কলকাতা, 27 এপ্রিল: এতদিন রাজ্য-রাজ্যপাল সংঘাত দেখলেও এবার বিরোধী দলনেতা-রাজ্যপাল সংঘাত চরমে ৷ বৃহস্পতিবার বেনজিরভাবে কড়া ভাষায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সরকারের সঙ্গে হাত মিলিয়ে রাজ্যপাল বেআইনি কাজ করছেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন শুভেন্দু ৷
বৃহস্পতিবার সিউড়িতে এক কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল সম্পর্কে বিস্ফোরক অভিযোগ করেন। শুভেন্দুর কথায়, "সরকারের সঙ্গে হাত মিলিয়ে অনেক বেআইনি কাজ করেন। আমার কাছে তথ্য আছে। রাজ্যপালকে ব্যক্তিগত আক্রমণ করতে চাই না। রাজ্যপাল রাজ্য সরকারকে অনেকভাবে সাহায্য করছেন। তাঁদের মধ্যে একটা ঝগড়া-ভালোবাসার সম্পর্ক আছে। সম্প্রতি লোকায়ুক্ত নিয়ে যা করেছেন সম্পূর্ণ বেআইনি কাজ করেছেন ৷ যিনি লোকায়ুক্তের চেয়ারম্যান তাঁর এক্সটেনশন হয় না ৷ সেই এক্সটেনশনও দিয়েছেন ৷ তিনি অসীম রায়কে লোকায়ুক্তের এক্সটেনশন দিয়েছেন ৷ যেখানে আইন ভাঙবে জুডিসিয়ারিতে যাব ৷"
আরও পড়ুন: তদন্তে অসহযোগিতার জন্যই গ্রেফতার অনুব্রতর মেয়ে, অভিযোগ শুভেন্দুর
বিরোধী দলনেতার চাঁচাছোলা এমন মন্তব্যের পরেই পালটা প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় জাদুঘরে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেন্দুর অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান জানিয়েছেন রাজ্যপাল ৷ শুভেন্দুর অভিযোগের পালটা রাজ্যপাল বলেন, "বিরোধী দলনেতার আইনি অধিকার আছে । তাঁর যা চিন্তাভাবনা তা প্রকাশ করার।" এই মন্তব্যের পরেই বিরোধী দলনেতা ও রাজ্যপালের ঠান্ডা লড়াই ক্রমশ বাড়ছে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷
উল্লেখ্য, এদিন ভারতীয় জাদুঘরে ফটো গ্যালারির উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যপাল ৷ ছিলেন ফ্রান্স অ্যাম্বাসাডর ইমানুইয়েল লেনিন। "তোমাকে দেখে, আমাকে দেখে" শীর্ষক ফটো গ্যালারির উদ্বোধনে ইমানুয়েল লেনিন বলেন, "এই প্রকল্পটি মানুষের প্রক্রিয়ার বিভিন্ন দিক অন্বেষণ করে। যা ফটোগ্রাফির মূলে রয়েছে অনুশীলন এবং অভিজ্ঞতা। বর্ণনামূলক ফটোগ্রাফি এবং দর্শকরা স্বেচ্ছায় বা অনিচ্ছাকৃতভাবে যে ছবিগুলির সঙ্গে
তাদের উপস্থাপিত ছবিগুলির মধ্যে সংযোগ স্থাপন করে তা অন্বেষণ করে।"