ETV Bharat / state

সবাইকে পদমর্যাদা অনুযায়ী কাজ করতে হবে, সৌরভকে দেখতে এসে বললেন রাজ্যপাল - রাজ্যপাল জগদীপ ধনকড়

সৌরভের শারীরিক অবস্থা খতিয়ে দেখতে আজ হাসপাতালে এসেছিলেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড় । সৌরভের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন তিনি ।

সৌরভকে দেখতে এলেন রাজ্যপাল
সৌরভকে দেখতে এলেন রাজ্যপাল
author img

By

Published : Jan 29, 2021, 8:19 PM IST

Updated : Jan 29, 2021, 8:25 PM IST

কলকাতা, 29 জানুয়ারি : সংবিধান মেনেই রাজ্যপাল নিজের কর্তব্য পালন করেন ৷ সেখানে বাইরের হস্তক্ষেপ একেবারেই কাম্য নয় । বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷

গত দু'দিন ধরে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভরতি আছেন সৌরভ। হৃদযন্ত্রে দুটি স্টেন্ট বসানোর পরে আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল । চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন মহারাজ ৷ হাসপাতাল সূত্রে খবর, কয়েকদিনের মধ্যেই ছেড়ে দেওয়া হবে তাঁকে ।

সৌরভের শারীরিক অবস্থা খতিয়ে দেখতে আজ হাসপাতালে এসেছিলেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড় । সৌরভের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন তিনি । মহারাজের চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর নেন রাজ্যপাল ।

সৌরভকে দেখতে এলেন রাজ্যপাল

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় বলেন, ‘‘দাদা এখন ভালো আছেন, স্বাভাবিক আছেন ৷ চিকিৎসক, উকিল, প্রশাসন, সবাইকে নিজের কাজটা করতে হবে ৷ সেখানে অন্য কারো হস্তক্ষেপ করা উচিত নয়৷ নিজ নিজ পদের মর্যাদা রেখে কাজ করতে হবে ৷’’

কলকাতা, 29 জানুয়ারি : সংবিধান মেনেই রাজ্যপাল নিজের কর্তব্য পালন করেন ৷ সেখানে বাইরের হস্তক্ষেপ একেবারেই কাম্য নয় । বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷

গত দু'দিন ধরে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভরতি আছেন সৌরভ। হৃদযন্ত্রে দুটি স্টেন্ট বসানোর পরে আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল । চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন মহারাজ ৷ হাসপাতাল সূত্রে খবর, কয়েকদিনের মধ্যেই ছেড়ে দেওয়া হবে তাঁকে ।

সৌরভের শারীরিক অবস্থা খতিয়ে দেখতে আজ হাসপাতালে এসেছিলেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড় । সৌরভের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন তিনি । মহারাজের চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর নেন রাজ্যপাল ।

সৌরভকে দেখতে এলেন রাজ্যপাল

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় বলেন, ‘‘দাদা এখন ভালো আছেন, স্বাভাবিক আছেন ৷ চিকিৎসক, উকিল, প্রশাসন, সবাইকে নিজের কাজটা করতে হবে ৷ সেখানে অন্য কারো হস্তক্ষেপ করা উচিত নয়৷ নিজ নিজ পদের মর্যাদা রেখে কাজ করতে হবে ৷’’

Last Updated : Jan 29, 2021, 8:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.