ETV Bharat / state

Governor speech at Assembly: ধনকড় জমানার বিতর্ক সরিয়ে বিধানসভায় রাজ্যপালের আনন্দ-ভাষণ - মমতা বন্দ্যোপাধ্য়ায়

বুধবার বিধানসভায় শুরু হল বাজেট অধিবেশন (Bengal Budget Session 2023) ৷ বিরোধী বিক্ষোভ উড়িয়ে প্রথা মেনে ভাষণ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ অথচ বছরখানেক আগে বিজেপির বিক্ষোভের জেরে তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড়ের বাজেট ভাষণ পাঠ নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল ৷

Governor speech at Assembly
Governor speech at Assembly
author img

By

Published : Feb 8, 2023, 8:20 PM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি: রাজ্য সরকার ভাষণ লিখে দেয় ৷ আর সেই ভাষণই বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে পড়ে শোনান রাজ্যপাল ৷ এটাই পরিষদীয় গণতন্ত্রে চিরাচরিত রীতি ৷ কিন্তু সেই রীতিতে বারবার ব্যাঘাত ঘটেছিল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন ৷ 2022 সালের বাজেট অধিবেশনে তো এই ভাষণ নিয়ে রীতিমতো ‘নাটক’ হয়েছিল বিধানসভার অন্দরে ৷

রাজভবনে ধনকড় এখন প্রাক্তন ৷ সেখানকার বাসিন্দা এখন প্রাক্তন আমলা সিভি আনন্দ বোস (Bengal Governor CV Ananda Bose) ৷ রাজ্যপাল হিসেবে বুধবার বিধানসভায় তাঁর প্রথমবার ভাষণ দেওয়ার দিন ছিল ৷ তিনিও কি ধনকড় জমানার পুনরাবৃত্তি ঘটাবেন, সেই প্রশ্ন ছিল সকলের মনে ৷ কিন্তু সরকারের লিখে দেওয়া পুরো ভাষণ পড়ে আনন্দ বোস বোঝালেন বাংলায় ধনকড় জমানা এখন অতীত ৷

2022 সালে 7 মার্চ বাজেট অধিবেশন শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভায় (Bengal Assembly) ৷ সেদিন ব্যাপক হট্টগোল হয় সেখানে ৷ মূলত, বিরোধী বিজেপির (BJP) বিক্ষোভের জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ শাসক ও বিরোধী, দুই পক্ষের মধ্যে হাতাহাতিও হয় বলে অভিযোগ ওঠে ৷ সেই পরিস্থিতি ভাষণ দিতে নারাজ ছিলেন তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তিনি একাধিকবার অধিবেশন কক্ষ ছেড়ে চলে যাওয়ার চেষ্টাও করেন ৷ কিন্তু তৃণমূল কংগ্রেসের বিধায়কদের পক্ষ থেকে বারবার তাঁর পথ আটকানো হয় ৷ শেষে বাজেট ভাষণ না পড়ে শুধু অনুমোদন করেই চলে যান ধনকড় ৷

এই নিয়ে ব্যাপক বিতর্ক হয় ৷ বিজেপির বিরুদ্ধে বিধানসভার সম্মানহানির অভিযোগ করা হয় ৷ কেউ কেউ আবার বলেন যে ধনকড় বরাবরই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) সরকারের প্রতি বিরূপ মনোভাব পোষণ করেন ৷ সেই কারণে তিনি রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণ পড়তে রাজি ছিলেন না ৷ তাই বিজেপি বিক্ষোভ দেখিয়ে তাঁকে সেই সুযোগ করে দিল ৷

