ETV Bharat / state

Panchayat Election 2023: 'শয়তানের খেলা শেষ হবে', সন্ত্রাসের আবহে বিবৃতি জারি রাজভবনের - শয়তানের খেলা শেষ হবে

পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলা ৷ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে গুলি চলে দক্ষিণ 24 পরগনার ভাঙরে এবং উত্তরদিনাজপুরের চোপড়ায় ৷ মৃত্যু হয় 4 জনের ৷ এই ঘটনায় শোকাহত রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

ETV Bharat
রাজ্যপাল সি ভি আনন্দ বোস
author img

By

Published : Jun 16, 2023, 6:52 AM IST

Updated : Jun 16, 2023, 11:44 AM IST

কলকাতা, 16 জুন: রাজ্যের বাইরে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ 10 জুন যাওয়ার আগে কড়া ভাষায় বলেছিলেন, "অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাতেই হবে ৷ কোনওভাবেই হিংসা মেনে নেওয়া হবে না ৷ যে কোনও মূল্যে শান্তিপূর্ণ অবাধ নির্বাচন করতে হবে ৷" এই অবস্থায় বৃহস্পতিবার গভীর রাতে রাজভবনের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে ৷ পঞ্চায়েত নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৷ ভোটের দিন ঘোষণার পর থেকে অশান্তির ঘটনা ঘটছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷ পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে মৃতের সংখ্যা বাড়ছে ৷ এই পরিস্থিতিতে মর্মাহত রাজ্যপাল ৷

Statement issued from Raj Bhavan West Bengal
রাজভবন থেকে জারি করা বিবৃতি

একটি সূত্র বলছে, আজই হিংসা কবলিত ভাঙড়ে যেতে পারেন রাজ্যের সাংবিধানিক প্রধান ৷ বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন দাখিল করাকে কেন্দ্র করে দিনভর হিংসা চলেছে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে ৷ এদিন দু'জনের মৃত্যু হয়েছে ৷ মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে হিংসার ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের চোপরাতেও ৷ সেখানে দু'জনের মৃত্যু হয়েছে ৷

আরও পড়ুন: চোরের মায়ের বড় গলা, ভাঙড়ে বিস্ফোরণ প্রসঙ্গে আরাবুলকে পালটা নওশাদের

বিবৃতিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস লিখছেন, 'নির্বাচনে জয় ভোটে প্রাপ্ত সংখ্যার উপর নির্ভর করে, মৃতের সংখ্যা নয় ৷" মিডিয়ার উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভটি আক্রমণের মুখে ৷ এর অর্থ গণতন্ত্র আক্রমণের মুখে, এর মানে সংবিধান, নতুন প্রজন্ম আক্রমণের মুখে ৷ শয়তানের এই খেলা এবার শেষ হওয়া উচিত, শেষ হবে ৷ পশ্চিমবঙ্গে শেষের শুরু হবে ৷"

নির্বাচনে আমজনতার ভূমিকা উল্লেখ করে রাজ্যপাল আরও লেখেন, "গণতন্ত্রে জনগণই সব ৷ নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করা তাদের অবিচ্ছেদ্য অধিকার ৷ গণতান্ত্রিক নির্বাচনে হিংসার কোনও স্থান নেই ৷ মানুষের স্বাভাবিক শান্তি ও সম্প্রীতিতে বসবাস করার অধিকার আছে ৷" এদিনের ঘটনায় দুর্বৃত্ত এবং দোষীদের চিহ্নিত করে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছন আনন্দ বোস ৷ তিনি বলেন, "বাংলার সমাজজীবনে স্বাধীনতা ও শান্তির জন্য সাধারণ মানুষের অধিকার রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ ৷ দুর্বৃত্ত এবং দোষীদের আইনের আওতায় আনা হবে ৷ কারাগারের আড়ালে তাদের উপযুক্ত স্থান নির্ধারণ করা হবে ।"

রাজ্যের সব রাজনৈতিক দলগুলির কাছে আনন্দ বোসের আবেদন, "অপশক্তির বিরুদ্ধে অধিকার রক্ষার এই যুদ্ধে, জয় হওয়া উচিত অধিকারের ৷ অধিকারেরই জয় হবে ৷ পশ্চিমবঙ্গের জনগণের পক্ষ থেকে আমি সব রাজনৈতিক দল, মতামত গঠনকারী সুচিন্তক এবং সব শ্রেণির মানুষকে যে কোনও মূল্যে গণতন্ত্র রক্ষার জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ৷ অন্ধকারের শক্তিকে বোঝাতে হবে, এটি প্রতিশ্রুতি নয়, বাংলার নীরব সংখ্যাগরিষ্ঠের দৃঢ় অঙ্গীকার ৷"

