ETV Bharat / state

Jagdeep Dhankhar on Aliah University Incident : আলিয়ার উপাচার্য নিগ্রহের ঘটনায় মুখ্যসচিবকে তলব রাজ্যপালের

author img

By

Published : Apr 3, 2022, 7:28 PM IST

Updated : Apr 3, 2022, 9:22 PM IST

এদিন এই ঘটনার নিন্দা করতে গিয়ে রবিবার টুইটে রাজ্যপাল (Jagdeep Dhankhar on Aliah University Incident) লেখেন, "ভাইরাল হওয়া ভিডিয়োতে যে উদ্বেগজনক পরিস্থিতি প্রতিফলিত হয়েছে তার প্রেক্ষিতে আগামীকাল দুপুর 1টায় মুখ্যসচিবকে ডেকে পাঠিয়েছি ৷ "

Jagdeep Dhankhar Tweet
আলিয়ার উপাচার্য নিগ্রহের ঘটনায় মুখ্যসচিবকে তলব রাজ্যপালের

কলকাতা, 3 এপ্রিল : ছাত্র নেতার হাতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিগ্রহের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ ঘটনাকে লজ্জাজনক আখ্যা দিয়েছেন ৷ বিষয়টি নিয়ে চিন্তিত রাজ্যপাল সোমবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে রাজভবনে তলব করেছেন ৷ দুপুর 1টার সময় মুখ্যসচিবকে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল (Jagdeep Dhankhar calles upon Chief Secretary on Aliah University vice Chancellor harassment case) ৷

এদিন এই ঘটনার নিন্দা করতে গিয়ে রবিবার টুইটে রাজ্যপাল লেখেন, "ভাইরাল হওয়া ভিডিয়োতে যে উদ্বেগজনক পরিস্থিতি প্রতিফলিত হয়েছে তার প্রেক্ষিতে আগামীকাল দুপুর 1টায় মুখ্যসচিবকে ডেকে পাঠিয়েছি ৷ এই ধরণের ঘটনা যেখানে আইন লঙ্ঘনকারীরা আইনের তোয়াক্কা না করে নিজেদের পথে হাঁটছে, তা আইনমান্যকারীদের জন্য ভয়ের ৷" এই ঘটনার ভিডিয়োও এদিন টুইটারে শেয়ার করেছেন রাজ্যপাল ৷

  • Chief Secretary has been called upon to send full update by 1 PM tomorrow on worrisome scenario reflected in video in viral circulation.
    Such state of affairs where law violator rogue elements have their way with no fear of law is certainly fearful scenario for law abiders. pic.twitter.com/T0xQGTh6x3

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হেনস্থার ঘটনায় গ্রেফতার অভিযুক্ত ছাত্রনেতা গিয়াসউদ্দিন

ইতিমধ্যেই ভাইরাল এই ভিডিয়োতে দেখা গিয়েছে, আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে (Aliah University Vice Chancellor) অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিচ্ছে ছাত্রনেতা গিয়াসউদ্দিন মণ্ডল ৷ অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে টেকনো থানার পুলিশ । উপাচার্যকে চড় মারর কথাও শোনা গিয়েছে এই ছাত্রনেতার মুখে ৷ ঘটনার নিন্দার ঝড় উঠেছে সব মহলে ৷ ঘটনা দেখে শিউড়ে উঠছে শিক্ষামহল ৷ উল্লেখ্য, এর আগে রাজ্যের আইন-শৃঙ্খলা-সহ একাধিক ইস্যুতে রাজ্যের মুখ্যসচিবকে রাজভবনে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ কখনও সেই তলব পেয়ে রাজ্যভবনে গিয়েছেন মুখ্যসচিব ৷ কখনও যাননি ৷ যা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে, ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল ৷ এবার ফের আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হেনস্থার ঘটনায় মুখ্যসচিবকে তলব করলেন রাজ্যপাল ৷

কলকাতা, 3 এপ্রিল : ছাত্র নেতার হাতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিগ্রহের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ ঘটনাকে লজ্জাজনক আখ্যা দিয়েছেন ৷ বিষয়টি নিয়ে চিন্তিত রাজ্যপাল সোমবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে রাজভবনে তলব করেছেন ৷ দুপুর 1টার সময় মুখ্যসচিবকে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল (Jagdeep Dhankhar calles upon Chief Secretary on Aliah University vice Chancellor harassment case) ৷

এদিন এই ঘটনার নিন্দা করতে গিয়ে রবিবার টুইটে রাজ্যপাল লেখেন, "ভাইরাল হওয়া ভিডিয়োতে যে উদ্বেগজনক পরিস্থিতি প্রতিফলিত হয়েছে তার প্রেক্ষিতে আগামীকাল দুপুর 1টায় মুখ্যসচিবকে ডেকে পাঠিয়েছি ৷ এই ধরণের ঘটনা যেখানে আইন লঙ্ঘনকারীরা আইনের তোয়াক্কা না করে নিজেদের পথে হাঁটছে, তা আইনমান্যকারীদের জন্য ভয়ের ৷" এই ঘটনার ভিডিয়োও এদিন টুইটারে শেয়ার করেছেন রাজ্যপাল ৷

  • Chief Secretary has been called upon to send full update by 1 PM tomorrow on worrisome scenario reflected in video in viral circulation.
    Such state of affairs where law violator rogue elements have their way with no fear of law is certainly fearful scenario for law abiders. pic.twitter.com/T0xQGTh6x3

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হেনস্থার ঘটনায় গ্রেফতার অভিযুক্ত ছাত্রনেতা গিয়াসউদ্দিন

ইতিমধ্যেই ভাইরাল এই ভিডিয়োতে দেখা গিয়েছে, আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে (Aliah University Vice Chancellor) অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিচ্ছে ছাত্রনেতা গিয়াসউদ্দিন মণ্ডল ৷ অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে টেকনো থানার পুলিশ । উপাচার্যকে চড় মারর কথাও শোনা গিয়েছে এই ছাত্রনেতার মুখে ৷ ঘটনার নিন্দার ঝড় উঠেছে সব মহলে ৷ ঘটনা দেখে শিউড়ে উঠছে শিক্ষামহল ৷ উল্লেখ্য, এর আগে রাজ্যের আইন-শৃঙ্খলা-সহ একাধিক ইস্যুতে রাজ্যের মুখ্যসচিবকে রাজভবনে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ কখনও সেই তলব পেয়ে রাজ্যভবনে গিয়েছেন মুখ্যসচিব ৷ কখনও যাননি ৷ যা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে, ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল ৷ এবার ফের আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হেনস্থার ঘটনায় মুখ্যসচিবকে তলব করলেন রাজ্যপাল ৷

Last Updated : Apr 3, 2022, 9:22 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.