কলকাতা, 26 জানুয়ারি: আনুষ্ঠানিকভাবে বাংলা শেখা শুরু করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বৃহস্পতিবার সরস্বতী পুজোর দিন বিকেলে রাজভবনে এক বিশেষ অনুষ্ঠানে 'হাতে খড়ি' হয় রাজ্যপালের ৷ আট বছরের এক বালিকার কাছে হাতে খড়ি হয়েছে রাজ্যপালের (Governor CV Ananda Bose) ৷ ওই বালিকা হাত ধরে এদিন শ্লেটে 'অ', 'আ' লেখেন রাজ্যপাল ৷ আরও দুই বালক-বালিকার সঙ্গে তিনি উচ্চারণ করেন 'মা' ও 'ভূমি' শব্দদুটি ৷ এদিনের অনুষ্ঠানে সিভি আনন্দ বোসকে বর্ণপরিচয় উপহার দেন মুখ্যমন্ত্রী ৷
হাতে খড়ির পর এদিন বাংলাতেই সংক্ষিপ্ত ভাষণ দেন রাজ্যপাল (Governor speaks on Bengali) ৷ বলেন,"মাননীয় মুখ্যমন্ত্রী ৷ আমার প্রিয় ভাই ও বোনেরা ৷ আমি বাংলা শিখব ৷ বাংলা সুন্দর ভাষা ৷ আমি বাংলাকে ভালোবাসি ৷ আমি বাংলার মানুষকে ভালোবাসি ৷ নেতাজি সুভাষচন্দ্র বোস, মহানায়ক ৷ আমার নায়ক ৷ জয় বাংলা ৷ জয় হিন্দ ৷"
আরও পড়ুন : প্রধান অতিথি প্রাক্তন 'বস'! রাজ্যপালের হাতেখড়ি অনুষ্ঠানে নেই শুভেন্দু
এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন মমতার মুখে আবার শোনা গিয়েছে মালায়ালাম ভাষা ৷ তিনিও মালায়ালাম শিখে নেবেন বলে রাজ্যপালকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় ৷ ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্য মন্ত্রিসভার সদস্য-সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ ৷
রাজভবনের তরফে আগেই জানানো হয়েছিল, এদিন শিশু গুরুদের কাছ থেকে বাংলা শেখা শুরু করবেন ৷ সেই মতো এদিন রাজ্যপালকে হাত ধরে চক দিয়ে শ্লেটের উপর 'অ', 'আ' লেখা শেখায় 9 বছরের ইয়াসিনী রায় । রঞ্জনা বিশ্বাস ও শুভজিৎ ঢল নামে আরও দুই খুদে রাজ্যপালকে 'মা' ও 'ভূমি' শব্দদুটি উচ্চারণ করতে শেখায় ৷ এদিন সবাইকেই গুরুদক্ষিণা দেন রাজ্যপাল । রাজভবনের তরফে জানানো হয়েছে রাজ্যপাল তাঁর প্রথম মাসের বেতন রাজ্যের কৃতী পড়ুয়াদের সাহায্যার্থে দান করবেন ৷
এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন,"বাংলা বলতে উৎসাহী রাজ্যপাল । আমাদের কাছে এটা গর্বের বিষয় । মহাত্মা গান্ধি থেকে শুরু করে অনেকেই বাংলা ভাষাকে আপন করে নিয়েছিলেন । প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধিও মাঝেমধ্যেই আমার সঙ্গে বাংলায় কথা বলতেন ।" তবে এদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ থাকলেও যাননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