কলকাতা, 16 অক্টোবর: বাংলার আকাশ বাতাসে ভেসে বেড়াচ্ছে পুজো পুজো গন্ধে ৷ সোমবার বাংলা ভাষায় বাঙালিকে দুর্গা পুজোর শুভেচ্ছা জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । একাধিক সংস্কৃতিক শ্লোকও এদিন উচ্চারণ করলেন তিনি ৷ পাশাাপাশি সরব হলেন বাংলার হিংসা ও দুর্নীতির বিরুদ্ধেও । বাংলা থেকে হিংসা ও দুর্নীতিও শেষ করার বার্তাও দিলেন রাজ্যপাল ।
এদিন এক ভিডিয়ো বার্তায় তিনি বলেন, "বাংলার মা, ভাই ও বোনেরা আপনাদের জানাই দুর্গাপুজোর শুভেচ্ছা ও অভিনন্দন । আসুন মা দুর্গার চরণতলে নিজেদের সমর্পণ করি । এটা আত্ম উপলব্ধির সময় । মা দুর্গার শরণাপন্ন হওয়ার সময় এটাই । দুষ্টের দমন ও শিষ্টের পালন এই আদর্শে মিলিত হওয়ার সময় । সর্বমঙ্গল্লম মঙ্গলে.... নারায়ণী নমস্তুতে ।"
রাজ্যপাল আরও বলেন, "দুর্গা পুজোর এই পুণ্য লগ্নে আমরা প্রার্থনা করব আমাদের পবিত্র ভগবান বিষ্ণুর কাছে । কৈলাসের সেই পরম পিতার কাছে পরিত্রাণ চাইব ৷ শিব শম্ভুর কাছে আমরা আশীর্বাদ চাইবো । একইসঙ্গে দুর্গোৎসবের এই পুণ্যলগ্নে আমি কলাক্রান্তি উৎসবের শুভ সূচনা করছি ।"
আরও পড়ুন: দশভূজার কাছে বাংলাকে দুর্নীতিমুক্ত করার আশীর্বাদ-প্রার্থী শাহ, ‘রামমন্দিরের’ উদ্বোধনে অমিত-বার্তা
এই কলাক্রান্তি উৎসবের উদ্দেশ্য কী ? তাও এদিন ব্যাখ্যা করেছেন তিনি । তিনি বলেন, "কলাক্রান্তি উৎসবের মূল উদ্দেশ্য ভারতবর্ষের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা এবং সেটাকে সযত্নে লালন পালন করা । ভারতবর্ষের সেই ঐতিহ্য সংস্কৃতির জগতে বাংলার নেতৃত্বকে পুনপ্রতিষ্ঠিত করাই হল কলাক্রান্তি উৎসবের মূল লক্ষ্য । আসুন আজকে মাকে সাক্ষী রেখে এই শপথ গ্রহণ করি যে, দুর্নীতি বিরুদ্ধে আমাদের লড়াই চলবে । হিংসার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে । আমাদের সংগ্রাম চলবে । পুরানের ব্যখ্যা অনুযায়ী দুর্নীতি হল রক্তবীজ আর হিংসা হল নরকাসুর । যেমন মা দুর্গা মহিষাসুরকে এবং মা কালী রক্তবীজকে বধ করেছিলেন আমরাও দুর্নীতিকে শেষ করব । যেমন ভগবান কৃষ্ণ নরকাসুরকে বধ করেছিলেন আমরাও হিংসাকে শেষ করব।"