কলকাতা, 23 মার্চ: 'মহাত্মা গান্ধি জাতীয় কর্মসংস্থান মিশন' (MANREGA) আইনের 27 নম্বর ধারা প্রয়োগ করে 100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় সরকার । দিল্লির বিরুদ্ধে এমনই বঞ্চনার অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস । রাজ্যের শাসক দলের অভিযোগ, গত এক বছর 100 দিনের কাজের প্রকল্পের টাকা বন্ধ রাখার পর, চলতি অর্থবর্ষ অর্থাৎ 2023-24 সালের অর্থবর্ষেও রাজ্যের জন্য মনরেগা প্রকল্পে কোনও অর্থ বরাদ্দ করেনি কেন্দ্র। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে এবার সরব হলেন তৃণমূল সাংসদ সৌগত রায় । গরিব মানুষের হকের টাকা কেন্দ্র আটকে রেখেছে বলেও অভিযোগ করেন তৃণমূল সাংসদ।
কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে আগামী 29 মার্চ কলকাতায় আম্বেদকর মূর্তির সামনে ধরনায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। যা নিয়ে এই মুহূর্তে কার্যত রাজ্য-রাজনীতি উত্তাল। কিন্তু কীসের উপর ভিত্তি করে মনরেগার টাকা আটকে রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্র? আদেও কী কেন্দ্রীয় সরকার এভাবে এক বছরের বরাদ্দ বন্ধ করে দিতে পারে! কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে রাজনৈতিক মহলে যখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ঠিক তখন সামনে এল, যে আইনের মাধ্যমে মনরেগা প্রকল্প গোটা দেশে লাগু হয়েছে তার 27 নম্বর ধারা প্রসঙ্গ। মহাত্মা গান্ধি জাতীয় কর্মসংস্থান মিশন-এ আইনের 27 নম্বর ধারায় কেন্দ্রীয় সরকারকে সরাসরি হস্তক্ষেপের পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে ।
এক্ষেত্রে যদি দেখা যায় সঠিক পদ্ধতি মেনে কাজ হচ্ছে না । সেক্ষেত্রে কেন্দ্র নির্দেশাবলী দিতে পারে । কিন্তু এরপরও অনিয়মের বিষয়টি সংশোধিত না-হলে কেন্দ্র চাইলে বরাদ্দ বন্ধও করে দিতে পারে। এমনটাই ওই আইনের 27 নম্বর ধারার স্পষ্ট ভাষায় বলা হয়েছে। এ রাজ্যের বিরুদ্ধে মনরেগা আইনের সেই 27 নম্বর ধারাই লাগু করেছে কেন্দ্রীয় সরকার। আর সেই কারণেই 2023-24 অর্থবর্ষে কোনও অর্থই 100 দিনের কাজের জন্য বরাদ্দ করেনি কেন্দ্র সরকার। বুধবার এই নিয়েই মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। তিনি বলেন, 'মনরেগা হল গরিব মানুষের অধিকার। আইন অনুযায়ী ভূমিহীন কৃষক শ্রমিকদের টাকা পাওয়ার কথা। তাদের জন্য কাজ দেওয়ার কথা সরকারের। সরকার গরিব মানুষের জন্য এই কাজ কোনওভাবেই বন্ধ করতে পারে না।'
কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, 'বর্তমান কেন্দ্রীয় সরকার মনরেগার জন্য বরাদ্দ কমিয়ে দিয়েছে । গত বছর পর্যন্ত এই প্রকল্পে বরাদ্দ ছিল 72 হাজার কোটি টাকা। সেটা এবছর 60 হাজার কোটি টাকা করে দিয়েছে সরকার। কেন্দ্রীয় সরকারকে আইনের 27 নম্বর ধারায় যে ক্ষমতা দেওয়া হয়েছে তার উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গের জন্য টাকাও বন্ধ করে দিয়েছে।' তৃণমূল সাংসদের অভিযোগ, কেন্দ্র টাকা বন্ধ করে দেওয়ার ফলে রাজ্যের গরিব, সাধারণ খেতমজুর ও কৃষকদের কাছে টাকা যাচ্ছে না।
আরও পড়ুন: নিশীথের গাড়িতে হামলার অভিযোগে নাম থাকা বিজেপি কর্মীদের রক্ষাকবচ হাইকোর্টের
এদিন সৌগত রায় বলেন, 'গরিব কৃষক, সাধারণ মানুষকে ভাতে মারার চক্রান্ত করছে কেন্দ্র ।' পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসা থেকেই কেন্দ্র এই কাজ করছে বলেও দাবি করেন তিনি । একই সঙ্গে তিনি বলেন, 'এর প্রতিবাদে মানুষের সমর্থন প্রয়োজন। আর তাই সাধারণ মানুষকে প্রতিবাদে এগিয়ে আসতে হবে ।' প্রসঙ্গত, মূলত এই ইস্যুকে সামনে রেখেই আগামী 29 এবং 30 তারিখ রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনা অবস্থানের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার এই ধরনা কর্মসূচিকে সামনে রেখে গোটা দেশের সমর্থন জোগাড় করতে তৎপর রাজ্যের শাসক দল। এদিন এ প্রসঙ্গে সৌগত রায় জানান, বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে, তার প্রতিবাদেই ধরনা কর্মসূচি নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। কেন্দ্রের এই বিমাতৃসুলভ আচরণের প্রতিবাদ করবেন তিনি।