আলিপুর, 25 মে : ঘূর্ণিঝড় যশের পরিস্থিতি খতিয়ে দেখতে আলিপুর আবহাওয়া অফিসে এলেন রাজ্যপাল জগদীপ ধনকর । তিনি জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই তিনি আলিপুর আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছেন ৷ রাজ্য সরকারের প্রশংসা করে তিনি বলেন, "ঘূর্ণিঝড়ের মোকাবিলায় রাজ্য সরকার যথেষ্ট আগাম পদক্ষেপ করেছে ৷ ইতিমধ্যেই নিচু ও সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলি থেকে মানুষকে ত্রাণশিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । সুন্দরবন ও উপকূলবর্তী অঞ্চলের হাজার হাজার মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ।"
এদিন আলিপুর আবহাওয়া অফিসে পরিদর্শন করার পর রাজ্যপাল জানান, আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে এই ঘূর্ণিঝড় নিয়ে । আবহাওয়া অফিস আগাম সর্তকতা দেওয়ার জন্য আগাম পদক্ষেপ করা সম্ভব হয়েছে ৷ ইতিমধ্যেই এনডিআরএফ, জাতীয় নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী ও বায়ুসেনার সঙ্গে কথা হয়েছে । পরিস্থিতির মোকাবিলা করতে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সংস্থাগুলি যৌথভাবে একসঙ্গে কাজ করবে ।
পাশাপাশি তিনি বলেন, "রাজ্যে ভোট-পরবর্তী সন্ত্রাস চলছে ৷ তার মধ্যেই করোনা এবং আবার এই ঘূর্ণিঝড় বিপদের পরিস্থিতি আরও বাড়িয়ে তুলেছে । তবে আগাম পূর্বাভাস থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া গিয়েছে ।" এদিন আলিপুর আবহাওয়া অফিসে রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত একটি মুক্তমঞ্চও পরিদর্শন করেন রাজ্যপাল ।
আরও পড়ুন : যশ সামলাতে আজ রাতে নবান্নেই থাকছেন মুখ্যমন্ত্রী