কলকাতা, 18 জানুয়ারি: আগামী 22 জানুয়ারি অর্থাৎ অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিন রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় কী প্রস্তুতি নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে মুখ্যসচিবকে চিঠি পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । ওই দিন অযোধ্যার রাম মন্দির উদ্বোধনকে ঘিরে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে । দেশজুড়ে তার প্রচার চলছে । এ রকম পরিস্থিতিতে বিরোধী রাজনৈতিক দলগুলি শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার 'উদ্বেগ' প্রকাশ করেছে । ফলে রাজ্যপাল সিভি আনন্দ বোস নবান্নকে চিঠি পাঠিয়ে জানতে চাইলেন যে, আগামী 22 তারিখে আইনশৃঙ্খলা রক্ষায় রাজ্যের প্রস্তুতি ঠিক কী ?
বৃহস্পতিবার রাজভবন সূত্রে খবর, 22 জানুয়ারি কলকাতা তথা রাজ্যেজুড়ে একাধিক কর্মসূচি নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল । কেন্দ্রের শাসক দল বিজেপি যেমন একাধিক কর্মসূচি গ্রহণ করেছে, তেমনই রাজ্যের শাসকদল তৃণমূলও বাদ যায়নি । স্বয়ং, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 22 তারিখ কলকাতায় সংহতি মিছিলের ডাক দিয়েছেন । অন্যদিকে, একাধিক গণ-রাজনৈতিক সংগঠন মিছিল ও জনসভার আয়োজন করছে ।
এ সব খবর ইতিমধ্যে, রাজ্যপালের কানে পৌঁছেছে । ফলে, রাজ্যজুড়ে এ রকম একাধিক কর্মসূচি পালন শান্তিপূর্ণ ভাবে করতে পুলিশ প্রশাসন কী কী পদক্ষেপ করছে বা করেছে, সে বিষয়ে জানতে চেয়েছেন সিভি আনন্দ বোস । কারণ, এ রাজ্যে রাজ্যপাল সিভি আনন্দ বোসের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয় । পঞ্চায়েত নির্বাচনের আগে ও পরের হিংসায় বারে বারে তাঁকে সতর্কবার্তা দিতে দেখা গিয়েছে । এমনকি, ভোটের দিনও তিনি রাজ্যের বিভিন্ন জেলা ঘুরে বেড়িয়েছেন । রিপোর্ট নিয়েছেন । একাধিকবার প্রশানসিক কর্তাদের সঙ্গেও কথা বলেছেন ।
সম্প্রতি, উত্তর 24 পরগনার সন্দেশখালিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র আধিকারিকদের উপর হামলার ঘটনার স্মৃৃতি এখনও তাজা । ফলে, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিনে বাংলায় রাজ্যজুড়ে যে কর্মসূচি, তা শান্তিপূর্ণ ভাবে পালন করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছে রাজভবন । এই কারণে রাজ্যের প্রস্তুতির বিষয়ে জানতে চাওয়া হয়েছে বলে সূত্রের খবর ।
আরও পড়ুন: