ETV Bharat / state

Nandini Chakraborty: নবান্নকে ভুল তথ্য দেওয়ার অভিযোগ, নন্দিনীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাজ্যপালের

নন্দিনী (Controversy regarding Nandini Chakraborty is going on) বিতর্ক যেন থেমেও থামছে না । রাজভবন থেকে অপসারিত হওয়ার পরও তাঁকে নিয়ে আলোচনা চলছে । শুধু তাই নয়, এবার তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল।

Nandini Chakraborty
নন্দিনী চক্রবর্তী
author img

By

Published : Feb 16, 2023, 11:01 AM IST

Updated : Feb 16, 2023, 1:40 PM IST

কলকাতা, 16 ফেব্রুয়ারি: নন্দিনী বিতর্কে নতুন মোড় ৷ রাজভবন থেকে নন্দিনী চক্রবর্তীকে অপসারণের পর তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor C V Ananda Bose) । সূত্রের খবর, নন্দিনীর বিরুদ্ধে নবান্নকে ভুল তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে । প্রসঙ্গত, বুধবার বিকেলেই রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল । এই বৈঠকেই তিনি মুখ্য সচিবের কাছে নন্দিনী চক্রবর্তীর বিরুদ্ধে তদন্তের জন্য সুপারিশ করেছেন । নন্দিনীর বিরুদ্ধে অভিযোগ, তিনি নবান্নকে রাজভবন সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন । এর কারণে নবান্ন এবং রাজভবনের মধ্যে অবিশ্বাস ও ভুল বোঝাবুঝির আবহ তৈরি হয়েছে ।

নবান্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এক্ষেত্রে রাজ্যপাল বলছেন, এই ঘটনা অল ইন্ডিয়া সার্ভিস রুলের ভায়লেশনের সামিল (Violation of All Indian Service rule)। জনৈক সাক্সেনাকে একজন পরামর্শদাতা হিসেবে নিয়োগ করতে চেয়েছিলেন তিনি । মূলত লেখালেখিতে সাহায্য করবার জন্যই তাঁকে নিয়োগ করতে চেয়েছিলেন রাজ্যপাল । তিনি বিনা পারিশ্রমিকে যোগদান করতেন। এর জন্য সরকারি কোষাগার থেকে কোনও অর্থ খরচ হত না । কিন্তু নন্দিনী চক্রবর্তী নবান্নকে জানান যে রাজভবনের তরফে একজন আইপিএস অফিসারকে পরামর্শদাতা হিসেবে নিয়োগ করতে চাইছে ৷ এর জেরে নবান্ন এবং রাজভবনের মধ্যে একটা ভুল বোঝাবুঝির বাতাবরণ তৈরি হয় ।

রাজ্যপাল কোনও আইপিএস অফিসারকে নিয়োগের প্রস্তাব দেননি । এক্ষেত্রে ভুল তথ্য নন্দিনী চক্রবর্তী নবান্নকে জানিয়েছেন বলে অভিযোগ । আর এই কারণেই রাজভবন এবং নবান্নের মধ্যে একটা অবিশ্বাসের আবহও তৈরি হয় । মিথ্যা তথ্য নবান্নকে দিয়ে সার্ভিস রুল ভঙ্গ করেছেন নন্দিনী চক্রবর্তী । তাঁর বিরুদ্ধে দ্রুত তদন্ত করা হোক । রাজ্যপাল এই কারণেই তদন্তের নির্দেশ দিয়েছেন । এরপরেই তড়িঘড়ি নন্দিনী চক্রবর্তীকে রাজভবন থেকে পর্যটন সচিব হিসাবে সরিয়ে দেওয়া হয় ।

প্রসঙ্গত, রাজ্যপাল সিভি আনন্দ বোস এভাবেই নন্দিনী চক্রবর্তী প্রসঙ্গে সরকারের কাছে কড়া মনোভাব পোষণ করেছেন । উল্লেখ্য, রাজ্যপালের এই তদন্তের নির্দেশের পর এই আইপিএস অফিসার বেশ বেকায়দায় পড়ে গেলেন বলে মনে করছেন রাজনৈতিক মহল । সার্ভিস রুল ভঙ্গ করার অভিযোগ এনে তদন্ত করার অর্থ বড়সড় শাস্তির মুখে পড়তে পারেন তিনি । এখন দেখার শেষ পর্যন্ত, এই জল কতদূর গড়ায় ।

আরও পড়ুন: অবশেষে নতুন পোস্টিং পেলেন নন্দিনী, গেলেন পর্যটন দফতরে

কলকাতা, 16 ফেব্রুয়ারি: নন্দিনী বিতর্কে নতুন মোড় ৷ রাজভবন থেকে নন্দিনী চক্রবর্তীকে অপসারণের পর তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor C V Ananda Bose) । সূত্রের খবর, নন্দিনীর বিরুদ্ধে নবান্নকে ভুল তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে । প্রসঙ্গত, বুধবার বিকেলেই রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল । এই বৈঠকেই তিনি মুখ্য সচিবের কাছে নন্দিনী চক্রবর্তীর বিরুদ্ধে তদন্তের জন্য সুপারিশ করেছেন । নন্দিনীর বিরুদ্ধে অভিযোগ, তিনি নবান্নকে রাজভবন সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন । এর কারণে নবান্ন এবং রাজভবনের মধ্যে অবিশ্বাস ও ভুল বোঝাবুঝির আবহ তৈরি হয়েছে ।

নবান্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এক্ষেত্রে রাজ্যপাল বলছেন, এই ঘটনা অল ইন্ডিয়া সার্ভিস রুলের ভায়লেশনের সামিল (Violation of All Indian Service rule)। জনৈক সাক্সেনাকে একজন পরামর্শদাতা হিসেবে নিয়োগ করতে চেয়েছিলেন তিনি । মূলত লেখালেখিতে সাহায্য করবার জন্যই তাঁকে নিয়োগ করতে চেয়েছিলেন রাজ্যপাল । তিনি বিনা পারিশ্রমিকে যোগদান করতেন। এর জন্য সরকারি কোষাগার থেকে কোনও অর্থ খরচ হত না । কিন্তু নন্দিনী চক্রবর্তী নবান্নকে জানান যে রাজভবনের তরফে একজন আইপিএস অফিসারকে পরামর্শদাতা হিসেবে নিয়োগ করতে চাইছে ৷ এর জেরে নবান্ন এবং রাজভবনের মধ্যে একটা ভুল বোঝাবুঝির বাতাবরণ তৈরি হয় ।

রাজ্যপাল কোনও আইপিএস অফিসারকে নিয়োগের প্রস্তাব দেননি । এক্ষেত্রে ভুল তথ্য নন্দিনী চক্রবর্তী নবান্নকে জানিয়েছেন বলে অভিযোগ । আর এই কারণেই রাজভবন এবং নবান্নের মধ্যে একটা অবিশ্বাসের আবহও তৈরি হয় । মিথ্যা তথ্য নবান্নকে দিয়ে সার্ভিস রুল ভঙ্গ করেছেন নন্দিনী চক্রবর্তী । তাঁর বিরুদ্ধে দ্রুত তদন্ত করা হোক । রাজ্যপাল এই কারণেই তদন্তের নির্দেশ দিয়েছেন । এরপরেই তড়িঘড়ি নন্দিনী চক্রবর্তীকে রাজভবন থেকে পর্যটন সচিব হিসাবে সরিয়ে দেওয়া হয় ।

প্রসঙ্গত, রাজ্যপাল সিভি আনন্দ বোস এভাবেই নন্দিনী চক্রবর্তী প্রসঙ্গে সরকারের কাছে কড়া মনোভাব পোষণ করেছেন । উল্লেখ্য, রাজ্যপালের এই তদন্তের নির্দেশের পর এই আইপিএস অফিসার বেশ বেকায়দায় পড়ে গেলেন বলে মনে করছেন রাজনৈতিক মহল । সার্ভিস রুল ভঙ্গ করার অভিযোগ এনে তদন্ত করার অর্থ বড়সড় শাস্তির মুখে পড়তে পারেন তিনি । এখন দেখার শেষ পর্যন্ত, এই জল কতদূর গড়ায় ।

আরও পড়ুন: অবশেষে নতুন পোস্টিং পেলেন নন্দিনী, গেলেন পর্যটন দফতরে

Last Updated : Feb 16, 2023, 1:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.