ETV Bharat / state

CV Ananda Bose: 3 দিনের উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল, রওনা দেবেন আজই

ফের উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল ৷ রওনা দিচ্ছেন আজ বিকেলেই ৷ আজ শিলিগুড়িতে থেকে বৃহস্পতিবার তিনি দার্জিলিং রাজভবনে পৌঁছবেন বলে জানা গিয়েছে। সেখানে কী কর্মসূচি রয়েছে তাঁর ?

Etv Bharat
রাজ্যপাল সিভি আনন্দ বোস
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 6:51 AM IST

Updated : Nov 1, 2023, 7:14 AM IST

কলকাতা, 1 নভেম্বর: তিনদিনের সফরে ফের উত্তরবঙ্গ যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । বুধবার রাতে থাকবেন শিলিগুড়ির রাজ্য সরকারি গেস্ট হাউসে। পরে সেখান থেকে যাবেন দার্জিলিঙের রাজভবনে। সূত্রের খবর, বিকেলে 4টা বেজে 15 মিনিটের বিমানে চেপে কলকাতা থেকে তিনি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। সেখান থেকে পরে যাবেন দার্জিলিং। 3 নভেম্বর শুক্রবার অথবা 4 নভেম্বর শনিবার তিনি ফের কলকাতা ফিরতে পারেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠকের উদ্দেশ্যেই তার এই উত্তরবঙ্গ সফর বলেই রাজভবন সূত্রের দাবি। তবে, বুধবার শিলিগুড়িতে কাটালেও 2 নভেম্বর বৃহস্পতিবার তিনি দার্জিলিং রাজভবনে পৌঁছবেন।
উত্তরবঙ্গ সফরের আগে রাজভবনে রাজ্যপাল 14টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করবেন। সূত্রের দাবি, বুধবার সকাল 11টা নাগাদ রাজভবনে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, হরিয়ানা, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ, পঞ্জাব, তামিলনাড়ু এবং আন্দামান নিকোবর কেন্দ্রশাসিত অঞ্চল, চণ্ডীগড়, দিল্লি, লাক্ষাদ্বীপ, পুদুচেরি এবং জম্মু-কাশ্মীর, লাদাখ দিবস উদযাপন হবে ।

প্রত্যেকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খাদ্যাভ্যাস থেকে শুরু করে তার ইতিহাস এবং সংস্কৃতি নিয়ে আলোচনা হবে। এই সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কলকাতায় বসবাসকারী বাসিন্দারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে খবর। নিজ নিজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন তাঁরা। একইসঙ্গে তাঁদের রাজ্যের সঙ্গে কলকাতা ও পশ্চিমবঙ্গের পার্থক্য এবং এখানকার আতিথেয়তা নিয়েও বক্তব্য রাখবেন বলে সূত্রের খবর ।

মূলত, স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে বছরভর বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন রাজ্যের প্রতিষ্ঠা দিবস উদযাপন হয় রাজভবনে । একইভাবে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে 20 জুন রাজভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় । যা নিয়ে রাজ্য সরকার এবং রাজভবনের মধ্যে সংঘাত বাঁধে । শুরু হয় রাজনৈতিক তরজা । রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে অন্য একটি দিনকে বেছে নেওয়া হয়েছে । অন্যদিকে, 20 জুনকেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে মেনে নিয়েছে রাজভবন ।

কলকাতা, 1 নভেম্বর: তিনদিনের সফরে ফের উত্তরবঙ্গ যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । বুধবার রাতে থাকবেন শিলিগুড়ির রাজ্য সরকারি গেস্ট হাউসে। পরে সেখান থেকে যাবেন দার্জিলিঙের রাজভবনে। সূত্রের খবর, বিকেলে 4টা বেজে 15 মিনিটের বিমানে চেপে কলকাতা থেকে তিনি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। সেখান থেকে পরে যাবেন দার্জিলিং। 3 নভেম্বর শুক্রবার অথবা 4 নভেম্বর শনিবার তিনি ফের কলকাতা ফিরতে পারেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠকের উদ্দেশ্যেই তার এই উত্তরবঙ্গ সফর বলেই রাজভবন সূত্রের দাবি। তবে, বুধবার শিলিগুড়িতে কাটালেও 2 নভেম্বর বৃহস্পতিবার তিনি দার্জিলিং রাজভবনে পৌঁছবেন।
উত্তরবঙ্গ সফরের আগে রাজভবনে রাজ্যপাল 14টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করবেন। সূত্রের দাবি, বুধবার সকাল 11টা নাগাদ রাজভবনে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, হরিয়ানা, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ, পঞ্জাব, তামিলনাড়ু এবং আন্দামান নিকোবর কেন্দ্রশাসিত অঞ্চল, চণ্ডীগড়, দিল্লি, লাক্ষাদ্বীপ, পুদুচেরি এবং জম্মু-কাশ্মীর, লাদাখ দিবস উদযাপন হবে ।

প্রত্যেকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খাদ্যাভ্যাস থেকে শুরু করে তার ইতিহাস এবং সংস্কৃতি নিয়ে আলোচনা হবে। এই সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কলকাতায় বসবাসকারী বাসিন্দারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে খবর। নিজ নিজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন তাঁরা। একইসঙ্গে তাঁদের রাজ্যের সঙ্গে কলকাতা ও পশ্চিমবঙ্গের পার্থক্য এবং এখানকার আতিথেয়তা নিয়েও বক্তব্য রাখবেন বলে সূত্রের খবর ।

মূলত, স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে বছরভর বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন রাজ্যের প্রতিষ্ঠা দিবস উদযাপন হয় রাজভবনে । একইভাবে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে 20 জুন রাজভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় । যা নিয়ে রাজ্য সরকার এবং রাজভবনের মধ্যে সংঘাত বাঁধে । শুরু হয় রাজনৈতিক তরজা । রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে অন্য একটি দিনকে বেছে নেওয়া হয়েছে । অন্যদিকে, 20 জুনকেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে মেনে নিয়েছে রাজভবন ।

আরও পড়ুন : স্পেনেও পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গ দিবস পালন, প্রবাসী বাঙালিদের অনুরোধ মমতার

Last Updated : Nov 1, 2023, 7:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.