কলকাতা, 22 নভেম্বর: বিধানসভার পাঠানো বিল নিয়ে কোনও স্ট্যাটাস রিপোর্ট বিধানসভাকে পাঠাচ্ছে না রাজভবন। বুধবার এভাবেই রাজভবনের বিরুদ্ধে আরও একবার সরব হলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টের একটি রায়ের প্রেক্ষিতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রাজভবনে মোট 22টি বিল পাঠানো হয়েছে। সেগুলি সেভাবেই পড়ে আছে রাজভবনে ৷ এরপর অবশ্য রাজভবনের তরফ থেকে পালটা চিঠি দিয়ে বিধানসভার অধ্যক্ষের এই বক্তব্য খণ্ডন করা হয়। একই সঙ্গে, স্ট্যাটাস রিপোর্ট দিয়ে জানিয়ে দেওয়া হয় যে অধ্যক্ষের বক্তব্য ঠিক নয়। বুধবার তা নিয়েই মুখ খুলেছেন বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, "বিধানসভার পাঠানো বিল সম্বন্ধে রাজ্যপালের উচিত বিধানসভাকে জানানো। প্রেস-মিডিয়াতে কিছু বলে দিলেই তা বিধানসভাকে জানানো হয় না।" একই সঙ্গে তিনি এও বলেন, "রাজ্যপাল ভালো মানুষ। হয়তো তাঁকে ভুল বোঝানো হচ্ছে। আর সেই কারণেই এই ধরনের ঘটনা ঘটছে।"
এদিন বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "রাজ্যপাল কোনও বিষয়ে সরকারের কাছ থেকে ব্যাখ্যা চাইতেই পারেন। কোনও বিল নিয়ে তথ্য জানার থাকতেই পারে, তা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু বিলটির বর্তমান অবস্থা কী রয়েছে তা বিধানসভাকেই জানানো উচিত। রাজ্যপালের সংবাদ মাধ্যমকে না জানিয়ে উচিত ছিল বিধানসভাকে মর্যাদা দিয়ে বিধানসভাকে জানানো।"
সাংবাদিকদের তরফ থেকে অধ্যক্ষকে প্রশ্ন করা হয়, তাহলে কি বর্তমান রাজ্যপাল বিধানসভাকে মর্যাদা দিচ্ছেন না ? সরাসরি এই প্রশ্নের জবাব না দিলেও বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "বিধানসভাকে মর্যাদা দেওয়া উচিত ছিল। হয়তো ওনাকে কেউ ভুল বুঝিয়েছেন। তার জন্য তিনি এই পদক্ষেপ করেছেন।" তিনি এও বলেন, "আমার মনে হয় না রাজ্যপাল এতটা খারাপ মানুষ ৷ হয়তো তাঁর বিভাগের লোকরাই তাঁকে মিসলিড করেছেন। আমরা বলেছিলাম 22টা বিল পেন্ডিং রয়েছে, আর তা তো বাস্তব। ওই 22টা বিল কী হয়েছে স্ট্যাটাস রিপোর্ট বাদ দিলে কিছুই আজ পর্যন্ত বিধানসভা জানে না। কোনও বিলের ব্যাখ্যা চেয়েছেন, কোনও বিল উনি ধরে রেখেছেন, তা বিধানসভায় আসা দরকার। বাস্তব এটাই আজ পর্যন্ত তা আসেনি।"
অতীতে এই বিল আটকে থাকা নিয়ে বিমান বন্দ্যোপাধ্য়ায়ের প্রতিক্রিয়া দেওয়ার পর সংবাদ মাধ্যমে সরাসরি স্ট্যাটাস রিপোর্ট পাঠিয়ে দেন রাজ্যপাল। এবার এই বক্তব্যের পর অধ্যক্ষকে জবাবে কী বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস সেটাই এখন দেখার।
আরও পড়ুন
বাংলায় নাকি শুধুই হিংসা, তাহলে এত উন্নয়ন কীভাবে ? বিরোধীদের নিশানা মমতার