তার পর কেটে গিয়েছে 11 মাস ৷ বদলে গিয়েছে দেশের রাজনৈতিক পরিস্থিতি ৷ জগদীপ ধনকড় এখন দেশের উপ-রাষ্ট্রপতি ৷ পদাধিকার বলে তিনি এখন রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্ব সামলান ৷ বুধবারও সামলেছেন সংসদের উচ্চকক্ষে আদানি ইস্যুতে বিরোধীদের হইহট্টগোল ৷ আর ধনকড়ের জায়গায় বাংলার রাজ্যপাল হয়ে আসা সিভি আনন্দ বোস বিধানসভায় বাজেট ভাষণ পাঠ করেছেন ৷ এদিনও বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীদের (Suvendu Adhikari) নেতৃত্বে বিক্ষোভ হয়েছে ৷ বিজেপি পরিষদীয় দল ওয়াকআউট করেছে ৷ বিধানসভার বাইরে বিক্ষোভ দেখিয়েছে ৷ কিন্তু তার কোনও প্রভাবই পড়েনি রাজ্যপালের উপর ৷ তিনি প্রথা মেনে বাজেট ভাষণ শেষ করে রাজভবনের পথ ধরেছেন ৷ ‘রাজ্যপাল হায় হায়’ স্লোগানে ভ্রূক্ষেপই করেননি ৷

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, জগদীপ ধনকড়ের কাজ করার পদ্ধতি অন্যরকম ছিল ৷ তিনি সরকারের সব কাজ খুঁটিয়ে দেখতেন ৷ প্রয়োজন পরামর্শ দিতেন ৷ আপত্তি তুলতেন ৷ সমালোচনাও করতেন ৷ যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর নিয়মিত বিতণ্ডা লেগে থাকত ৷ আর সেই সুুযোগে রাজ্যের বিরুদ্ধে একের পর অভিযোগ বিজেপির তরফে জমা পড়ত রাজ্যপালের কাছে ৷ কিন্তু আনন্দ বোস তাঁর স্বল্প মেয়াদে সরকারের সমালোচনা করেননি ৷ বরং প্রথা মেনে কাজ করার আগ্রহ দেখিয়েছেন ৷ প্রকাশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রশংসাও করেছেন ৷ বুধবার বিধানসভায় তারই প্রতিচ্ছবি দেখা গেল ৷ আর সেই কারণেই রাজ্যপালের বিরুদ্ধে এদিন সুর চড়িয়েছে বিজেপি ৷

ফলে ধনকড়ের আমলে রাজ্যপাল ও সরকারের মধ্যে যে সঙ্ঘাত দিত, এবার কি সঙ্ঘাত অভিমুখ বদলে রাজ্যপাল ও বিজেপির মধ্যে পরিণত হল ? আপাতত এই প্রশ্নই ঘুরছে বাংলার রাজনৈতিক মহলে ৷

আরও পড়ুন: রাজ্যপালকে দিয়ে মিথ্যাচার করিয়েছেন মমতা, বিধানসভায় হট্টগোল প্রসঙ্গে বললেন শুভেন্দু

কলকাতা, 8 ফেব্রুয়ারি: রাজ্য সরকার ভাষণ লিখে দেয় ৷ আর সেই ভাষণই বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে পড়ে শোনান রাজ্যপাল ৷ এটাই পরিষদীয় গণতন্ত্রে চিরাচরিত রীতি ৷ কিন্তু সেই রীতিতে বারবার ব্যাঘাত ঘটেছিল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন ৷ 2022 সালের বাজেট অধিবেশনে তো এই ভাষণ নিয়ে রীতিমতো ‘নাটক’ হয়েছিল বিধানসভার অন্দরে ৷

রাজভবনে ধনকড় এখন প্রাক্তন ৷ সেখানকার বাসিন্দা এখন প্রাক্তন আমলা সিভি আনন্দ বোস (Bengal Governor CV Ananda Bose) ৷ রাজ্যপাল হিসেবে বুধবার বিধানসভায় তাঁর প্রথমবার ভাষণ দেওয়ার দিন ছিল ৷ তিনিও কি ধনকড় জমানার পুনরাবৃত্তি ঘটাবেন, সেই প্রশ্ন ছিল সকলের মনে ৷ কিন্তু সরকারের লিখে দেওয়া পুরো ভাষণ পড়ে আনন্দ বোস বোঝালেন বাংলায় ধনকড় জমানা এখন অতীত ৷

