চাকরির নিয়োগে স্বচ্ছতার দাবিতে হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করার আবেদন করে হাইকোর্ট থেকে অনুমতি পেয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ সংগ্রামী মঞ্চ। সে সময় অভিষেক বন্দ্যোপাধ্য়ায় এবং মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে চলে আসে ডিএ-র দাবিতে সরকারি কর্মীদের মিছিল ৷ এবার গ্রুপ-ডি চাকরি প্রার্থীদের আবেদন কালীঘাট পর্যন্ত মিছিলের। গ্রুপ-ডি প্রার্থীদের আইনজীবী কৌস্তভ বাগচী বলেন, "আমরা জরুরি ভিত্তিতে মামলাটির শুনানির আবেদন জানিয়েছিলাম। বিচারপতি অনুমতি দিয়েছেন।" উল্লেখ্য রাজ্যে শিক্ষক নিয়োগের মত অশিক্ষক কর্মচারী গ্রুপ-ডি ও গ্রুপ-সি নিয়োগের ক্ষেত্রেও কারচুপির অভিযোগ সামনে এসেছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি গিয়েছে কয়েক হাজার চাকরিজীবীর। বর্তমানে সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে সিবিআই তদন্ত চলছে। পাশাপাশি দীর্ঘদিন গ্রুপ-ডি এবং গ্রুপ-সি নিয়োগও হয়নি। একাধিক দাবিতে গ্রুপ-ডি চাকরি প্রার্থীরা মিছিলের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।
আরও পড়ুন: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন টিএস শিবজ্ঞানম