ETV Bharat / state

Durga Puja 2023: সেরা পুজো প্যান্ডেলকে 5 লক্ষ টাকার পুরস্কার, বাঙালিয়ানা অ্যাওয়ার্ডের ঘোষণা রাজ্যপালের - রাজভবন

দুর্গাপুজোয় সেরা পুজো প্যান্ডেলকে পুরস্কৃত করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ পুরস্কারের নাম বাঙালিয়ানা অ্যাওয়ার্ড ৷ রাজভবনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে ৷

ETV Bharat
দুর্গাপুজোর উদ্বোধনে রাজ্যপাল সিভি আনন্দ বোস
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 7:15 AM IST

Updated : Oct 20, 2023, 9:07 AM IST

কলকাতা, 20 অক্টোবর: রাজ্যের সেরা পুজো প্যান্ডেলকে দেওয়া হবে 5 লক্ষ টাকার বাঙালিয়ানা অ্যাওয়ার্ড ৷ বৃহস্পতিবার রাতে রাজভবনের পক্ষ থেকে এই পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে ৷ একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "রাজ্যপাল সিভি আনন্দ বোস সেরা দুর্গাপুজো প্যান্ডেলের জন্য 5 লক্ষ পুরস্কার ঘোষণা করেছেন ৷ দশমীর দিন এই পুরস্কার দেওয়া হবে ৷ এর জন্য সরকারের কোনও অর্থ ব্যবহার করা হবে না ৷"

রাজভবন সূত্রের দাবি, রাজভবনের নিজস্ব কোষাগার অথবা রাজ্যপালের বেতন থেকেই এই অর্থ প্রদান করা হতে পারে ৷ জুরি কমিটি সেরা দুর্গাপুজোর প্যান্ডেলকে বেছে নেবে ৷ তবে এই পুরস্কার পেতে বিভিন্ন পুজো কমিটি রাজভবনের কাছে আবেদন করতে পারে ৷ রাজভবন কর্তৃপক্ষের তরফে আবেদনপত্র পাঠানোর অনুরোধ করা হয়েছে ৷ আবেদন পাঠানোর জন্য একটি ই-মেলও প্রকাশ করা হয়েছে ৷

এদিনের বিজ্ঞপ্তিতে দেওয়া ইমেল আইডিটি- aamnesaamne.rajbhavankolkata@gmail.com ৷ এখানে নিজেদের পুজো প্যান্ডেলের বিস্তারিত তথ্য ছবি এবং যোগাযোগের নম্বর পাঠাতে পারে পুজো কমিটিগুলি ৷ অন্যদিকে, গতকাল দুর্গাপুজোর চতুর্থীতে মিশন কলা ক্রান্তি-র উদ্বোধন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ একই সঙ্গে পণ্ডিত অজয় চক্রবর্তী, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শান্তিনিকেতন কর্তৃপক্ষ, গার্ডেন ইঞ্জিনিয়ার লিমিটেড এবং ইসরোর চন্দ্রযান টিমকে দুর্গা ভারত পরম সম্মান প্রদান করেন রাজ্যপাল ৷ এই সম্মানের স্মারক এবং 1 লক্ষ টাকার চেক তুলে দেন তিনি ৷

রাজভবনের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছায় মিশন কলাক্রান্তির উদ্বোধন করেছেন রাজ্যপাল ৷ এই মিশন কলাক্রান্তির ফেজ-2 ওড়িশায় আয়োজিত হবে ৷ আগামী নভেম্বর মাসের 22 তারিখে ওডিশার তিন জায়গায়- কোনার্ক, পুরী ও ভুবেনেশ্বরে এই অনুষ্ঠান হবে ৷ আজ রাজ্যপালের লেখা গান 'কলা ক্রান্তি' দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয় ৷ সুরকার তথা গায়ক শান্তনু রায়চৌধুরী গানটি গেয়ে শোনান ৷ পুরুলিয়ার ছৌ নাচের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ৷ এরই মাঝে রাজ্যপাল ভিডিও বার্তায় রাজ্যবাসীকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়েছেন ৷

আরও পড়ুন: 104টি পুজোকে বিশ্ব বাংলা শারদ সম্মান সরকারের

কলকাতা, 20 অক্টোবর: রাজ্যের সেরা পুজো প্যান্ডেলকে দেওয়া হবে 5 লক্ষ টাকার বাঙালিয়ানা অ্যাওয়ার্ড ৷ বৃহস্পতিবার রাতে রাজভবনের পক্ষ থেকে এই পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে ৷ একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "রাজ্যপাল সিভি আনন্দ বোস সেরা দুর্গাপুজো প্যান্ডেলের জন্য 5 লক্ষ পুরস্কার ঘোষণা করেছেন ৷ দশমীর দিন এই পুরস্কার দেওয়া হবে ৷ এর জন্য সরকারের কোনও অর্থ ব্যবহার করা হবে না ৷"

রাজভবন সূত্রের দাবি, রাজভবনের নিজস্ব কোষাগার অথবা রাজ্যপালের বেতন থেকেই এই অর্থ প্রদান করা হতে পারে ৷ জুরি কমিটি সেরা দুর্গাপুজোর প্যান্ডেলকে বেছে নেবে ৷ তবে এই পুরস্কার পেতে বিভিন্ন পুজো কমিটি রাজভবনের কাছে আবেদন করতে পারে ৷ রাজভবন কর্তৃপক্ষের তরফে আবেদনপত্র পাঠানোর অনুরোধ করা হয়েছে ৷ আবেদন পাঠানোর জন্য একটি ই-মেলও প্রকাশ করা হয়েছে ৷

এদিনের বিজ্ঞপ্তিতে দেওয়া ইমেল আইডিটি- aamnesaamne.rajbhavankolkata@gmail.com ৷ এখানে নিজেদের পুজো প্যান্ডেলের বিস্তারিত তথ্য ছবি এবং যোগাযোগের নম্বর পাঠাতে পারে পুজো কমিটিগুলি ৷ অন্যদিকে, গতকাল দুর্গাপুজোর চতুর্থীতে মিশন কলা ক্রান্তি-র উদ্বোধন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ একই সঙ্গে পণ্ডিত অজয় চক্রবর্তী, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শান্তিনিকেতন কর্তৃপক্ষ, গার্ডেন ইঞ্জিনিয়ার লিমিটেড এবং ইসরোর চন্দ্রযান টিমকে দুর্গা ভারত পরম সম্মান প্রদান করেন রাজ্যপাল ৷ এই সম্মানের স্মারক এবং 1 লক্ষ টাকার চেক তুলে দেন তিনি ৷

রাজভবনের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছায় মিশন কলাক্রান্তির উদ্বোধন করেছেন রাজ্যপাল ৷ এই মিশন কলাক্রান্তির ফেজ-2 ওড়িশায় আয়োজিত হবে ৷ আগামী নভেম্বর মাসের 22 তারিখে ওডিশার তিন জায়গায়- কোনার্ক, পুরী ও ভুবেনেশ্বরে এই অনুষ্ঠান হবে ৷ আজ রাজ্যপালের লেখা গান 'কলা ক্রান্তি' দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয় ৷ সুরকার তথা গায়ক শান্তনু রায়চৌধুরী গানটি গেয়ে শোনান ৷ পুরুলিয়ার ছৌ নাচের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ৷ এরই মাঝে রাজ্যপাল ভিডিও বার্তায় রাজ্যবাসীকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়েছেন ৷

আরও পড়ুন: 104টি পুজোকে বিশ্ব বাংলা শারদ সম্মান সরকারের

Last Updated : Oct 20, 2023, 9:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.