কলকাতা, 31 মার্চ: রামনবমীর মিছিল ঘিরে হাওড়ার শিবপুরে উত্তেজনা ছড়ায় বৃহস্পতিবার ৷ এই ঘটনা সম্পর্কে খোঁজখবর নিতে শুক্রবার বিশেষ সেল তৈরি করা হয়েছে রাজভবনে ৷ রাজ্যপাল সিভি আনন্দ বোসের নির্দেশে তৈরি হয়েছে ওই বিশেষ সেল ৷ রাজনৈতিক মহলের মতে, অতীতে অনেক রাজ্যপাল এসেছেন এ রাজ্যে । রাজভবনের সঙ্গে সরকারের সংঘাতও হয়েছে । কিন্তু এভাবে কোনও একটি বিশেষ ঘটনা নিয়ে পৃথক সেল তৈরি হয়নি বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ হাওড়ার ঘটনা নিয়ে এদিন রাজ্যপালের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথা হয় ৷ কথা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও ৷
জানা গিয়েছে, হাওড়া নিয়ে প্রত্যেক মুহূর্তে ওয়াকিবহাল থাকতে চাইছে রাজভবন । আর সে কারণেই এই সেল তৈরির সিদ্ধান্ত ৷ প্রসঙ্গত এই বিশেষ সেল তৈরির খবর, শুক্রবার বিজ্ঞপ্তি আকারে রাজভবনের তরফ থেকে জানানো হয়েছে । একইসঙ্গে হাওড়া নিয়ে রাজ্য সরকারের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাজ্যপাল । এই বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীরও কথা হয়েছে । রাজভবনের তরফে এদিন এক বিবৃতিও প্রকাশ করা হয়েছে ৷
বিবৃতিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস লিখেছেন,"মানুষকে বোকা বানাতে পারবে ভেবে যারা হিংসার আশ্রয় নেয়, তারা তাড়াতাড়ি বুঝতে পারবে যে মূর্খের স্বর্গে বাস করছে ।" এদিন রাজভবনের তরফ থেকে রাজ্য সরকারকে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক । বিবৃতিতে বলা হয়েছে, "রামনবমীর দিন জনগণের সম্পত্তিতে আগুন লাগানো প্ররোচনামূলক । ধর্ম রক্ষায় লঙ্কায় আগুন লাগিয়েছিলেন হনুমান । পুলিশকে নিরপেক্ষ ও সৎ হতে হবে । তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও শান্তিপ্রিয় মানুষকে বিমুখ করবে না নিশ্চয় ।"
আরও জানা গিয়েছে, এদিন হাওড়া নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা করেন সিভি আনন্দ বোস ৷ জানা গিয়েছে মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল নির্দেশ দিয়েছেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয় সেদিকে নজর রাখতে । রাজ্যপালকে যথাযথ ব্যবস্থার নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রীও ।
আরও পড়ুন: অমিত শাহের ফোন পাওয়ার পরই হাওড়া যাচ্ছেন রাজ্যপাল
একইসঙ্গে হাওড়া নিয়ে রাজ্যপালের সঙ্গে এদিন কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও । হাওড়ার ঘটনা সম্পর্কে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই স্বীকার করে নিয়েছেন, পুলিশের গাফিলতি ছিল ৷ মিছিলের রুট পরিবর্তনের নির্দেশ কে দিল তাই নিয়েও তদন্ত হবে বলে তিনি জানিয়েছেন ৷ মুখ্যমন্ত্রীর এই বক্তব্য সংবাদমাধ্যমে মাধ্যমে আসার পর, শুক্রবার রাজভবনের তরফ থেকেও পুলিশের ভূমিকার সমালোচনা করা হয়েছে । একইসঙ্গে এই হিংসার নিন্দাও করেছেন রাজ্যপাল ।