কলকাতা, 20 জুন: রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালনকে ধিক্কার জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার সন্ধেয় এসএসকেএম হাসাপাতালে গিয়ে তিনি বলেন, "রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ওরা পশ্চিমবঙ্গ দিবস পালন করেছে ।"
আজ সন্ধেয় আচমকাই এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে প্রায় 3 ঘণ্টা থাকেন তিনি । কথা বলেন চিকিৎসকদের সঙ্গে ৷ মুখ্যমন্ত্রী জানান, এ দিন নবান্নে বিশেষ কাজ না থাকায় তিনি সবাইকে রথের শুভেচ্ছা জানাতে ও পাঁপড় ভাজা খেতে এসএসকেএম হাসপাতালে গাড়ি থামান ৷ সেখানেই চিকিৎসকদের সঙ্গেও দেখা করেন তিনি ৷
হাসপাতাল থেকে বেরনোর সময় সাংবাদিকরা রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ জবাবে তিনি বলেন, তিনি গতকালই এ বিষয়ে চিঠি দিয়েছিলেন রাজ্যপালকে । এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, কোনওদিন এখানে এইসব দিবস পালন হয়নি । বাংলাকে অবমাননা করা হচ্ছে । বাংলার মানুষকে অসম্মান করা হয়েছে । রাজ্য সরকার জানবে না, মানুষ জানবে না ! বাম আমলে বা কংগ্রেস আমলেও এমনটা হয়নি । এটা হতে পারে না ।"
আরও পড়ুন: রাজভবনে সৌরভ, রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে জল্পনা তুঙ্গে
এ দিন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সরাসরি আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্যপালের পদটা পদ্মপাল নয় । যেখানে যেখানে এই প্রতিষ্ঠা দিবস আছে, সেখানে পালন করুন ৷ মহারাষ্ট্র দিবস আছে, সেখানে করুন । এখানে বিজেপি রাজনৈতিক চক্রান্ত করছে ৷ আমার জন্মের সময় থেকে কোনওদিন এ রকম রাজ্যের দিবস শুনিনি ৷ এগুলি সবই বিজেপির চক্রান্ত । তীব্র ধিক্কার, ধিক্কার, ধিক্কার ।"
মমতার প্রশ্ন, কেন্দ্রীয় সরকার কী করে জানবে, এই রাজ্যের কোনও দিবস আছে কি না ! কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, "বাংলা রাজ্যের নামেই ওদের আপত্তি আছে, আর ফাউন্ডেশন দিবস পালন করবে ওরা ?"
উল্লেখ্য, রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালনে তীব্র আপত্তি জানিয়ে সোমবারই রাজভবনে চিঠি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