ETV Bharat / state

West Bengal Day: 'এটা বিল নয় প্রস্তাব, তাই রাজ্যপাল অনুমোদন না দিলেও বাংলা দিবস উদযাপন আটকাবে না' - রাজ্য সঙ্গীত

West Bengal Day Celebration: এটা কোনও বিল নয়, এটা একটা প্রস্তাব ৷ তাই এতে রাজ্যপাল অনুমোদন না দিলেও তাতে বাংলা দিবস উদযাপন আটকাবে না ৷ সরকারি একটি সূত্র এমনই দাবি করেছে ৷

West Bengal Day
রাজ্য বিধানসভা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2023, 7:17 PM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর: বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় পাশ হয়েছে বাংলা দিবস ও রাজ্য সঙ্গীত সংক্রান্ত প্রস্তাব । তবে এর বিরোধিতা করে রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছে বিজেপি ৷ যদি সরকারি পক্ষের দাবি, রাজ্যপাল অনুমোদন না দিলেও বাংলা দিবস পালন আটকাবে না ৷

শাসক দলের তরফ থেকে পয়লা বৈশাখকেই বাংলা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও প্রধান বিরোধী দল বিজেপি এই সিদ্ধান্তের বিরোধিতা করে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দ্বারস্থ হয়েছে । রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, যেহেতু 1947 সালের 20 জুন পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্য সৃষ্টি নিয়ে বিল পাশ হয়েছিল, তাই ওই দিনটি রাজ্যের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন যথার্থ । কাজেই এই প্রস্তাবকে সমর্থন করছে না বিরোধীরা । তারা রাজ্যপালকে এই অনুরোধ করেছে যে, কোনও ভাবেই সরকার পক্ষের আনা প্রস্তাবে যেন অনুমোদন না দেন রাজ্যপাল ।

কিন্তু এ দিন সরকারের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, এই প্রস্তাবের ভাগ্য রাজ্যপালের সম্মতির উপর নির্ভর করবে না । কারণ এই প্রস্তাব রাজ্যপালের কাছেই যাবে না । ফলে এর উপর রাজ্যের সাংবিধানিক প্রধানের অনুমোদন দেওয়া বা না দেওয়া কিছু নির্ভর করবে না । মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহলের দাবি, এটা কোনও বিল নয়, প্রস্তাব ৷ বিল হলে তা আইনে পরিণত হওয়ার জন্য রাজ্যপালের সইয়ের প্রয়োজন হত ৷ কিন্তু এটা যেহেতু প্রস্তাব, তাই তাতে রাজ্যপালের অনুমোদনের প্রয়োজন নেই ৷ এ দিন এই প্রস্তাব পাশ হওয়ার পর সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এ বার থেকে পয়লা বৈশাখ দিনটিকেই রাজ্যজুড়ে বাংলা দিবস হিসাবে পালন করা হবে । সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের 'বাংলার মাটি বাংলার জল'এই গানটিকে রাজ্য সঙ্গীত হিসেবে ব্যবহার করা হবে ।

আরও পড়ুন: পয়লা বৈশাখ বাংলা দিবস, রাজ্যের সঙ্গীত 'বাংলার মাটি বাংলার জল'; সরকারের আনা প্রস্তাব পাশ বিধানসভায়

প্রসঙ্গত, রাজ্য বিধানসভায় এই প্রস্তাব পাশের আগে অধ্যক্ষ নিয়োজিত কমিটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে কোন দিনটিকে বেছে নেওয়া হবে তা নিয়ে পর্যালোচনা করে । বিশিষ্ট ইতিহাসবিদ সুগত বসুর নেতৃত্বে একটি কমিটি অধ্যক্ষকে রিপোর্ট দেয় । এরপর রাজ্য সরকারের তরফ থেকে নবান্ন সভাঘরে সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে একটি সর্বদলীয় সভা ডাকা হয় । সেই বৈঠকে যোগ দেয়নি বিজেপি, কংগ্রেস এবং বামেরা । তবে বেশ কয়েকটি রাজনৈতিক দল, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ধর্মগুরু, বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধি, সমাজের বিশিষ্টজনেরা এই বৈঠকে উপস্থিত ছিলেন । তারপর এ দিন বিধানসভায় এই প্রস্তাব পাশ হল । এ বার সরকারের সিদ্ধান্ত মেনে বাংলা বছরের প্রথম দিনটিকে বাংলা দিবস হিসেবে পালন করবে রাজ্য সরকার । তবে এখানে রাজ্যপালের অনুমোদন না পাওয়া গেলেও কোনও প্রভাব পড়বে না বলেই জানা গিয়েছে ।

