ETV Bharat / state

চা-চক্রে অনুপস্থিত মমতা, ফের টুইট-খোঁচা রাজ্যপালের - মমতা অনুপস্থিতিতে ভাষা হারিয়ে ফেলেছেন হতবাক রাজ্যপাল

কোরোনা আবহের মধ্যেও স্বাধীনতা দিবসের দিন শ খানেক অতিথিকে রাজভবনে চা চক্র অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যপাল ৷ কোরোনার কারণে যেখানে 15 অগাস্টের সরকারি অনুষ্ঠানে কাটছাঁট করা হয় ৷ সেখানে রাজভবনের হাই টি অনুষ্ঠান নিয়ে প্রশ্ন ওঠে প্রশাসনিক মহলে ৷

মমতা অনুপস্থিতিতে ভাষা হারিয়ে ফেলেছেন হতবাক রাজ্যপাল
মমতা অনুপস্থিতিতে ভাষা হারিয়ে ফেলেছেন হতবাক রাজ্যপাল
author img

By

Published : Aug 16, 2020, 11:12 AM IST

কলকাতা, 16 অগাস্ট : সংঘাত মেটার একটা ইঙ্গিত পাওয়া গেছিল ৷ স্বাধীনতা দিবসে ব্যারাকপুরের গান্ধিঘাটে গিয়ে রাজ্যকে সমন্বয়ের বার্তা দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ বলেছিলেন, "রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে বিভেদ কাম্য নয় ৷" 24 ঘণ্টা পার হতেই ফের স্বমহিমায় দেখা গেল তাঁকে ৷ স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যায় রাজভবনের চায়ের অনুষ্ঠানে উপস্থিত না থাকায় বিস্ময় প্রকাশ করলেন ধনকড় ৷ তাঁর মতে, সংবিধান থেকে দূরে থাকার আরও একটি বেদনাদায়ক নজির স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী ৷

স্বাধীনতা দিবসের দিন শ'খানেক অতিথিকে রাজভবনে চা চক্র অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যপাল ৷ কোরোনার কারণে যেখানে 15 অগাস্টের সরকারি অনুষ্ঠানে কাটছাঁট করা হয় ৷ সেখানে রাজভবনের হাই টি অনুষ্ঠান নিয়ে প্রশ্ন ওঠে প্রশাসনিক মহলে ৷ শনিবার রেড রোডে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পতাকা উত্তোলন ও কোরোনা যোদ্ধাদের সম্মান জানিয়েই বেরিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নিত্য টুইট যুদ্ধ, বিবাদ-বিভেদ থাকলেও রাজভবনের নিমন্ত্রণ রক্ষা করতে সকালেই পৌঁছে যান মমতা ৷ রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে 25 মিনিটের মতো আলোচনা সারেন ৷ জানিয়ে দেন, বিকেলে কাজ থাকার কারণেই সকালে এসেছিলেন ৷ এরপরই গুঞ্জন ওঠে, তাহলে কি রাজ্য-রাজ্যপাল সংঘাতে ইতি পড়তে চলেছে?

  • Glimpses of 'At Home' reception hosted on Independence Day at Raj Bhavan.

    CM and executive @MamataOfficial set bad precedent by not attending. Another painful instance of distancing from Constitution.

    Law & order further nosedived with rise in political violence & killing. pic.twitter.com/ADwc4yUlma

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

24 ঘণ্টা পার হতেই সেই প্রশ্নের উত্তর পেয়ে গেলেন প্রশ্নকর্তারা ৷ রবিবার সকালে রাজভবনের চা অনুষ্ঠানের একটি ভিডিয়ো পোস্ট করেন রাজ্যপাল ৷ সঙ্গে ক্যাপশন, "স্বাধীনতা দিবসে রাজভবনে আয়োজিত অনুষ্ঠানের কিছু ঝলক ৷ মুখ্যমন্ত্রী ও তাঁর আধিকারিকরা অনুপস্থিত থেকে খারাপ উদাহরণ স্থাপন করেছেন ৷ সংবিধান থেকে দূরে থাকার আরও একটি বেদনাদায়ক দৃষ্টান্ত ৷" রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক হিংসা, শিক্ষাক্ষেত্র ও কোরোনা মোকাবিলা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন রাজ্যপাল । এদিনও তিনি আরও লেখেন, "রাজ্যে রাজনৈতিক হিংসা ও হত্যার বাড়বাড়ন্তে আইন-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে ৷"

  • Absence of CM and officials @MamataOfficial on occasion of Independence Day celebration at Raj Bhawan has like many startled and stunned me. We need to rise to occasion as respect to freedom fighters who gave their all to secure for us freedom and democracy. Iam at loss of words. pic.twitter.com/fAUByqxTp7

