ETV Bharat / state

Jagdeep Dhankhar : ভাটপাড়ায় বোমাবাজির ঘটনায় ফের রাজ্যকে বিঁধে টুইট রাজ্যপালের - Jagdeep Dhankhar attacks police administration

টুইটে রাজ্যপাল মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে লেখেন, "ভোট পরবর্তী হিংসা 25 বছরের আরও একটি তরতাজা প্রাণ কেড়ে নিল ৷ দুপুর সাড়ে তিনটে নাগাদ ভাটপাড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কয়লাডিপো মোড়ে বোমা হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের ৷ যখন বাংলায় আগুন জ্বলছে, তা নেভানোর বিষয়ে পুলিশের কোনও প্রচেষ্টা দেখছি না ৷ "

রাজ্যপাল
রাজ্যপাল
author img

By

Published : Jun 6, 2021, 8:19 PM IST

Updated : Jun 6, 2021, 10:18 PM IST

কলকাতা, 6 জুন : ফের রাজ্যপালের নিশানায় পুলিশ প্রশাসন ৷ আজ ভাটপাড়ার বোমাবাজিতে এক বিজেপি কর্মীর মৃত্যু হয় ৷ বোমায় মাথার খুলি পর্যন্ত উড়ে যায় ৷ সেই ঘটনারই এবার তীব্র নিন্দা করলেন রাজ্যপাল ৷ টুইটে পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি লেখেন, " যখন বাংলায় আগুন জ্বলছে, তা নেভানোর বিষয়ে পুলিশের কোনও প্রচেষ্টা দেখছি না ৷ "

টুইটে রাজ্যপাল মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে লেখেন, "ভোট পরবর্তী হিংসা 25 বছরের আরও একটি তরতাজা প্রাণ কেড়ে নিল ৷ দুপুর সাড়ে তিনটে নাগাদ ভাটপাড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কয়লাডিপো মোড়ে বোমা হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের ৷ যখন বাংলায় আগুন জ্বলছে, তা নেভানোর বিষয়ে পুলিশের কোনও প্রচেষ্টা দেখছি না ৷ "

  • Post poll violence @MamataOfficial claims yet another life of 25 year old young man. Around 3.30 PM today a dastardly bomb attack killed him on spot at Koiladipo More, ward no 1, Bhatpara Municipality.

    While Bengal is on fire I see no signs of efforts @WBPolice to douse it. pic.twitter.com/4nsL3L3dHg

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন, ভাটপাড়ায় বোমাবাজি, মৃত বিজেপি কর্মী

রবিবার দুপুরে আচমকা ভাটপাড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের মুক্তারপুর শ্মশানঘাট অঞ্চলে এলোপাথাড়ি বোমা ছুড়তে থাকে একদল দুষ্কৃতী । মৃত্যু হয় জয়প্রকাশ যাদব নামে এক যুবকের ৷ বোমার আঘাতে মাথার খুলি উড়ে যায় তাঁর ৷ এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ৷ ঘটনাস্থলে আসেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং । তাঁর দাবি, জয়প্রকাশ বিজেপি কর্মী ৷ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে খুন করেছে ৷

আরও পড়ুন, রাজ্যের আইন-শৃঙ্খলা উদ্বেগজনক, ফের টুইট-বাণ রাজ্যপালের; তলব মুখ্যসচিবকে

এরপরই ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে টুইটে প্রশ্ন তুললেন রাজ্যপাল ৷ এর আগে টুইটে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ এই নিয়ে আলোচনার জন্য সোমবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে তলব করেছেন তিনি ৷

কলকাতা, 6 জুন : ফের রাজ্যপালের নিশানায় পুলিশ প্রশাসন ৷ আজ ভাটপাড়ার বোমাবাজিতে এক বিজেপি কর্মীর মৃত্যু হয় ৷ বোমায় মাথার খুলি পর্যন্ত উড়ে যায় ৷ সেই ঘটনারই এবার তীব্র নিন্দা করলেন রাজ্যপাল ৷ টুইটে পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি লেখেন, " যখন বাংলায় আগুন জ্বলছে, তা নেভানোর বিষয়ে পুলিশের কোনও প্রচেষ্টা দেখছি না ৷ "

টুইটে রাজ্যপাল মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে লেখেন, "ভোট পরবর্তী হিংসা 25 বছরের আরও একটি তরতাজা প্রাণ কেড়ে নিল ৷ দুপুর সাড়ে তিনটে নাগাদ ভাটপাড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কয়লাডিপো মোড়ে বোমা হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের ৷ যখন বাংলায় আগুন জ্বলছে, তা নেভানোর বিষয়ে পুলিশের কোনও প্রচেষ্টা দেখছি না ৷ "

  • Post poll violence @MamataOfficial claims yet another life of 25 year old young man. Around 3.30 PM today a dastardly bomb attack killed him on spot at Koiladipo More, ward no 1, Bhatpara Municipality.

    While Bengal is on fire I see no signs of efforts @WBPolice to douse it. pic.twitter.com/4nsL3L3dHg

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন, ভাটপাড়ায় বোমাবাজি, মৃত বিজেপি কর্মী

রবিবার দুপুরে আচমকা ভাটপাড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের মুক্তারপুর শ্মশানঘাট অঞ্চলে এলোপাথাড়ি বোমা ছুড়তে থাকে একদল দুষ্কৃতী । মৃত্যু হয় জয়প্রকাশ যাদব নামে এক যুবকের ৷ বোমার আঘাতে মাথার খুলি উড়ে যায় তাঁর ৷ এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ৷ ঘটনাস্থলে আসেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং । তাঁর দাবি, জয়প্রকাশ বিজেপি কর্মী ৷ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে খুন করেছে ৷

আরও পড়ুন, রাজ্যের আইন-শৃঙ্খলা উদ্বেগজনক, ফের টুইট-বাণ রাজ্যপালের; তলব মুখ্যসচিবকে

এরপরই ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে টুইটে প্রশ্ন তুললেন রাজ্যপাল ৷ এর আগে টুইটে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ এই নিয়ে আলোচনার জন্য সোমবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে তলব করেছেন তিনি ৷

Last Updated : Jun 6, 2021, 10:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.