ETV Bharat / state

কুপ্রভাব ফেলে এমন বিজ্ঞাপন রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য

author img

By

Published : Sep 9, 2019, 11:06 PM IST

Updated : Sep 9, 2019, 11:12 PM IST

সাধারণ মানুষের উপর খারাপ প্রভাব ফেলে এধরনের বিজ্ঞাপন রুখতে পদক্ষেপ নিচ্ছে রাজ্য । এধরনের বিজ্ঞাপন কোনওভাবেই মেনে নেওয়া হবে না ৷ বললেন মন্ত্রী সাধন পান্ডে ।

ছবিটি প্রতীকী

কলকাতা, 9 সেপ্টেম্বর : খারাপ প্রভাব ফেলে এধরনের বিজ্ঞাপন বন্ধ করতে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার । এধরনের বিজ্ঞাপন কোনওভাবেই মেনে নেওয়া হবে না বলে জানালেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে ।

শহরের বেআইনি ও দৃশ্য দূষণ করে এমন বিজ্ঞাপন বন্ধ করতে আগেই ব্যবস্থা নিতে শুরু করেছিল কলকাতা পৌরনিগম । ফলও মিলেছিল হাতেনাতে । বন্ধ হয়ে গেছিল একাধিক বিজ্ঞাপন । এবার সাধারণ মানুষের উপর কুপ্রভাব পড়ে এমন বিজ্ঞাপন বন্ধ করতে পথে নামছে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তর ।

শুনুন সাধন পান্ডের বক্তব্য

সাধন পান্ডে বলেন, "যে বিজ্ঞাপন মানুষকে আতঙ্কিত করে, অসুবিধায় ফেলে বা বিপথে চালিত করে সেই ধরনের বিজ্ঞাপনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে । টেলিভিশন চ্যানেলগুলি যাতে ঠিকঠাক চলে তাই এতদিন অনেক বিজ্ঞাপন নিয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি । কিন্তু, এবার নেওয়া হবে ।"

কলকাতা, 9 সেপ্টেম্বর : খারাপ প্রভাব ফেলে এধরনের বিজ্ঞাপন বন্ধ করতে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার । এধরনের বিজ্ঞাপন কোনওভাবেই মেনে নেওয়া হবে না বলে জানালেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে ।

শহরের বেআইনি ও দৃশ্য দূষণ করে এমন বিজ্ঞাপন বন্ধ করতে আগেই ব্যবস্থা নিতে শুরু করেছিল কলকাতা পৌরনিগম । ফলও মিলেছিল হাতেনাতে । বন্ধ হয়ে গেছিল একাধিক বিজ্ঞাপন । এবার সাধারণ মানুষের উপর কুপ্রভাব পড়ে এমন বিজ্ঞাপন বন্ধ করতে পথে নামছে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তর ।

শুনুন সাধন পান্ডের বক্তব্য

সাধন পান্ডে বলেন, "যে বিজ্ঞাপন মানুষকে আতঙ্কিত করে, অসুবিধায় ফেলে বা বিপথে চালিত করে সেই ধরনের বিজ্ঞাপনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে । টেলিভিশন চ্যানেলগুলি যাতে ঠিকঠাক চলে তাই এতদিন অনেক বিজ্ঞাপন নিয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি । কিন্তু, এবার নেওয়া হবে ।"

Intro:
এবারে সাধারণ মানুষের ওপরে খারাপ প্রভাব পড়া বিজ্ঞাপন রুখতে কড়া পদক্ষেপ রাজ্যের

কলকাতা, ৯ সেপ্টেম্বর: সাধারণ মানুষের ওপরে খারাপ প্রভাব পড়া বিজ্ঞাপন আটকাতে এবারে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। কোনও ভাবেই অনীতিকর বিজ্ঞাপনকে আর রেয়াত করা হবে না বলে সাফ জানিয়ে দিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডে।

Body:

শহরের বে-আইনি এবং দৃশ্য দূষণ বিজ্ঞাপন রুখতে আগেই ব্যবস্থা নিতে শুরু করেছিল কলকাতা পুরনিগম। এর ফলও মিলে ছিল হাতে গরম। রোখা গিয়েছিল বহু বে-আইনি বিজ্ঞাপন। এবারে রাজ্যের সাধারণ মানুষের ওপরে প্রভাব পড়া এমন বিজ্ঞাপন গুলোকে কঠর ভাবে দমন করতে পথে নামছে রাজ্যেরই ক্রেতা সুরক্ষা দপ্তর। এ প্রসঙ্গে দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডে বলেন, 'যে বিজ্ঞাপন মানুষকে শক্ করে, অসুবিধা করে বা মিস লিডিং করে সেই বিজ্ঞাপন সম্পর্কে এখন অ্যাকশন নিতে হবে। আমি এতদিন টেলিভিশনের অনেক বিজ্ঞাপন নিয়ে অ্যাকশান নিয়নি। যাতে টেলিভিশন ঠিক ঠাক চলে তার জন্যই নেওয়া হয়নি।'। ক্রেতা সুরক্ষা মন্ত্রী আরও জানান, 'সংসদের শেষ অধিবেশনে কেন্দ্রীয় সরকার বিজ্ঞাপন নিয়ে কঠোর আইনের বিল পাশ করিয়েছে। সেই মতো এবারে কি পদক্ষেপ গ্রহণ করবে তার নিয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে।' Conclusion:
Last Updated : Sep 9, 2019, 11:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.