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি লেখেন, "রাজভবনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে আরও অনেকের মতো আমিও অবাক হয়েছি । দেশের স্বাধীনতা, গণতন্ত্রের জন্য স্বাধীনতা সংগ্রামীরা সর্বস্ব ত্যাগ করেছেন ৷ তাঁদের সম্মানার্থে আয়োজিত অনুষ্ঠানে আমাদের সব কিছুর ঊর্ধ্বে ওঠা উচিত । আমি ভাষা হারিয়ে ফেলেছি।"

কলকাতা, 16 অগাস্ট : সংঘাত মেটার একটা ইঙ্গিত পাওয়া গেছিল ৷ স্বাধীনতা দিবসে ব্যারাকপুরের গান্ধিঘাটে গিয়ে রাজ্যকে সমন্বয়ের বার্তা দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ বলেছিলেন, "রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে বিভেদ কাম্য নয় ৷" 24 ঘণ্টা পার হতেই ফের স্বমহিমায় দেখা গেল তাঁকে ৷ স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যায় রাজভবনের চায়ের অনুষ্ঠানে উপস্থিত না থাকায় বিস্ময় প্রকাশ করলেন ধনকড় ৷ তাঁর মতে, সংবিধান থেকে দূরে থাকার আরও একটি বেদনাদায়ক নজির স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী ৷

স্বাধীনতা দিবসের দিন শ'খানেক অতিথিকে রাজভবনে চা চক্র অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যপাল ৷ কোরোনার কারণে যেখানে 15 অগাস্টের সরকারি অনুষ্ঠানে কাটছাঁট করা হয় ৷ সেখানে রাজভবনের হাই টি অনুষ্ঠান নিয়ে প্রশ্ন ওঠে প্রশাসনিক মহলে ৷ শনিবার রেড রোডে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পতাকা উত্তোলন ও কোরোনা যোদ্ধাদের সম্মান জানিয়েই বেরিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নিত্য টুইট যুদ্ধ, বিবাদ-বিভেদ থাকলেও রাজভবনের নিমন্ত্রণ রক্ষা করতে সকালেই পৌঁছে যান মমতা ৷ রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে 25 মিনিটের মতো আলোচনা সারেন ৷ জানিয়ে দেন, বিকেলে কাজ থাকার কারণেই সকালে এসেছিলেন ৷ এরপরই গুঞ্জন ওঠে, তাহলে কি রাজ্য-রাজ্যপাল সংঘাতে ইতি পড়তে চলেছে?

  • Glimpses of 'At Home' reception hosted on Independence Day at Raj Bhavan.

    CM and executive @MamataOfficial set bad precedent by not attending. Another painful instance of distancing from Constitution.

    Law & order further nosedived with rise in political violence & killing. pic.twitter.com/ADwc4yUlma

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

24 ঘণ্টা পার হতেই সেই প্রশ্নের উত্তর পেয়ে গেলেন প্রশ্নকর্তারা ৷ রবিবার সকালে রাজভবনের চা অনুষ্ঠানের একটি ভিডিয়ো পোস্ট করেন রাজ্যপাল ৷ সঙ্গে ক্যাপশন, "স্বাধীনতা দিবসে রাজভবনে আয়োজিত অনুষ্ঠানের কিছু ঝলক ৷ মুখ্যমন্ত্রী ও তাঁর আধিকারিকরা অনুপস্থিত থেকে খারাপ উদাহরণ স্থাপন করেছেন ৷ সংবিধান থেকে দূরে থাকার আরও একটি বেদনাদায়ক দৃষ্টান্ত ৷" রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক হিংসা, শিক্ষাক্ষেত্র ও কোরোনা মোকাবিলা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন রাজ্যপাল । এদিনও তিনি আরও লেখেন, "রাজ্যে রাজনৈতিক হিংসা ও হত্যার বাড়বাড়ন্তে আইন-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে ৷"

  • Absence of CM and officials @MamataOfficial on occasion of Independence Day celebration at Raj Bhawan has like many startled and stunned me. We need to rise to occasion as respect to freedom fighters who gave their all to secure for us freedom and democracy. Iam at loss of words. pic.twitter.com/fAUByqxTp7

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি লেখেন, "রাজভবনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে আরও অনেকের মতো আমিও অবাক হয়েছি । দেশের স্বাধীনতা, গণতন্ত্রের জন্য স্বাধীনতা সংগ্রামীরা সর্বস্ব ত্যাগ করেছেন ৷ তাঁদের সম্মানার্থে আয়োজিত অনুষ্ঠানে আমাদের সব কিছুর ঊর্ধ্বে ওঠা উচিত । আমি ভাষা হারিয়ে ফেলেছি।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.