ETV Bharat / state

Governor CV Ananda Bose: জরুরি তলবে অভিষেকের সঙ্গে বৈঠক সেরে দিল্লি যাচ্ছেন রাজ্যপাল - অভিষেক বন্দ্যোপাধ্যায়

Governor CV Ananda Bose Going to Delhi: উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পর রবিবার রাতে কলকাতায় ফেরেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সোমবার বিকেলে তিনি বৈঠক করেন তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে ৷ তার পরই দিল্লি যাচ্ছেন ৷ সূত্রের খবর, তাঁকে জরুরি তলব করা হয়েছে ৷

Governor CV Ananda Bose
Governor CV Ananda Bose
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 4:46 PM IST

Updated : Oct 9, 2023, 5:03 PM IST

কলকাতা, 9 অক্টোবর: জরুরি তলব পেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । তাঁকে দিল্লি থেকে জরুরি তলব করা হয়েছে বলে রাজভবন সূত্রের খবর । ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে তাঁর বৈঠক শেষ হয়েছে ৷ এবার তিনি দিল্লির পথে রওনা দেবেন ৷

সূত্রের দাবি, সোমবার বিকেল 5টা 45 মিনিটে রাজভবন ছাড়বেন রাজ্যপাল । 6টা 15 মিনিটে দমদম বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে আকাশপথে পাড়ি দেবেন । কিন্তু দিল্লি থেকে কবে ফিরবেন, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না । যদি আগামিকাল মঙ্গলবার কলকাতা না ফেরেন, তবে দিল্লি থেকে কেরালা যাওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে বলে জানা যাচ্ছে ।

তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরপরই রাজ্যপালের এই রাজভবন ছাড়া নিয়ে নতুন করে চাপানউতোর শুরু হবে বলেই মনে করছে অভিজ্ঞমহল । তৃণমূলের বার্তা নিয়ে দিল্লি যাবেন নাকি তৃণমূলের বিষয়ে দিল্লির কী বক্তব্য রয়েছে, তা গ্রহণ করতে যাবেন ? তা নিয়ে চর্চা শুরু হয়েছে । কিন্তু শেষ পর্যন্ত কী হয়, তার সময়ই বলবে !

Governor CV Ananda Bose
রাজভবনে তৃণমূলের প্রতিনিধি দল

এদিকে সোমবার নির্ধারিত সময়ের আগেই তৃণমূলের প্রতিনিধি দল রাজভবনে প্রবেশ করে । অভিষেক বন্দোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিনিধি দল রাজভবনে প্রবেশ করে । রাজ্য সরকার বা শাসক দলের সঙ্গে রাজ্যপালের যতই দ্বন্দ্ব থাকুক না কেন, তৃণমূলের এই প্রতিনিধি দলের জন্য আপ্যায়ন বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে । রাজ্যপালের লেখা বই, ফুল, মিষ্টি জলখাবারও থাকছে বলে সূত্রের দাবি । প্রায় 30 জনের জন্য এই বন্দোবস্ত করা হয়েছে ।

অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনে প্রবেশের আগে মঞ্চ থেকে বলেন, "গতকাল রাত 10টায় ফোন করে রাতে দেখা করতে চেয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । কিন্তু তার আগেই সে দিনের মতো অবস্থান কর্মসূচি শেষ হয়ে গিয়েছিল । আর সেই কারণেই আমরা বলেছিলাম কাল রাতে নয়, সকাল সাড়ে 7টায় হলেও দেখা করতে অসুবিধা নেই আমাদের । সেই মতো আজ বিকেল 4টেয় সাক্ষাতের জন্য সময় দেন তিনি ।’’

অভিষেক আরও বলেছিলেন, ‘‘সংবাদমাধ্যমকে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলাম । কিন্তু রাজ্যপাল সংবাদমাধ্যম তো দূর, মোবাইল সঙ্গে নিয়েও যাওয়ার বিষয়ে অনুমতি দেননি । তাই মোবাইল রেখেই আমরা রাজভবনে যাচ্ছি ।"

আরও পড়ুন: 30 জনের প্রতিনিধি দল নিয়ে রাজভবনে অভিষেক

কলকাতা, 9 অক্টোবর: জরুরি তলব পেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । তাঁকে দিল্লি থেকে জরুরি তলব করা হয়েছে বলে রাজভবন সূত্রের খবর । ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে তাঁর বৈঠক শেষ হয়েছে ৷ এবার তিনি দিল্লির পথে রওনা দেবেন ৷

সূত্রের দাবি, সোমবার বিকেল 5টা 45 মিনিটে রাজভবন ছাড়বেন রাজ্যপাল । 6টা 15 মিনিটে দমদম বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে আকাশপথে পাড়ি দেবেন । কিন্তু দিল্লি থেকে কবে ফিরবেন, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না । যদি আগামিকাল মঙ্গলবার কলকাতা না ফেরেন, তবে দিল্লি থেকে কেরালা যাওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে বলে জানা যাচ্ছে ।

তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরপরই রাজ্যপালের এই রাজভবন ছাড়া নিয়ে নতুন করে চাপানউতোর শুরু হবে বলেই মনে করছে অভিজ্ঞমহল । তৃণমূলের বার্তা নিয়ে দিল্লি যাবেন নাকি তৃণমূলের বিষয়ে দিল্লির কী বক্তব্য রয়েছে, তা গ্রহণ করতে যাবেন ? তা নিয়ে চর্চা শুরু হয়েছে । কিন্তু শেষ পর্যন্ত কী হয়, তার সময়ই বলবে !

Governor CV Ananda Bose
রাজভবনে তৃণমূলের প্রতিনিধি দল

এদিকে সোমবার নির্ধারিত সময়ের আগেই তৃণমূলের প্রতিনিধি দল রাজভবনে প্রবেশ করে । অভিষেক বন্দোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিনিধি দল রাজভবনে প্রবেশ করে । রাজ্য সরকার বা শাসক দলের সঙ্গে রাজ্যপালের যতই দ্বন্দ্ব থাকুক না কেন, তৃণমূলের এই প্রতিনিধি দলের জন্য আপ্যায়ন বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে । রাজ্যপালের লেখা বই, ফুল, মিষ্টি জলখাবারও থাকছে বলে সূত্রের দাবি । প্রায় 30 জনের জন্য এই বন্দোবস্ত করা হয়েছে ।

অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনে প্রবেশের আগে মঞ্চ থেকে বলেন, "গতকাল রাত 10টায় ফোন করে রাতে দেখা করতে চেয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । কিন্তু তার আগেই সে দিনের মতো অবস্থান কর্মসূচি শেষ হয়ে গিয়েছিল । আর সেই কারণেই আমরা বলেছিলাম কাল রাতে নয়, সকাল সাড়ে 7টায় হলেও দেখা করতে অসুবিধা নেই আমাদের । সেই মতো আজ বিকেল 4টেয় সাক্ষাতের জন্য সময় দেন তিনি ।’’

অভিষেক আরও বলেছিলেন, ‘‘সংবাদমাধ্যমকে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলাম । কিন্তু রাজ্যপাল সংবাদমাধ্যম তো দূর, মোবাইল সঙ্গে নিয়েও যাওয়ার বিষয়ে অনুমতি দেননি । তাই মোবাইল রেখেই আমরা রাজভবনে যাচ্ছি ।"

আরও পড়ুন: 30 জনের প্রতিনিধি দল নিয়ে রাজভবনে অভিষেক

Last Updated : Oct 9, 2023, 5:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.