ETV Bharat / state

Governor on JU Student Death: 'ক্যাম্পাসে হিংসার বহিঃপ্রকাশ স্বপ্নদীপের মৃত্যু', ঘটনাস্থলে গিয়ে বললেন রাজ্যপাল - স্বপ্নদীপ কুণ্ডু

Student Death in Jadavpur University: স্বপ্নদীপের মৃত্যুতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেলেন রাজ্যপাল ৷ ছাত্রের পরিবারের সঙ্গেও কথা বলেছেন রাজ্যপাল। এই ঘটনাতেও হিংসার কথা তিনি তুলে আনেন।

Governor CV Ananda Bose
বিশ্ববিদ্যালয়ে বললেন রাজ্যপাল
author img

By

Published : Aug 10, 2023, 10:04 PM IST

Updated : Aug 10, 2023, 11:08 PM IST

বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল

কলকাতা, 10 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর অস্বাভাবিক মৃত্যু। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে শিক্ষামহলে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থলে যান রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। সেখানে গিয়ে মৃত পড়ুয়ার উদ্দেশ্যে ফুল নিবেদন করেন তিনি। তার সঙ্গে আবারও হিংসার বিরুদ্ধে সরব হন তিনি।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুতে ব়্যাগিংয়ের অভিযোগ তুলেছে তাঁর পরিবার। ইতিমধ্যেই যাদবপুর থানা তদন্তে নেমেছে। বিশ্ববিদ্যালয়ের তরফে তদন্তের জন্য আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে ইতিমধ্যেই। হস্টেলের পড়ুয়াদেরও জিজ্ঞাসাবাদ চলছে। ইতিমধ্য়ে এই ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ ৷ পুলিশ এও দাবি করেছে, মৃত্যুর আগে রাতে সমকামী নন বলে স্বপ্নদীপ বারবার নিজেকে প্রমাণের চেষ্টা করছিলেন ৷ সেইসঙ্গে অস্বাভাবিক আচরণও করছিলেন প্রথম বর্ষের বাংলা বিভাগের ওই পড়ুয়া ৷

আরও পড়ুন: 'আমি সমকামী নই', মৃত্যুর আগের রাতে বারবার বলছিলেন স্বপ্নদীপ; দাবি পুলিশের

তবে এসবের মাঝেই বৃহস্পতিবার সন্ধ্যায় হস্টেলে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে গিয়ে তিনি বলেন, "রাজ্যপাল পদে দায়িত্ব পাওয়ার পর আমার জীবনের অন্যতম দুঃখের দিন। ক্যাম্পাসের ভিতরেও হিংসার প্রবেশ ঘটেছে। এটা খুব দুর্ভাগ্যের বিষয়। একজন তরুণকে তাঁর জীবনের গুরুত্বপূর্ণ সময়ে হারালাম আমরা।" পরিবারের সঙ্গেও কথা বলেছেন রাজ্যপাল। তবে এই ঘটনাতেও হিংসার কথা তিনি তুলে আনেন।

তিনি আরও বলেন, "ক্যাম্পাসের ভিতরে যে হিংসা রয়েছে তারই বহিঃপ্রকাশ এই ঘটনা। যুবকের মৃত্যুর বিষয়ে আমি বলব, একটা গাছকে আমরা কেটে ফেললাম পুরোপুরি বড় হওয়ার আগে। যে গাছটি খুব সুন্দর ফুল দিতে পারত, ফল দিতে পারত, পাখিদের আস্তানা হয়ে উঠত। আমাদের শপথ নিতে হবে যাতে নতুন প্রজন্মের মধ্যে কোনওরকম ভায়োলেন্স বা হিংসার প্রবেশ যেন না-ঘটে।"

আরও পড়ুন: যাদবপুরের পড়ুয়া স্বপ্নদীপের রহস্য মৃত্যু, আটক 3 আবাসিক

বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল

কলকাতা, 10 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর অস্বাভাবিক মৃত্যু। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে শিক্ষামহলে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থলে যান রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। সেখানে গিয়ে মৃত পড়ুয়ার উদ্দেশ্যে ফুল নিবেদন করেন তিনি। তার সঙ্গে আবারও হিংসার বিরুদ্ধে সরব হন তিনি।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুতে ব়্যাগিংয়ের অভিযোগ তুলেছে তাঁর পরিবার। ইতিমধ্যেই যাদবপুর থানা তদন্তে নেমেছে। বিশ্ববিদ্যালয়ের তরফে তদন্তের জন্য আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে ইতিমধ্যেই। হস্টেলের পড়ুয়াদেরও জিজ্ঞাসাবাদ চলছে। ইতিমধ্য়ে এই ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ ৷ পুলিশ এও দাবি করেছে, মৃত্যুর আগে রাতে সমকামী নন বলে স্বপ্নদীপ বারবার নিজেকে প্রমাণের চেষ্টা করছিলেন ৷ সেইসঙ্গে অস্বাভাবিক আচরণও করছিলেন প্রথম বর্ষের বাংলা বিভাগের ওই পড়ুয়া ৷

আরও পড়ুন: 'আমি সমকামী নই', মৃত্যুর আগের রাতে বারবার বলছিলেন স্বপ্নদীপ; দাবি পুলিশের

তবে এসবের মাঝেই বৃহস্পতিবার সন্ধ্যায় হস্টেলে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে গিয়ে তিনি বলেন, "রাজ্যপাল পদে দায়িত্ব পাওয়ার পর আমার জীবনের অন্যতম দুঃখের দিন। ক্যাম্পাসের ভিতরেও হিংসার প্রবেশ ঘটেছে। এটা খুব দুর্ভাগ্যের বিষয়। একজন তরুণকে তাঁর জীবনের গুরুত্বপূর্ণ সময়ে হারালাম আমরা।" পরিবারের সঙ্গেও কথা বলেছেন রাজ্যপাল। তবে এই ঘটনাতেও হিংসার কথা তিনি তুলে আনেন।

তিনি আরও বলেন, "ক্যাম্পাসের ভিতরে যে হিংসা রয়েছে তারই বহিঃপ্রকাশ এই ঘটনা। যুবকের মৃত্যুর বিষয়ে আমি বলব, একটা গাছকে আমরা কেটে ফেললাম পুরোপুরি বড় হওয়ার আগে। যে গাছটি খুব সুন্দর ফুল দিতে পারত, ফল দিতে পারত, পাখিদের আস্তানা হয়ে উঠত। আমাদের শপথ নিতে হবে যাতে নতুন প্রজন্মের মধ্যে কোনওরকম ভায়োলেন্স বা হিংসার প্রবেশ যেন না-ঘটে।"

আরও পড়ুন: যাদবপুরের পড়ুয়া স্বপ্নদীপের রহস্য মৃত্যু, আটক 3 আবাসিক

Last Updated : Aug 10, 2023, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.