2022 সালে 7 মার্চ বাজেট অধিবেশন শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভায় (Bengal Assembly) ৷ সেদিন ব্যাপক হট্টগোল হয় সেখানে ৷ মূলত, বিরোধী বিজেপির (BJP) বিক্ষোভের জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ শাসক ও বিরোধী, দুই পক্ষের মধ্যে হাতাহাতিও হয় বলে অভিযোগ ওঠে ৷ সেই পরিস্থিতি ভাষণ দিতে নারাজ ছিলেন তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তিনি একাধিকবার অধিবেশন কক্ষ ছেড়ে চলে যাওয়ার চেষ্টাও করেন ৷ কিন্তু তৃণমূল কংগ্রেসের বিধায়কদের পক্ষ থেকে বারবার তাঁর পথ আটকানো হয় ৷ শেষে বাজেট ভাষণ না পড়ে শুধু অনুমোদন করেই চলে যান ধনকড় ৷

এই নিয়ে ব্যাপক বিতর্ক হয় ৷ বিজেপির বিরুদ্ধে বিধানসভার সম্মানহানির অভিযোগ করা হয় ৷ কেউ কেউ আবার বলেন যে ধনকড় বরাবরই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) সরকারের প্রতি বিরূপ মনোভাব পোষণ করেন ৷ সেই কারণে তিনি রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণ পড়তে রাজি ছিলেন না ৷ তাই বিজেপি বিক্ষোভ দেখিয়ে তাঁকে সেই সুযোগ করে দিল ৷

তার পর কেটে গিয়েছে 11 মাস ৷ বদলে গিয়েছে দেশের রাজনৈতিক পরিস্থিতি ৷ জগদীপ ধনকড় এখন দেশের উপ-রাষ্ট্রপতি ৷ পদাধিকার বলে তিনি এখন রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্ব সামলান ৷ বুধবারও সামলেছেন সংসদের উচ্চকক্ষে আদানি ইস্যুতে বিরোধীদের হইহট্টগোল ৷ আর ধনকড়ের জায়গায় বাংলার রাজ্যপাল হয়ে আসা সিভি আনন্দ বোস বিধানসভায় বাজেট ভাষণ পাঠ করেছেন ৷ এদিনও বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীদের (Suvendu Adhikari) নেতৃত্বে বিক্ষোভ হয়েছে ৷ বিজেপি পরিষদীয় দল ওয়াকআউট করেছে ৷ বিধানসভার বাইরে বিক্ষোভ দেখিয়েছে ৷ কিন্তু তার কোনও প্রভাবই পড়েনি রাজ্যপালের উপর ৷ তিনি প্রথা মেনে বাজেট ভাষণ শেষ করে রাজভবনের পথ ধরেছেন ৷ ‘রাজ্যপাল হায় হায়’ স্লোগানে ভ্রূক্ষেপই করেননি ৷

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, জগদীপ ধনকড়ের কাজ করার পদ্ধতি অন্যরকম ছিল ৷ তিনি সরকারের সব কাজ খুঁটিয়ে দেখতেন ৷ প্রয়োজন পরামর্শ দিতেন ৷ আপত্তি তুলতেন ৷ সমালোচনাও করতেন ৷ যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর নিয়মিত বিতণ্ডা লেগে থাকত ৷ আর সেই সুুযোগে রাজ্যের বিরুদ্ধে একের পর অভিযোগ বিজেপির তরফে জমা পড়ত রাজ্যপালের কাছে ৷ কিন্তু আনন্দ বোস তাঁর স্বল্প মেয়াদে সরকারের সমালোচনা করেননি ৷ বরং প্রথা মেনে কাজ করার আগ্রহ দেখিয়েছেন ৷ প্রকাশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রশংসাও করেছেন ৷ বুধবার বিধানসভায় তারই প্রতিচ্ছবি দেখা গেল ৷ আর সেই কারণেই রাজ্যপালের বিরুদ্ধে এদিন সুর চড়িয়েছে বিজেপি ৷

ফলে ধনকড়ের আমলে রাজ্যপাল ও সরকারের মধ্যে যে সঙ্ঘাত দিত, এবার কি সঙ্ঘাত অভিমুখ বদলে রাজ্যপাল ও বিজেপির মধ্যে পরিণত হল ? আপাতত এই প্রশ্নই ঘুরছে বাংলার রাজনৈতিক মহলে ৷

আরও পড়ুন: রাজ্যপালকে দিয়ে মিথ্যাচার করিয়েছেন মমতা, বিধানসভায় হট্টগোল প্রসঙ্গে বললেন শুভেন্দু

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.