কলকাতা, 15 অক্টোবর : রাজ্যের দুর্গাপুজোর কার্নিভাল ঘিরে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তাঁর অভিযোগ, কার্নিভালে ডেকে চার ঘণ্টা বসিয়ে রেখে অপমান করা হয়েছে তাঁকে ৷ পশ্চিমবঙ্গ একটি সাংস্কৃতিক রাজ্য হওয়ার পরও তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে ৷ ঘটনায় তিনি গভীরভাবে ব্যথিত ৷ কারা এটা করেছে তা খুঁজে বের করতে সংবাদমাধ্যমকে অনুরোধও জানিয়েছেন তিনি ৷
আজ সস্ত্রীক ন্যাশনাল লাইব্রেরি গিয়েছিলেন রাজ্যপাল ৷ সেখানে সাংবাদিকদের কাছে কার্নিভাল নিয়ে দুঃখপ্রকাশ করেন তিনি ৷ বলেন, "আমি অত্যন্ত ব্যথিত ৷ 11 অক্টোবর রাজ্যবাসী আমাদের সবাইকে গর্বিত করেছেন ৷ পারফরমেন্সে তাঁদের সব থেকে ভালোটা দিয়েছেন এবং সারা বিশ্ব সেটা উপভোগ করেছে । আমি তাঁদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছি এবং বহু প্যান্ডেলে গিয়েছি । যেটা আমায় গভীরভাবে ব্যথিত করেছে, তা হল আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে । এই ব্যবহারের তিনটি ভাগ ছিল । প্রথমত, চার ঘণ্টার বেশি সময় আমি ওখানে ছিলাম এবং আপনাদের রাজ্যপালকে পুরো ব্ল্যাক আউট করে রাখা হয়েছিল । এটা একটা চোখে পড়ার মতো বিষয় । কী করে কেউ এই পদে থাকা একজনকে আমন্ত্রণ জানানোর পর ব্ল্যাক আউট করে রেখে দেয়? এই ধরনের ঘটনা আগে কখনও শোনা যায়নি । অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না ।"
এই ধরনের ঘটনার পর গণমাধ্যম কেন 3 দিন চুপ ছিল, সে নিয়েও প্রশ্ন তোলেন রাজ্যপাল । তিনি বলেন, "একজন আমায় ফোন করে বলেন, স্যার এটা জরুরি অবস্থার সময়ের কথা মনে করাচ্ছে । তখন মিডিয়া সামনে এগিয়ে এসেছিল । আমি আমার মিডিয়া বন্ধুদের অনুরোধ করব, কেন আপনারা তিন দিন চুপ ছিলেন? যখন সারা বিশ্ব এটা দেখছিল, বহু মানুষ আমায় ফোন করছিলেন, সংসদের সদস্যরা আমার সঙ্গে দেখা করতে আসছিলেন । তাঁরা সমবেদনা জানাচ্ছিলেন । আমি মিডিয়াকে বলছি, কঠোরভাবে সমালোচনা কর আমার । কিন্তু, অন্যদেরও সমালোচনা কর ।"
আপনাকে কী ব্ল্যাক আউট করা হয়েছিল? রাজ্যপাল বলেন, " আমি জানি না । ওঁদের জিজ্ঞেস করুন । সারা বিশ্ব দেখেছে । চার ঘণ্টার মধ্যে এক সেকেন্ডের জন্যও টেলিভিশনে রাজ্যপালের মুখ দেখানো হল না । আমি অস্পৃশ্য নই । তা সত্ত্বেও এই ধরনের অসহিষ্ণুতা সহ্য করা যায় না । এটা আপনাদের খুঁজে বের করার বিষয় । আমি এটা করিনি । আমি ভুক্তভোগী । অনেক লাইভ অনুষ্ঠান ছিল ওখানে । কিন্তু, আমি আমার একটাও লাইভ অনুষ্ঠান দেখতে পাইনি । ভিডিয়ো দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে ।"
কার্নিভালে সংবাদমাধ্যমকে ভিডিয়োর বিশেষ কিছু অংশ দিয়েছিল রাজ্য । রাজ্যপাল এই প্রসঙ্গে বলেন, "আমি শুধু বলছি যেটা হয়েছে তাতে আমায় অপমান করা হয়েছে । পশ্চিমবঙ্গের কোনও মানুষ এটা সমর্থন করবেন না । যদি আমি ব্যথিত হই, তাঁরাও ব্যথিত হবেন । শুধু আলাদা পোডিয়াম নয় । দেখুন তাঁরা আমার জন্য কী বানিয়েছিল । হোমওয়ার্ক করুন, তদন্ত করুন, জেনে যাবেন কী করা হয়েছে । এটা উচিত হয়নি । আমরা যে দেশে বাস করি সেখানে অতিথি দেবতাসম । আমার এই আঘাত সারাতে করতে তিনদিন সময় লেগেছে । আমি মনে করি, এটা হয় ব্যাখ্যা দেওয়া হবে, নইলে গণমাধ্যম খুঁজে বার করবে । এটা আমার কাছে অত্যন্ত দুঃখজনক ।"
রাজ্য সরকারকে কি কোনও চিঠি দেবেন রাজ্যপাল? এই প্রসঙ্গে তিনি বলেন, "না । আমি দেব না । আমি প্রোটোকলের তোয়াক্কা করি না । আমি তার থেকে বেশি গুরুত্ব মনে করি আমার পদকে, পশ্চিমবঙ্গের মানুষের প্রতি আমার যে ভালোবাসা আছে তার । এই পদে থাকা মানুষকে চার ঘণ্টা ধরে ব্ল্যাক আউট করে রাখা । আমি নিশ্চিত যে, কেউ এটা সমর্থন করবে না ।"
এবিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ রাজ্যপালের কোনও মন্তব্যের প্রেক্ষিতে এতদিন রাজ্য প্রশাসনের তরফে যিনি মন্তব্য করছিলেন, এবারও প্রতিক্রিয়া জানিয়েছেন তিনিই ৷ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, এটা "শুধু আমার নয়, পশ্চিমবঙ্গের সংস্কৃতির অপমান ।"