ETV Bharat / state

DA Issue in Bengal: বকেয়া মহার্ঘভাতার দাবিতে কর্মবিরতির ডাক সরকারি কর্মীদের, প্রভাব হাসপাতাল-স্কুলেও

আন্দোলনের পর বকেয়া মহার্ঘভাতার দাবিতে এবার দু'ঘণ্টা কর্মবিরতির ডাক সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের 28টি সংগঠনের যৌথমঞ্চ (Dearness Allowance)৷

ETV Bharat
কর্মবিরতির ডাক সরকারি কর্মীদের
author img

By

Published : Jan 30, 2023, 7:37 AM IST

কলকাতা, 30 জানুয়ারি: ফেব্রুয়ারির প্রথম দিনেই বকেয়া মহার্ঘভাতা (DA) জন্য কর্মবিরতির ডাক দিলেন সরকারি কর্মচারীরা ৷ আগামী 1 ফেব্রুয়ারি বুধবার ঘণ্টাদু'য়েক কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল সরকারি কর্মী এবং পেনশনভোগীদের 28টি সংগঠনের যৌথমঞ্চ । বকেয়া ডিএ দেওয়ার দাবিতে চলছে আন্দোলন । শহিদ মিনারে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন সরকারি কর্মী এবং পেনশনভোগীদের 28টি সংগঠনের যৌথমঞ্চের সদস্যরা । তাঁদের আন্দোলন ইতিমধ্যেই 50 ঘণ্টা অতিক্রম হয়ে গিয়েছে । তাঁদের দাবি, অবিলম্বে বকেয়া 35 শতাংশ ডিএ রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে (Partial Strike for Due DA in Bengal)।

রবিবার বিকেলে সরকারি কর্মী এবং পেনশনভোগীদের 28টি সংগঠনের যৌথমঞ্চের তরফে সাংবাদিক বৈঠক করা হয় ৷ ওই সংগঠনগুলির সংগঠনের যৌথমঞ্চের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী 1 ফেব্রুয়ারি বেলা দু'টো থেকে চারটে পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি দফতর বন্ধ থাকবে । সরকারি স্কুল, হাসপাতালেও চলবে আংশিক কর্মবিরতি । তবে জরুরি পরিষেবা খোলা থাকবে ।
প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে 2016 সালে মামলা দায়ের করে কনফেডারেশন অব স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ । সেখানে বলা হয়েছিল, কেন্দ্রীয় সরকারি কর্মীরা 34 শতাংশ হারে ডিএ পান । তবে রাজ্য সরকার ডিএ বাড়ালেও কেন্দ্রের তুলনায় রাজ্যের কর্মীরা এখনও 31 শতাংশ কম পান । মামলার পরিপ্রেক্ষিতে স্যাট (SAT)-এর রায়ই বহাল রাখে হাইকোর্ট । কিন্তু সেই রায়ের পরেও মেলেনি প্রাপ্য ডিএ । এই মামলার জল গড়ায় সুপ্রিম কোর্টেও । মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি দীপঙ্কর দত্ত । আগামী 15 মার্চ মামলার পরবর্তী শুনানি রয়েছে । ওইদিন ঠিক কী রায় দেয় আদালত, সেদিকেই তাকিয়ে রয়েছেন সরকারি কর্মী এবং পেনশনভোগীরা ।

কলকাতা, 30 জানুয়ারি: ফেব্রুয়ারির প্রথম দিনেই বকেয়া মহার্ঘভাতা (DA) জন্য কর্মবিরতির ডাক দিলেন সরকারি কর্মচারীরা ৷ আগামী 1 ফেব্রুয়ারি বুধবার ঘণ্টাদু'য়েক কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল সরকারি কর্মী এবং পেনশনভোগীদের 28টি সংগঠনের যৌথমঞ্চ । বকেয়া ডিএ দেওয়ার দাবিতে চলছে আন্দোলন । শহিদ মিনারে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন সরকারি কর্মী এবং পেনশনভোগীদের 28টি সংগঠনের যৌথমঞ্চের সদস্যরা । তাঁদের আন্দোলন ইতিমধ্যেই 50 ঘণ্টা অতিক্রম হয়ে গিয়েছে । তাঁদের দাবি, অবিলম্বে বকেয়া 35 শতাংশ ডিএ রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে (Partial Strike for Due DA in Bengal)।

রবিবার বিকেলে সরকারি কর্মী এবং পেনশনভোগীদের 28টি সংগঠনের যৌথমঞ্চের তরফে সাংবাদিক বৈঠক করা হয় ৷ ওই সংগঠনগুলির সংগঠনের যৌথমঞ্চের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী 1 ফেব্রুয়ারি বেলা দু'টো থেকে চারটে পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি দফতর বন্ধ থাকবে । সরকারি স্কুল, হাসপাতালেও চলবে আংশিক কর্মবিরতি । তবে জরুরি পরিষেবা খোলা থাকবে ।
প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে 2016 সালে মামলা দায়ের করে কনফেডারেশন অব স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ । সেখানে বলা হয়েছিল, কেন্দ্রীয় সরকারি কর্মীরা 34 শতাংশ হারে ডিএ পান । তবে রাজ্য সরকার ডিএ বাড়ালেও কেন্দ্রের তুলনায় রাজ্যের কর্মীরা এখনও 31 শতাংশ কম পান । মামলার পরিপ্রেক্ষিতে স্যাট (SAT)-এর রায়ই বহাল রাখে হাইকোর্ট । কিন্তু সেই রায়ের পরেও মেলেনি প্রাপ্য ডিএ । এই মামলার জল গড়ায় সুপ্রিম কোর্টেও । মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি দীপঙ্কর দত্ত । আগামী 15 মার্চ মামলার পরবর্তী শুনানি রয়েছে । ওইদিন ঠিক কী রায় দেয় আদালত, সেদিকেই তাকিয়ে রয়েছেন সরকারি কর্মী এবং পেনশনভোগীরা ।

আরও পড়ুন : মহার্ঘভাতার দাবিতে সরকারি কর্মীদের মিছিলে অনুমতি হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.