ETV Bharat / state

Sikkim Flash Flood: 'উত্তরবঙ্গে আসা মন্ত্রীরাও পর্যটক', তৃণমূলের কটাক্ষের পালটা দিলেন রাজ্যপাল - CV Ananda Bose North bengal Visit

সিকিমে মেঘভাঙা বৃষ্টি এবং হড়পা বানে তিস্তা নদীতে জল বেড়েছে ৷ উত্তরবঙ্গের বহু এলাকা থেকে হাজার হাজার মানুষকে ত্রাণশিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ এই অবস্থায় এলাকাগুলি ঘুরে দেখলেন স্বয়ং রাজ্যপাল ৷

ETV Bharat
উত্তরবঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
author img

By PTI

Published : Oct 5, 2023, 9:56 AM IST

Updated : Oct 5, 2023, 12:36 PM IST

দার্জিলিংয়ের কালিঝোরায় বিপর্যস্ত এলাকা পরিদর্শনে রাজ্যপাল সিভি আনন্দ বোস

কলকাতা ও শিলিগুড়ি 5 অক্টোবর: প্রতিবেশী রাজ্য সিকিমে মেঘ ভাঙা বৃষ্টি আর হড়পা বানের প্রভাব পড়েছে উত্তরবঙ্গে ৷ বন্যা হতে পারে বলে আশঙ্কার করা হচ্ছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই পরিস্থিতির উপর নজর রাখছেন ৷ তিনি জানিয়েছেন, ইতিমধ্যে 10 হাজার মানুষকে 190টি ত্রাণশিবিরে নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করা হয়েছে ৷ এই দুর্যোগে আজ, বৃহস্পতিবারই উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সেখানে বাংলা-সিকিম সীমান্তে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি ৷

এদিন তাঁকে একজন পর্যটকের মতো সফর বলে কটাক্ষ করা হয় ৷ এর পালটা জবাবে তৃণমূলকেই কটাক্ষ করেন রাজ্যপাল ৷ তিনি সাংবাদিকদের বলেন, "হ্যাঁ, আমি পর্যটক ৷ আমার সঙ্গে কয়েকজন মন্ত্রী ছিলেন ৷ আশা করি, তাঁরাও পর্যটক হিসেবেই ছিলেন ৷" আজ সকালেই তিনি দিল্লি থেকে শিলিগুড়িতে পৌঁছন ৷

বৃহস্পতিবার সকালেই রাজ্যপাল দিল্লি থেকে সরাসরি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন। সেখান থেকে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউজে যাওয়ার কথা থাকলেও তা বাতিল করে সরাসরি সেবক পার করে 10 মাইলের কাছে শ্বেতিঝোরা ও কালিঝোরায় চলে যান ৷

আরও পড়ুন: সিকিমে আটকে রাজ্যের 2000 পর্যটক, উদ্ধারে 24 ঘণ্টার কন্ট্রোল রুম খুলল নবান্ন

এখানে তিস্তা নদীর প্রবল জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত 10 নম্বর জাতীয় সড়কের পরিস্থিতি খতিয়ে দেখেন রাজ্যপাল ৷ পাশাপাশি সেখানে থাকা জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধের পরিস্থিতিও যাচাই করে দেখেন তিনি ৷ প্রাথমিক আলোচনা সারেন জাতীয় সড়ক কর্তৃপক্ষর সঙ্গে ৷ এরপর সেখান থেকে সোজা চলে যান জলপাইগুড়ির দিকে ৷

উত্তরের এই জেলায় তিস্তার জলস্তর আচমকা বেড়ে যাওয়ার ফলে প্লাবিত এলাকাগুলি দেখেন রাজ্যপাল ৷ সিভি আনন্দ বোস আশ্বাস দেন, পরিস্থিতি সামাল দিতে যা যা করণীয় সবই তিনি করবেন ৷ এটা সমালোচনার সময় নয় ৷ তিনি বলেন, "দুর্ঘটনা কখনওই আকস্মিকভাবে ঘটে না, এর নেপথ্যে কোনও না কোনও কারণ থাকে ৷" আজই তিনি ত্রাণশিবিরগুলিতেও যাবেন বলে জানা গিয়েছে ৷

এদিন আকাশপথে বন্যা-বিধ্বস্ত জলপাইগুড়ি, কালিংম্পং এবং কোচবিহারের অবস্থা দেখবেন রাজ্যপাল ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, আজ এই ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করে তিনি ফের দিল্লি ফিরে যাবেন ৷ এদিকে আজই দুপুরে রাজভবন অভিযানের ডাক দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

বুধবার গভীর রাতে উত্তর সিকিমের লোনাকলেকের উপর মেঘ ভাঙা বৃষ্টি হয় ৷ এরপর একটানা বর্ষণে তিস্তা নদীতে হড়পা বান আসে ৷ এর মধ্যে চুংথাং বাঁধ থেকে অতিরিক্ত জল ছাড়া হয় ৷ এই সব মিলিয়ে সিকিমে খরস্রোতা আকার নেয় তিস্তা নদী ৷ সেখান থেকে জল নেমে আসে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে তিস্তা নদীর অংশে ৷ জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিংয়ে জল ঢুকতে থাকে ৷ গতকালই এ নিয়ে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার সিকিমের সরকারি সূত্রের খবর, এই প্রাকৃতিক বিপর্যয়ে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে ৷ 22 জন সেনা জওয়ান-সহ 102 জনের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷

