কলকাতা, 15 নভেম্বর: "হিংসার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে । শুধুমাত্র আইনি ব্যবস্থা নয় । সামাজিক পদক্ষেপ নিতে হবে । হিংসা বন্ধ করতে আমরা আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেব।" দক্ষিণ 24 পরগনার জয়নগরের হিংসা প্রসঙ্গে বুধবার এমনটাই বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন রাজ্যপাল বলেন,"আইন আইনের পথে চলবে। রাজভবন তার কর্তব্য পালন করবে । ঘর পুড়িয়ে দেওয়া, লুট করা এগুলো এই খুন ও হিংসার অংশ । এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে এবং সেটা করা হবে।" এই হিংসার ঘটনায় গৃহহীন হয়েছেন জয়নগরের একাধিক বাসিন্দা । এদিন সেই বিষয়ে রাজ্যপাল বলেন,"এটা আইন ও প্রশাসনের বিষয় এটাও দেখা হবে ।"
গত সোমবার ভোরে নামাজ পড়তে যাওয়ার পথে তৃণমূল নেতা সাইফুদ্দিন লস্করকে মসজিদের সামনে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। তাদের মধ্যে দুই সন্দেহজনকে পাকড়াও করে গণপিটুনি শুরু করে উন্মতত জনতা। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। এরপরে গোটার বেশ কয়েক কিলোমিটার দূরে পরপর কয়েকটি বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এমনকি রাস্তায় শিশুদের পেয়ে তাদের জলে ছুঁড়ে ফেলার অভিযোগও উঠেছে। সবমিলিয়ে জয়নগরের ঘটনায় উত্তল রাজ্য রাজনীতি। বগটুইয়ের ঘটনার পুনরাবৃত্তি বলে দাবি করছে বিরোধীরা।
চাকদা নাট্যজনের নাটক বন্ধ করা নিয়েও এদিন প্রশ্ন করা হয় রাজ্যপালকে ৷ তিনি এই বিষয়ে কিছুই জানেন না বলেও দাবি করেন সিভি আনন্দ বোস ৷ বলেন,"এই বিষয়টা সম্পর্কে আমি ওয়াকিবহাল নয় । ধন্যবাদ আমাকে জানানোর জন্য । জেনে বলব।" মুখ্যমন্ত্রী প্রসঙ্গ বলেন, "উনি আমার সাংবিধানিক সহকর্মী । আমাদের মধ্যে যা কথাবার্তা হয় তা গোপনীয় থাকে, প্রয়োজনে তা জানানো হবে।"
এছাড়াও রাজ্যপাল জানিয়েছেন, শিক্ষা-শিল্প বিভিন্ন বিষয়ে আদিবাসী পড়ুয়াদের স্কলারশিপ দেওয়া হবে রাজ্যপালের তরফ থেকে ৷ কুড়ি হাজার টাকা নগদ আর্থিক সাহায্য প্রদান করা হবে বিরসা মুণ্ডা স্কলারশিপের মাধ্যমে । রাজভবনের একটি জলাশয়ের নাম বিরসা 1 নামকরণ করা হবে বলেও তিনি জানান ।
আরও পড়ুন: