কলকাতা, 28 মে: জীবনকে আলোকিত করতে অধ্যাবশায়, ধৈর্য, পড়াশোনা, সাংস্কৃতিক মানসিকতার পাশাপাশি শারীরিক সুস্থতা এবং খেলাধূলার গুরুত্বও অনেকটাই ৷ এমনই মত রাজ্যপাল সিভি আনন্দ বোসের । রবিবার ভারতীয় জাদুঘরে আয়োজিত জি 20 সামিটের অধীন ওয়াই 20 সম্মেলনে এ কথা বলেন তিনি ৷
'স্বাস্থ্য, সুস্থতা এবং ক্রীড়া যুবদের জন্য এজেন্ডা' থিমে যুব সমাজের জন্য অনুপ্রেরণা মূলক কথা, তাঁদের জীবনকে আলোকিত করার জন্য প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা এবং ধ্যানের অভিজ্ঞতা সঞ্চয়ে রবিবার সেমিনার অনুষ্ঠিত হয় । ব্রহ্মকুমারী এবং ভারতীয় জাদুঘরের সহযোগিতায় কলকাতায় শুরু হয়েছে ওয়াই 20 সামিট । কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রক এবং ব্রহ্মকুমারীর যৌথ উপস্থাপনায় আয়োজিত এই সামিটের উদ্বোধন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷
এ দিনের সেমিনারে উপস্থিত ছিলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত বিখ্যাত ভারতীয় তিরন্দাজ দোলা বন্দ্যোপাধ্যায় ৷ জীবনে উৎকর্ষ সাধনের জন্য খেলাধূলা এবং সুস্থ ও ইতিবাচক মানসিকতার গুরুত্বের উপর জোর দেন তিনি ৷ দোলা বলেন, "আজকালকার বাচ্চারা মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ছে । বাবা-মা দুজনেই কাজে যুক্ত থাকায় তাদের দিকে খেয়াল দিতে পারছেন না । অথচ সেই বাচ্চার ভবিষ্যতের জন্য কিন্তু দুজনেই লড়ে যাচ্ছেন । আর এ দিকে শিশু মোবাইল ভিডিয়ো গেমে বুঁদ হয়ে রয়েছে । এই পরিস্থিতির বদল ঘটাতে হবে ।"
তিনি আরও বলেন, জীবনে সার্বিকভাবে সফল হতে গেলে খেলাধুলো তো বটেই ধ্যানেরও প্রয়োজন রয়েছে । তাঁর কথায়, "নিজের খেলার জীবনের প্রথম দিকে ধ্যান নিয়ে অতটা ভাবতাম না । যখন ধীরে ধীরে এর মধ্যে ইনভলভ হলাম, তখনই এর গুরুত্বটা অনুধাবন করতে পারলাম । এখনকার সময়ে সেই মেডিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলের জন্য ।"
কীভাবে সফল হওয়া সম্ভব এবং তার পথ কী, সে বিষয়ে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের পথ বাতলে দেন কলকাতার ভারতীয় জাদুঘরের পরিচালক অরিজিৎ চৌধুরী । তিনি বলেন, উচ্চ শিক্ষার সঙ্গে মানসিক শক্তি ও স্থিতিস্থাপকতা বজায় রাখা জরুরি । তবেই কর্মজীবনে সাফল্য আসবে । ধৈর্য্য হারালে চলবে না । মানসিক শক্তির দ্বারা সমস্ত প্রতিকূলতাকে জয় করতে হবে । যা গঠনমূলক শিক্ষার দ্বারা সম্ভব বলে জানান তিনি ।
ব্রহ্মকুমারীর তরফে বিকে সুপ্রিয়া বোঝান যে, পারিপার্শ্বিক ঘটনার প্রভাব তখনই আমাদের উপর পড়ে যখন আমরা একাগ্রতা হারিয়ে ফেলি । এই একাগ্রতা বজায় রাখতে নিয়মিত ধ্যানের প্রয়োজন বলে মত তাঁর।
আরও পড়ুন: মুখ্যসচিবের সঙ্গে কথা বলার পরও নয়া নির্বাচন কমিশনার নিয়ে নীরব রাজভবন