আরও পড়ুন: সিকিমে গিয়ে নিখোঁজ রায়গঞ্জের বাসিন্দা দুই ভাই-সহ 3, উৎকণ্ঠায় পরিবার

দার্জিলিংয়ের কালিঝোরায় বিপর্যস্ত এলাকা পরিদর্শনে রাজ্যপাল সিভি আনন্দ বোস

কলকাতা ও শিলিগুড়ি 5 অক্টোবর: প্রতিবেশী রাজ্য সিকিমে মেঘ ভাঙা বৃষ্টি আর হড়পা বানের প্রভাব পড়েছে উত্তরবঙ্গে ৷ বন্যা হতে পারে বলে আশঙ্কার করা হচ্ছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই পরিস্থিতির উপর নজর রাখছেন ৷ তিনি জানিয়েছেন, ইতিমধ্যে 10 হাজার মানুষকে 190টি ত্রাণশিবিরে নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করা হয়েছে ৷ এই দুর্যোগে আজ, বৃহস্পতিবারই উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সেখানে বাংলা-সিকিম সীমান্তে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি ৷

এদিন তাঁকে একজন পর্যটকের মতো সফর বলে কটাক্ষ করা হয় ৷ এর পালটা জবাবে তৃণমূলকেই কটাক্ষ করেন রাজ্যপাল ৷ তিনি সাংবাদিকদের বলেন, "হ্যাঁ, আমি পর্যটক ৷ আমার সঙ্গে কয়েকজন মন্ত্রী ছিলেন ৷ আশা করি, তাঁরাও পর্যটক হিসেবেই ছিলেন ৷" আজ সকালেই তিনি দিল্লি থেকে শিলিগুড়িতে পৌঁছন ৷

বৃহস্পতিবার সকালেই রাজ্যপাল দিল্লি থেকে সরাসরি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন। সেখান থেকে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউজে যাওয়ার কথা থাকলেও তা বাতিল করে সরাসরি সেবক পার করে 10 মাইলের কাছে শ্বেতিঝোরা ও কালিঝোরায় চলে যান ৷

আরও পড়ুন: সিকিমে আটকে রাজ্যের 2000 পর্যটক, উদ্ধারে 24 ঘণ্টার কন্ট্রোল রুম খুলল নবান্ন

এখানে তিস্তা নদীর প্রবল জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত 10 নম্বর জাতীয় সড়কের পরিস্থিতি খতিয়ে দেখেন রাজ্যপাল ৷ পাশাপাশি সেখানে থাকা জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধের পরিস্থিতিও যাচাই করে দেখেন তিনি ৷ প্রাথমিক আলোচনা সারেন জাতীয় সড়ক কর্তৃপক্ষর সঙ্গে ৷ এরপর সেখান থেকে সোজা চলে যান জলপাইগুড়ির দিকে ৷

উত্তরের এই জেলায় তিস্তার জলস্তর আচমকা বেড়ে যাওয়ার ফলে প্লাবিত এলাকাগুলি দেখেন রাজ্যপাল ৷ সিভি আনন্দ বোস আশ্বাস দেন, পরিস্থিতি সামাল দিতে যা যা করণীয় সবই তিনি করবেন ৷ এটা সমালোচনার সময় নয় ৷ তিনি বলেন, "দুর্ঘটনা কখনওই আকস্মিকভাবে ঘটে না, এর নেপথ্যে কোনও না কোনও কারণ থাকে ৷" আজই তিনি ত্রাণশিবিরগুলিতেও যাবেন বলে জানা গিয়েছে ৷

এদিন আকাশপথে বন্যা-বিধ্বস্ত জলপাইগুড়ি, কালিংম্পং এবং কোচবিহারের অবস্থা দেখবেন রাজ্যপাল ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, আজ এই ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করে তিনি ফের দিল্লি ফিরে যাবেন ৷ এদিকে আজই দুপুরে রাজভবন অভিযানের ডাক দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

বুধবার গভীর রাতে উত্তর সিকিমের লোনাকলেকের উপর মেঘ ভাঙা বৃষ্টি হয় ৷ এরপর একটানা বর্ষণে তিস্তা নদীতে হড়পা বান আসে ৷ এর মধ্যে চুংথাং বাঁধ থেকে অতিরিক্ত জল ছাড়া হয় ৷ এই সব মিলিয়ে সিকিমে খরস্রোতা আকার নেয় তিস্তা নদী ৷ সেখান থেকে জল নেমে আসে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে তিস্তা নদীর অংশে ৷ জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিংয়ে জল ঢুকতে থাকে ৷ গতকালই এ নিয়ে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার সিকিমের সরকারি সূত্রের খবর, এই প্রাকৃতিক বিপর্যয়ে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে ৷ 22 জন সেনা জওয়ান-সহ 102 জনের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷

আরও পড়ুন: সিকিমে গিয়ে নিখোঁজ রায়গঞ্জের বাসিন্দা দুই ভাই-সহ 3, উৎকণ্ঠায় পরিবার

Last Updated : Oct 5, 2023, 12:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.