ETV Bharat / state

Governor CV Ananda Bose: আদ্রায় তৃণমূল নেতা খুনে অপরাধীদের ধরতে 48 ঘণ্টার সময়সীমা বেঁধে দিলেন রাজ্যপাল - রাজ্যপাল সিভি আনন্দ বোস

নিহত তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেছেন ৷ ন্যায়বিচার হবে বলেও পরিবারের সদস্যদের জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

Etv Bharat
রাজ্যপাল সিভি আনন্দ বোস
author img

By

Published : Jun 24, 2023, 8:26 PM IST

Updated : Jun 24, 2023, 8:52 PM IST

কলকাতা, 24 জুন: পুরুলিয়ায় তৃণমূল নেতা খুনে এবার রাজ্যের মুখ্য সচিবকে কড়াবার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এমনকী হত্যাকাণ্ডের কিনারা করতে রীতিমতো সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি ৷ আগামী 48 ঘণ্টার মধ্যে এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকা অপরাধীকে গ্রেফতার করতে হবে বলে মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল ৷

গত শুক্রবার পুরুলিয়ার আদ্রায় দলীয় কার্যালয়ের সামনেই গুলি করে খুন করা হয় শহর তৃণমূলের সভাপতি ধনঞ্জয় চৌবেকে ৷ পুলিশের দাবি, ভর সন্ধ্যায় বাইকে করে দুষ্কৃতীরা এসে তৃণমূল নেতাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় ৷ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে জানান চিকিৎসকরা ৷ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই তৃণমূল নেতার দেহরক্ষীও ৷ এরপরই তদন্তে নেমে এক কংগ্রেস প্রার্থী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ শনিবার খুন হওয়া তৃণমূল নেতার পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলেন রাজ্যপাল আনন্দ বোস ৷ এরপরই রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের এই ঘটনায় দৃঢ় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল ৷

রাজভবন সূত্রে খবর, রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য নির্বাচন কমিশনার এবং রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে নির্দেশ দিয়েছেন, আগামী 48 ঘণ্টার মধ্যে আদ্রা শহরের তৃণমূল নেতা হত্যার পিছনে থাকা অপরাধীকে গ্রেফতারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ৷ একই সঙ্গে জানা গিয়েছে, এদিন নিহত তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেছেন ৷ ন্যায়বিচার হবে বলেও পরিবারের সদস্যদের জানিয়েছেন রাজ্যপাল ৷ সেই সঙ্গে, পরিবারকে 25 হাজার টাকা আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে রাজভবনের তরফে।

মৃতের দাদা বলেন, "রাজ্যপাল আমাকে বিকেলে ফোন করেছিলেন ৷ এখানকার পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে এই মুহূর্তে আমাদের কী ধরনের সাহায্য দরকার। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে আমার ভাইকে হত্যার পিছনে যারা রয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ৷" পরিবারের সদস্যরা জানান, রাজ্যপাল মৃতের স্ত্রীয়ের সঙ্গেও কথা বলতে চেয়েছিলেন ৷ তিনি ধনঞ্জয় চৌবের ছেলে-মেয়েরও খোঁজ নেন ৷ পাশাপাশি তাদের শিক্ষায় সাহায্য করারও প্রস্তাব দিয়েছেন।

আরও পড়ুন: কড়া পদক্ষেপ শাসক শিবিরে, 56 জন নির্দল প্রার্থীকে সাসপেন্ড করল তৃণমূল

বৃহস্পতিবার আদ্রা বাজার এলাকায় দলীয় দফতরে থাকার সময় তৃণমূলের আদ্রা শহরের সভাপতি ধনঞ্জয় চৌবেকে গুলি করে হত্যা করা হয়। গুলিতে তাঁর দেহরক্ষীও আহত হয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত দুই জনকে আটক করেছে পুলিশ।

কলকাতা, 24 জুন: পুরুলিয়ায় তৃণমূল নেতা খুনে এবার রাজ্যের মুখ্য সচিবকে কড়াবার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এমনকী হত্যাকাণ্ডের কিনারা করতে রীতিমতো সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি ৷ আগামী 48 ঘণ্টার মধ্যে এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকা অপরাধীকে গ্রেফতার করতে হবে বলে মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল ৷

গত শুক্রবার পুরুলিয়ার আদ্রায় দলীয় কার্যালয়ের সামনেই গুলি করে খুন করা হয় শহর তৃণমূলের সভাপতি ধনঞ্জয় চৌবেকে ৷ পুলিশের দাবি, ভর সন্ধ্যায় বাইকে করে দুষ্কৃতীরা এসে তৃণমূল নেতাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় ৷ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে জানান চিকিৎসকরা ৷ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই তৃণমূল নেতার দেহরক্ষীও ৷ এরপরই তদন্তে নেমে এক কংগ্রেস প্রার্থী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ শনিবার খুন হওয়া তৃণমূল নেতার পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলেন রাজ্যপাল আনন্দ বোস ৷ এরপরই রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের এই ঘটনায় দৃঢ় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল ৷

রাজভবন সূত্রে খবর, রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য নির্বাচন কমিশনার এবং রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে নির্দেশ দিয়েছেন, আগামী 48 ঘণ্টার মধ্যে আদ্রা শহরের তৃণমূল নেতা হত্যার পিছনে থাকা অপরাধীকে গ্রেফতারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ৷ একই সঙ্গে জানা গিয়েছে, এদিন নিহত তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেছেন ৷ ন্যায়বিচার হবে বলেও পরিবারের সদস্যদের জানিয়েছেন রাজ্যপাল ৷ সেই সঙ্গে, পরিবারকে 25 হাজার টাকা আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে রাজভবনের তরফে।

মৃতের দাদা বলেন, "রাজ্যপাল আমাকে বিকেলে ফোন করেছিলেন ৷ এখানকার পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে এই মুহূর্তে আমাদের কী ধরনের সাহায্য দরকার। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে আমার ভাইকে হত্যার পিছনে যারা রয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ৷" পরিবারের সদস্যরা জানান, রাজ্যপাল মৃতের স্ত্রীয়ের সঙ্গেও কথা বলতে চেয়েছিলেন ৷ তিনি ধনঞ্জয় চৌবের ছেলে-মেয়েরও খোঁজ নেন ৷ পাশাপাশি তাদের শিক্ষায় সাহায্য করারও প্রস্তাব দিয়েছেন।

আরও পড়ুন: কড়া পদক্ষেপ শাসক শিবিরে, 56 জন নির্দল প্রার্থীকে সাসপেন্ড করল তৃণমূল

বৃহস্পতিবার আদ্রা বাজার এলাকায় দলীয় দফতরে থাকার সময় তৃণমূলের আদ্রা শহরের সভাপতি ধনঞ্জয় চৌবেকে গুলি করে হত্যা করা হয়। গুলিতে তাঁর দেহরক্ষীও আহত হয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত দুই জনকে আটক করেছে পুলিশ।

Last Updated : Jun 24, 2023, 8:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.