কলকাতা, 5 এপ্রিল : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের জন্য যা করে চলেছেন তা প্রশংসনীয় ৷ তাঁর এই উদ্যোগে সকলের এগিয়ে আসা উচিত বলে মনে করছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রীর এই উদ্যোগে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অংশ নেওয়ার আবেদন জানালেন তিনি ৷ আজ সকালে টুইটে এই আবেদন করেন তিনি ৷
টুইটে লেখেন, "কোরোনার সঙ্গে ঐকবদ্ধ হয়ে গোটা বিশ্ব লড়াই করছে ৷ জনসংযোগ এখন আবশ্যিক নয় ৷ একা পদক্ষেপ করাটাও এখন ঠিক নয় ৷ প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) বর্তমানে বিশ্বব্যাপী প্রশংসিত ৷ জাতির স্বার্থে নরেন্দ্র মোদির এই উদ্যোগে মমতা বন্দ্যোপাধ্যায়কে অংশ নেওয়ার জন্য আবেদন জানাব ৷"
-
World is fighting #CoronaPandemic unitedly. Reality check and not public relations is must. STAND ALONE approach inappropriate. Efforts of @PMOIndia lauded globally. Urge @MamataOfficial participation in efforts @narendramodi in national interest. CM and officials yet to brief !
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">World is fighting #CoronaPandemic unitedly. Reality check and not public relations is must. STAND ALONE approach inappropriate. Efforts of @PMOIndia lauded globally. Urge @MamataOfficial participation in efforts @narendramodi in national interest. CM and officials yet to brief !
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 5, 2020World is fighting #CoronaPandemic unitedly. Reality check and not public relations is must. STAND ALONE approach inappropriate. Efforts of @PMOIndia lauded globally. Urge @MamataOfficial participation in efforts @narendramodi in national interest. CM and officials yet to brief !
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 5, 2020
শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদনই নয়, আজ রাত 9টায় রাজভবনের সব আলো বন্ধ করে মোমবাতি জ্বালাবেন বলেও জানান তিনি ৷ গতকাল টুইটে এই বার্তা দিয়ে তিনি লেখেন, "5 এপ্রিল রাত 9টায় রাজভবনের সব আলো 9 মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হবে ৷ তারপর মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে রাজভবন আলোকিত করা হবে ৷"
-
5 अप्रैल रविवार रात 9 बजे सपरिवार राजभवन की सभी लाइटें 9 मिनट बंद कर राजभवन को दीये और मोमबती से प्रकाशमयी करेंगे।
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
उस प्रकाश की रोशनी के उजाले से
संकल्पित होंगें -हम सब साथ साथ हैं और कोई भी #CoronaPandemic अकेला नहीं हैं।
A MESSAGE OF UNITY IN DIVERSITY @PMOIndia CALL.
">5 अप्रैल रविवार रात 9 बजे सपरिवार राजभवन की सभी लाइटें 9 मिनट बंद कर राजभवन को दीये और मोमबती से प्रकाशमयी करेंगे।
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 4, 2020
उस प्रकाश की रोशनी के उजाले से
संकल्पित होंगें -हम सब साथ साथ हैं और कोई भी #CoronaPandemic अकेला नहीं हैं।
A MESSAGE OF UNITY IN DIVERSITY @PMOIndia CALL.5 अप्रैल रविवार रात 9 बजे सपरिवार राजभवन की सभी लाइटें 9 मिनट बंद कर राजभवन को दीये और मोमबती से प्रकाशमयी करेंगे।
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 4, 2020
उस प्रकाश की रोशनी के उजाले से
संकल्पित होंगें -हम सब साथ साथ हैं और कोई भी #CoronaPandemic अकेला नहीं हैं।
A MESSAGE OF UNITY IN DIVERSITY @PMOIndia CALL.
3 এপ্রিল কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তহবিলে 15 লাখ টাকা দান করেন রাজ্যপাল ৷ প্রধানমন্ত্রীর তহবিলে পাঁচ লাখ ও মুখ্যমন্ত্রীর তহবিলে 10 লাখ টাকা দেন তিনি ৷ এছাড়া অনুদানের জন্য সৌরভ গঙ্গোপাধ্যায় ও শাহরুখ খানের প্রশংসাও করেন ৷ কঠিন পরিস্থিতিতে বিভিন্ন সংস্থা যেভাবে রাজ্য সরকারের পাশে দাঁড়িয়েছে তার জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি ৷
এর আগে প্রধানমন্ত্রীর প্রতিটি কর্মসূচি অক্ষরে অক্ষরে পালন করেছেন রাজ্যপাল ৷ 21 দিনের লকডাউনের ঘোষণার পরই রাজভবনের সব কাজ বাতিল করে দিয়েছিলেন তিনি ৷ মানুষকে সুরক্ষিত ও সচেতন থাকতে বারবার অনুরোধও করেছেন ৷ "জনতা কারফিউ"-এর দিন নাগাড়া বাজিয়ে জরুরি পরিষেবায় যুক্তদের ধন্যবাদও জানাতে দেখা গিয়েছিল তাঁকে ৷