আরও পড়ুন: শুক্রবারই ভাঙড়ে যাচ্ছেন রাজ্যপাল, কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি আনন্দ বোসের

কলকাতা, 16 জুন: রাজ্যের বাইরে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ 10 জুন যাওয়ার আগে কড়া ভাষায় বলেছিলেন, "অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাতেই হবে ৷ কোনওভাবেই হিংসা মেনে নেওয়া হবে না ৷ যে কোনও মূল্যে শান্তিপূর্ণ অবাধ নির্বাচন করতে হবে ৷" এই অবস্থায় বৃহস্পতিবার গভীর রাতে রাজভবনের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে ৷ পঞ্চায়েত নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৷ ভোটের দিন ঘোষণার পর থেকে অশান্তির ঘটনা ঘটছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷ পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে মৃতের সংখ্যা বাড়ছে ৷ এই পরিস্থিতিতে মর্মাহত রাজ্যপাল ৷

Statement issued from Raj Bhavan West Bengal
রাজভবন থেকে জারি করা বিবৃতি

একটি সূত্র বলছে, আজই হিংসা কবলিত ভাঙড়ে যেতে পারেন রাজ্যের সাংবিধানিক প্রধান ৷ বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন দাখিল করাকে কেন্দ্র করে দিনভর হিংসা চলেছে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে ৷ এদিন দু'জনের মৃত্যু হয়েছে ৷ মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে হিংসার ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের চোপরাতেও ৷ সেখানে দু'জনের মৃত্যু হয়েছে ৷

আরও পড়ুন: চোরের মায়ের বড় গলা, ভাঙড়ে বিস্ফোরণ প্রসঙ্গে আরাবুলকে পালটা নওশাদের

বিবৃতিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস লিখছেন, 'নির্বাচনে জয় ভোটে প্রাপ্ত সংখ্যার উপর নির্ভর করে, মৃতের সংখ্যা নয় ৷" মিডিয়ার উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভটি আক্রমণের মুখে ৷ এর অর্থ গণতন্ত্র আক্রমণের মুখে, এর মানে সংবিধান, নতুন প্রজন্ম আক্রমণের মুখে ৷ শয়তানের এই খেলা এবার শেষ হওয়া উচিত, শেষ হবে ৷ পশ্চিমবঙ্গে শেষের শুরু হবে ৷"

নির্বাচনে আমজনতার ভূমিকা উল্লেখ করে রাজ্যপাল আরও লেখেন, "গণতন্ত্রে জনগণই সব ৷ নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করা তাদের অবিচ্ছেদ্য অধিকার ৷ গণতান্ত্রিক নির্বাচনে হিংসার কোনও স্থান নেই ৷ মানুষের স্বাভাবিক শান্তি ও সম্প্রীতিতে বসবাস করার অধিকার আছে ৷" এদিনের ঘটনায় দুর্বৃত্ত এবং দোষীদের চিহ্নিত করে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছন আনন্দ বোস ৷ তিনি বলেন, "বাংলার সমাজজীবনে স্বাধীনতা ও শান্তির জন্য সাধারণ মানুষের অধিকার রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ ৷ দুর্বৃত্ত এবং দোষীদের আইনের আওতায় আনা হবে ৷ কারাগারের আড়ালে তাদের উপযুক্ত স্থান নির্ধারণ করা হবে ।"

রাজ্যের সব রাজনৈতিক দলগুলির কাছে আনন্দ বোসের আবেদন, "অপশক্তির বিরুদ্ধে অধিকার রক্ষার এই যুদ্ধে, জয় হওয়া উচিত অধিকারের ৷ অধিকারেরই জয় হবে ৷ পশ্চিমবঙ্গের জনগণের পক্ষ থেকে আমি সব রাজনৈতিক দল, মতামত গঠনকারী সুচিন্তক এবং সব শ্রেণির মানুষকে যে কোনও মূল্যে গণতন্ত্র রক্ষার জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ৷ অন্ধকারের শক্তিকে বোঝাতে হবে, এটি প্রতিশ্রুতি নয়, বাংলার নীরব সংখ্যাগরিষ্ঠের দৃঢ় অঙ্গীকার ৷"

আরও পড়ুন: শুক্রবারই ভাঙড়ে যাচ্ছেন রাজ্যপাল, কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি আনন্দ বোসের

Last Updated : Jun 16, 2023, 11:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.