কলকাতা, 7 সেপ্টেম্বর: বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় পাশ হয়েছে বাংলা দিবস ও রাজ্য সঙ্গীত সংক্রান্ত প্রস্তাব । তবে এর বিরোধিতা করে রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছে বিজেপি ৷ যদি সরকারি পক্ষের দাবি, রাজ্যপাল অনুমোদন না দিলেও বাংলা দিবস পালন আটকাবে না ৷

শাসক দলের তরফ থেকে পয়লা বৈশাখকেই বাংলা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও প্রধান বিরোধী দল বিজেপি এই সিদ্ধান্তের বিরোধিতা করে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দ্বারস্থ হয়েছে । রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, যেহেতু 1947 সালের 20 জুন পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্য সৃষ্টি নিয়ে বিল পাশ হয়েছিল, তাই ওই দিনটি রাজ্যের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন যথার্থ । কাজেই এই প্রস্তাবকে সমর্থন করছে না বিরোধীরা । তারা রাজ্যপালকে এই অনুরোধ করেছে যে, কোনও ভাবেই সরকার পক্ষের আনা প্রস্তাবে যেন অনুমোদন না দেন রাজ্যপাল ।

কিন্তু এ দিন সরকারের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, এই প্রস্তাবের ভাগ্য রাজ্যপালের সম্মতির উপর নির্ভর করবে না । কারণ এই প্রস্তাব রাজ্যপালের কাছেই যাবে না । ফলে এর উপর রাজ্যের সাংবিধানিক প্রধানের অনুমোদন দেওয়া বা না দেওয়া কিছু নির্ভর করবে না । মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহলের দাবি, এটা কোনও বিল নয়, প্রস্তাব ৷ বিল হলে তা আইনে পরিণত হওয়ার জন্য রাজ্যপালের সইয়ের প্রয়োজন হত ৷ কিন্তু এটা যেহেতু প্রস্তাব, তাই তাতে রাজ্যপালের অনুমোদনের প্রয়োজন নেই ৷ এ দিন এই প্রস্তাব পাশ হওয়ার পর সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এ বার থেকে পয়লা বৈশাখ দিনটিকেই রাজ্যজুড়ে বাংলা দিবস হিসাবে পালন করা হবে । সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের 'বাংলার মাটি বাংলার জল'এই গানটিকে রাজ্য সঙ্গীত হিসেবে ব্যবহার করা হবে ।

আরও পড়ুন: পয়লা বৈশাখ বাংলা দিবস, রাজ্যের সঙ্গীত 'বাংলার মাটি বাংলার জল'; সরকারের আনা প্রস্তাব পাশ বিধানসভায়

প্রসঙ্গত, রাজ্য বিধানসভায় এই প্রস্তাব পাশের আগে অধ্যক্ষ নিয়োজিত কমিটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে কোন দিনটিকে বেছে নেওয়া হবে তা নিয়ে পর্যালোচনা করে । বিশিষ্ট ইতিহাসবিদ সুগত বসুর নেতৃত্বে একটি কমিটি অধ্যক্ষকে রিপোর্ট দেয় । এরপর রাজ্য সরকারের তরফ থেকে নবান্ন সভাঘরে সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে একটি সর্বদলীয় সভা ডাকা হয় । সেই বৈঠকে যোগ দেয়নি বিজেপি, কংগ্রেস এবং বামেরা । তবে বেশ কয়েকটি রাজনৈতিক দল, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ধর্মগুরু, বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধি, সমাজের বিশিষ্টজনেরা এই বৈঠকে উপস্থিত ছিলেন । তারপর এ দিন বিধানসভায় এই প্রস্তাব পাশ হল । এ বার সরকারের সিদ্ধান্ত মেনে বাংলা বছরের প্রথম দিনটিকে বাংলা দিবস হিসেবে পালন করবে রাজ্য সরকার । তবে এখানে রাজ্যপালের অনুমোদন না পাওয়া গেলেও কোনও প্রভাব পড়বে না বলেই জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.