ETV Bharat / state

JU Student Death: যাদবপুর ইস্যুতে শিক্ষামন্ত্রীকে পালটা দিলেন রাজ্যপাল - যাদবপুর ইস্যু

Governor CV Ananda Bose: যাদবপুরকাণ্ডের দায় রাজ্যপালের উপর চাপিয়েছিলেন ব্রাত্য বসু ৷ এবার নম্রভাবেই তার পালটা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

Governor CV Ananda Bose
রাজ্যপাল সিভি আনন্দ বোস
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 4:17 PM IST

যাদবপুর ইস্যুতে শিক্ষামন্ত্রীকে পালটা দিলেন রাজ্যপাল

কলকাতা, 23 অগস্ট: যাদবপুরকাণ্ডের জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোসকে 100 শতাংশ দায়ী করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । এ বিষয়ে বুধবার তাঁকে পালটা কটাক্ষ করলেন বোস ৷ তিনি বললেন, "আমি খুশি । কারণ তারা বুঝতে পেরেছেন যে আমি একজন দায়িত্ববান রাজ্যপাল ।"

প্রসঙ্গত, যাদবপুর ইস্যুতে তোলপাড় রাজ্য-রাজনীতি । ঘটনায় জড়িত থাকার অভিযোগে একাধিক পড়ুয়াকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম-সহ বামপন্থীদের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন । তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যাদবপুরের ঘটনার দায় চাপিয়েছেন রাজ্যপালের উপর ৷ মঙ্গলবার বিধানসভা অধিবেশনে তিনি অভিযোগ করেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ব়্যাগিংয়ের ঘটনার জন্য রাজ্যপাল দায়ী। বুধবার রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোস শিক্ষামন্ত্রীকে পালটা দিলেন ৷ ব্রাত্য বসুকে কড়া মেজাজে কিছু না-বললেও তিনি যে বিষয়টাকে গুরুত্ব দিতে নারাজ সেটা রাজ্যপালের বক্তব্যেই স্পষ্ট ।

এ দিকে যাদবপুর ইস্যুতে নানান জায়গায় আন্দোলন চলছে । রাজ্য সরকারের তরফে অ্যান্টি ব়্যাগিং টোল-ফ্রি নম্বর চালু করা হয়েছে । সিপিএম ছাত্র সংগঠন এসএফআই তরফেও চালু করা হয়েছে অ্যান্টি রাগিং সেল নাম্বার । অন্যদিকে, আজ সকলের চোখ চাঁদের মাটিতে । কখন ল্যান্ডার বিক্রমের অবতরণের হবে সেই অপেক্ষায় দেশবাসী । ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র এখনও পর্যন্ত যা বলছে তাতে আজই যথাসময়ে চাঁদের মাটিতে পা দেবে ল্যান্ডার বিক্রম ৷ এই পরিকল্পনা স্থগিত করার কোনও কারণ এখনও পর্যন্ত নেই ৷

আরও পড়ুন: যাদবপুরের ঘটনায় 100 শতাংশ দায়ী রাজ্যপাল, অভিযোগ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

এ বিষয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, "এটার অনেক গুরুত্বপূর্ণ পর্যায় রয়েছে । আরও অনেক দূর যেতে হবে । ইসরো চিফের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। আমাদের বিজ্ঞানীরা দেশের মহিমা এবং গর্ব । এটা আমাদের জন্য গর্বের বিষয় । চন্দ্রযান-3 নিয়ে সমস্ত দেশবাসী আমাদের বিজ্ঞানীদের শুভেচ্ছা জানাচ্ছেন ৷"

যাদবপুর ইস্যুতে শিক্ষামন্ত্রীকে পালটা দিলেন রাজ্যপাল

কলকাতা, 23 অগস্ট: যাদবপুরকাণ্ডের জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোসকে 100 শতাংশ দায়ী করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । এ বিষয়ে বুধবার তাঁকে পালটা কটাক্ষ করলেন বোস ৷ তিনি বললেন, "আমি খুশি । কারণ তারা বুঝতে পেরেছেন যে আমি একজন দায়িত্ববান রাজ্যপাল ।"

প্রসঙ্গত, যাদবপুর ইস্যুতে তোলপাড় রাজ্য-রাজনীতি । ঘটনায় জড়িত থাকার অভিযোগে একাধিক পড়ুয়াকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম-সহ বামপন্থীদের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন । তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যাদবপুরের ঘটনার দায় চাপিয়েছেন রাজ্যপালের উপর ৷ মঙ্গলবার বিধানসভা অধিবেশনে তিনি অভিযোগ করেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ব়্যাগিংয়ের ঘটনার জন্য রাজ্যপাল দায়ী। বুধবার রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোস শিক্ষামন্ত্রীকে পালটা দিলেন ৷ ব্রাত্য বসুকে কড়া মেজাজে কিছু না-বললেও তিনি যে বিষয়টাকে গুরুত্ব দিতে নারাজ সেটা রাজ্যপালের বক্তব্যেই স্পষ্ট ।

এ দিকে যাদবপুর ইস্যুতে নানান জায়গায় আন্দোলন চলছে । রাজ্য সরকারের তরফে অ্যান্টি ব়্যাগিং টোল-ফ্রি নম্বর চালু করা হয়েছে । সিপিএম ছাত্র সংগঠন এসএফআই তরফেও চালু করা হয়েছে অ্যান্টি রাগিং সেল নাম্বার । অন্যদিকে, আজ সকলের চোখ চাঁদের মাটিতে । কখন ল্যান্ডার বিক্রমের অবতরণের হবে সেই অপেক্ষায় দেশবাসী । ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র এখনও পর্যন্ত যা বলছে তাতে আজই যথাসময়ে চাঁদের মাটিতে পা দেবে ল্যান্ডার বিক্রম ৷ এই পরিকল্পনা স্থগিত করার কোনও কারণ এখনও পর্যন্ত নেই ৷

আরও পড়ুন: যাদবপুরের ঘটনায় 100 শতাংশ দায়ী রাজ্যপাল, অভিযোগ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

এ বিষয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, "এটার অনেক গুরুত্বপূর্ণ পর্যায় রয়েছে । আরও অনেক দূর যেতে হবে । ইসরো চিফের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। আমাদের বিজ্ঞানীরা দেশের মহিমা এবং গর্ব । এটা আমাদের জন্য গর্বের বিষয় । চন্দ্রযান-3 নিয়ে সমস্ত দেশবাসী আমাদের বিজ্ঞানীদের শুভেচ্ছা জানাচ্ছেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.