ETV Bharat / state

রাজ্যপালের তলব পেয়েও গরহাজির DGP, মুখ্য সচিব - dgp virendra

নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভের নামে গত কয়েকদিন ধরে তাণ্ডব চলছে । ট্রেন, বাস পোড়ানো হয়েছে । ভাঙচুর করে আগুন লাগানো হয়েছে রেল স্টেশনে । গোটা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল । সূত্র জানাচ্ছে, গতকাল সন্ধ্যেয় রাজভবন থেকে ফোন করে তলব করা হয়েছিল DG ও মুখ্য সচিবকে । আজ সকাল দশটায় তাঁদের আসতে বলা হয়েছিল ।

governor jagdeep dhankhar
রাজ্য-রাজ্যপাল সংঘাত
author img

By

Published : Dec 16, 2019, 4:06 PM IST

Updated : Dec 16, 2019, 7:13 PM IST

কলকাতা, 16 ডিসেম্বর: নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019-নিয়ে রাজ্যজুড়ে যে বিক্ষোভ শুরু হয়েছে, তা নিয়ে আলোচনার জন্য রাজ্য পুলিশের DG বীরেন্দ্র এবং মুখ্য সচিব রাজীব সিনহাকে রবিবার সন্ধ্যেয় ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । আজ সকাল দশটায় তাঁদের রাজভবনে ডেকে পাঠানো হয়েছিল । কিন্তু দুজনের কেউ সেই নির্দেশ পেয়েও রাজভবনে যাননি । রাজভবন সূত্রে এই খবর পাওয়া গেছে ।

নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভের নামে গত কয়েকদিন ধরে তাণ্ডব চলছে । ট্রেন, বাস পোড়ানো হয়েছে । ভাঙচুর করে আগুন লাগানো হয়েছে রেল স্টেশনে । গোটা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল । সূত্র জানাচ্ছে, গতকাল সন্ধ্যেয় রাজভবন থেকে ফোন করে তলব করা হয়েছিল DG ও মুখ্য সচিবকে । আজ সকাল দশটায় তাঁদের আসতে বলা হয়েছিল ।

সাধারণভাবে রাজ্যপাল মুখ্য সচিবকে তলব করলে তিনি রাজভবনে যান । কিন্তু ওয়াকিবহাল মহল বলছে, নবান্ন-রাজভবন সংঘাতের বাতাবরণে প্রশাসনের দুই শীর্ষ কর্তা ডাক পেয়েও যাননি । তবে সূত্রের খবর, যে সময়ে তাঁদের রাজভবনে ডাকা হয়েছিল, তখন কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ব্যস্ত ছিলেন প্রশাসনের ওই দুই শীর্ষ কর্তা । সেই কারণেই তাঁরা যেতে পারেননি । রাজভবন সূত্রে খবর, প্রশাসনের দুই শীর্ষ কর্তার না আসাকে ভালো চোখে দেখেনি রাজ্যপাল । রাজ্যের মুখ্য সচিবে ও পুলিশের DG আজ রাজভবনে না আসায় রাজ্যপাল টুইটে লেখেন " আমার অনুরোধ সত্ত্বেও রাজ্যের বর্তমান বেদনাদায়ক পরিস্থিতি নিয়ে জানাতে রাজ্যে মুখ্য সচিব ও রাজ্য পুলিশের DG কেউ আজ রাজভবনে আসেননি । রাজ্যের এই পরিস্থিতিতে এটা অবশ্যই গ্রহণযোগ্য নয় ।"

কলকাতা, 16 ডিসেম্বর: নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019-নিয়ে রাজ্যজুড়ে যে বিক্ষোভ শুরু হয়েছে, তা নিয়ে আলোচনার জন্য রাজ্য পুলিশের DG বীরেন্দ্র এবং মুখ্য সচিব রাজীব সিনহাকে রবিবার সন্ধ্যেয় ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । আজ সকাল দশটায় তাঁদের রাজভবনে ডেকে পাঠানো হয়েছিল । কিন্তু দুজনের কেউ সেই নির্দেশ পেয়েও রাজভবনে যাননি । রাজভবন সূত্রে এই খবর পাওয়া গেছে ।

নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভের নামে গত কয়েকদিন ধরে তাণ্ডব চলছে । ট্রেন, বাস পোড়ানো হয়েছে । ভাঙচুর করে আগুন লাগানো হয়েছে রেল স্টেশনে । গোটা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল । সূত্র জানাচ্ছে, গতকাল সন্ধ্যেয় রাজভবন থেকে ফোন করে তলব করা হয়েছিল DG ও মুখ্য সচিবকে । আজ সকাল দশটায় তাঁদের আসতে বলা হয়েছিল ।

সাধারণভাবে রাজ্যপাল মুখ্য সচিবকে তলব করলে তিনি রাজভবনে যান । কিন্তু ওয়াকিবহাল মহল বলছে, নবান্ন-রাজভবন সংঘাতের বাতাবরণে প্রশাসনের দুই শীর্ষ কর্তা ডাক পেয়েও যাননি । তবে সূত্রের খবর, যে সময়ে তাঁদের রাজভবনে ডাকা হয়েছিল, তখন কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ব্যস্ত ছিলেন প্রশাসনের ওই দুই শীর্ষ কর্তা । সেই কারণেই তাঁরা যেতে পারেননি । রাজভবন সূত্রে খবর, প্রশাসনের দুই শীর্ষ কর্তার না আসাকে ভালো চোখে দেখেনি রাজ্যপাল । রাজ্যের মুখ্য সচিবে ও পুলিশের DG আজ রাজভবনে না আসায় রাজ্যপাল টুইটে লেখেন " আমার অনুরোধ সত্ত্বেও রাজ্যের বর্তমান বেদনাদায়ক পরিস্থিতি নিয়ে জানাতে রাজ্যে মুখ্য সচিব ও রাজ্য পুলিশের DG কেউ আজ রাজভবনে আসেননি । রাজ্যের এই পরিস্থিতিতে এটা অবশ্যই গ্রহণযোগ্য নয় ।"

Intro:কলকাতা,১৬ ডিসেম্বর: নাগরিকত্ব সংশোধনী নিয়ে রাজ্য জোড়া হিংসাত্মক বিক্ষোভের জেরে রাজ্য পুলিশের ডিজি পি এবং মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। আজ সকাল দশটার সময় তাদের রাজভবনে ডেখেছিলেন পরিস্থিতি নিয়ে আলোচনা করতে। কিন্তু দুজনের কেউই গেলেন না রাজভবনে। উপেক্ষা করলেন রাজ্যপালের ডাক। রাজভবন সূত্রে খবর এমনটাই।



Body:মালদা থেকে হাওড়া। নাগরিকত্ব সংশোধনী অ্যাক্ট নিয়ে নিয়ে রীতিমতো জ্বলছে রাজ্য। জ্বলছে ট্রেন, নষ্ট করা হচ্ছে সরকারি সম্পত্তি, জালানো হচ্ছে বাস। গোটা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল। সূত্র জানাচ্ছে গতকাল সন্ধ্যেবেলায় রাজভবন থেকে ফোন করে তলব করা হয় ডিজিপি বীরেন্দ্র এবং মুখ্য সচিব রাজিব সিনহাকে। আজ সকাল দশটার সময় তাদের আসতে বলা হয় রাজভবনে। সাধারণভাবে রাজ্যপাল মুখ্য সচিবকে তলব করলে, তিনি রাজভবনে যান। কিন্তু নবান্ন-রাজভবন সংঘাতের বাতাবরণে প্রশাসনের দুই শীর্ষ কর্তা এলেনা জাগদীপ ধনকারের ডাকে। সূত্রের খবর ওই সময়ে কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ব্যস্ত ছিলেন প্রশাসনিক দুই শীর্ষ কর্তা। সেই কারণেই তারা যেতে পারেননি।



Conclusion:রাজভবন সূত্রে খবর, প্রশাসনের দুই শীর্ষ কর্তার না আসাকে ভালো চোখে দেখেনি রাজ্যপাল। তবে তা নিয়ে সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত জানাননি।
Last Updated : Dec 16, 2019, 7:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.