ETV Bharat / state

C V Ananda Bose: হারানো গৌরব ফিরে পাবে বঙ্গ, রাজ্যপাল আশায় পালটা খোঁচা তৃণমূলের

পশ্চিমবঙ্গ নিয়ে 'মহাগ্রন্থ' লিখছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ আর সেই বই নিয়ে পালটা খোঁচা দিতে ছাড়েনি তৃণমূলও ৷

author img

By

Published : May 25, 2023, 9:47 PM IST

Etv Bharat
রাজ্যপাল সিভি আনন্দ বোস

কলকাতা, 25 মে: রাজ্য নিয়ে 'মহাগ্রন্থ' লিখছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ যে বইতে বাংলার ঐতিহ্য, ইতিহাস, বাংলার গৌরবের কথা থাকবে বলে নিজেই জানিয়েছেন রাজ্যপাল। আর সেই বই প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যপাল জোরের সঙ্গে দাবি করেছেন, রাজ্য তার হারানো গৌরব নিশ্চয়ই ফিরে পাবে ৷ মূলত রাজ্যের আত্মাকে তুলে ধরতেই তাঁর এই নতুন বইয়ের অবতারণা বলেও জানান রাজ্যপাল বোস ৷

বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস একজন প্রাক্তন আইএএস অফিসার, পাশাপাশি একাধিক বইও লিখেছেন ৷ বেশ কিছু কবিতার বইও রয়েছে রাজ্যপালের ৷ এবার রাজ্যের বিষয়ে বই লিখছেন তিনি ৷ এদিন বিষয়টি নিজেই স্পষ্ট করেছেন রাজ্যপাল। তিনি বলেন, "যদি আমার ইচ্ছে পূর্ণ হয় তাহলে এটা একটা মহাগ্রন্থ হিসেবে পরিগণিত হবে।" এদিন রাজভবনের লাইব্রেরীতে একটি বই প্রকাশ অনুষ্ঠানে বাংলার ঐতিহ্য, ইতিহাস, সাহিত্য নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন রাজ্যপাল। অরবিন্দ মেনন রচিত 'দ্য প্যান্থারস ঘোস্টস' বইয়ের ব্যাখ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'কাবুলিওয়ালা'র সঙ্গেও তুলনা টানেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, "আমি একটা বই লিখতে চলেছি। যার সম্ভাব্য নাম 'সোল অফ বেঙ্গল' । আমি বাংলার আত্মাকে বোঝার চেষ্টা করছি।" সেই সঙ্গেই তিনি বলেন, "বাংলা সবসময়ই একটা ভালো জায়গা। এখানে সেই সব মানুষেরা ছিলেন, যাঁরা নিজেদের ঐতিহ্যকে ভালোবাসত এবং শান্তি প্রিয় ছিল।" বাংলা তার হারানো গৌরব ফিরে পাবে বলেও জানান রাজ্যপাল। তিনি বলেন, "বাংলা সার্বিকভাবে সবার আগে এগিয়ে যাবে।" সিভি আনন্দ বোস মর্যাদাপূর্ণ জওহরলাল নেহেরু ফেলোশিপ পেয়েছেন। এছাড়াও তিনি একজন বিশিষ্ট লেখক এবং কলামিস্টও ছিলেন। অন্যদিকে রাজ্যপালের বই প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, "রাজ্যপাল যে বই লিখছেন তার নামটা একটু সংশোধনের প্রয়োজন রয়েছে, যেখানে তিনি বইয়ের নাম বলছেন বাংলা তার হারানো গৌরব ফিরে পাবে, সেটার বদলে নামটা হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা তার হারানো গৌরব ফিরে পেয়েছে। তাহলেই রাজ্যের সাংবিধানিক প্রধানের বইটা যথার্থ হবে।"

আরও পড়ুন: মণিপুরকে শান্ত করতে 'অমিতবার্তা'! ন্যায়বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্যপাল বোস উপন্যাস, ছোট গল্প, কবিতা এবং প্রবন্ধ সমন্বিত ইংরেজি, মালয়ালম এবং হিন্দিতে মোট 45টি বই প্রকাশিত হয়েছে। তাঁর চারটি বই 'বেস্ট সেলার' হয়েছে বলেও জানা গিয়েছে। তিনি সাশ্রয়ী মূল্যের আবাসন, সুশাসন, স্বাস্থ্যসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, গ্রামীণ উন্নয়ন, শিক্ষা, লিঙ্গ মূলধারা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে 52 উদ্ভাবনী আন্দোলন এবং প্রতিষ্ঠানেরও প্রতিষ্ঠাতা। ওষুধের জন্য ধন্বন্তরী ন্যায্যমূল্যের দোকান জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে প্রতিলিপি করা হয়েছে। তিনি ইউরোপিয়ান কাউন্সিল ফর নিউক্লিয়ার রিসার্চ, জেনেভা এবং ইন্টারন্যাশনাল ফিউশন এনার্জি অর্গানাইজেশন, ফ্রান্সে ভারতের প্রতিনিধিত্বও করেছেন। তিনি অ্যাটমিক এনার্জি এডুকেশন সোসাইটির চেয়ারম্যান ছিলেন। এই মুহুর্তে তিনি বাংলার রাজ্যপাল। বাংলা ভাষা শিখতেও শুরু করেছেন।

কলকাতা, 25 মে: রাজ্য নিয়ে 'মহাগ্রন্থ' লিখছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ যে বইতে বাংলার ঐতিহ্য, ইতিহাস, বাংলার গৌরবের কথা থাকবে বলে নিজেই জানিয়েছেন রাজ্যপাল। আর সেই বই প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যপাল জোরের সঙ্গে দাবি করেছেন, রাজ্য তার হারানো গৌরব নিশ্চয়ই ফিরে পাবে ৷ মূলত রাজ্যের আত্মাকে তুলে ধরতেই তাঁর এই নতুন বইয়ের অবতারণা বলেও জানান রাজ্যপাল বোস ৷

বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস একজন প্রাক্তন আইএএস অফিসার, পাশাপাশি একাধিক বইও লিখেছেন ৷ বেশ কিছু কবিতার বইও রয়েছে রাজ্যপালের ৷ এবার রাজ্যের বিষয়ে বই লিখছেন তিনি ৷ এদিন বিষয়টি নিজেই স্পষ্ট করেছেন রাজ্যপাল। তিনি বলেন, "যদি আমার ইচ্ছে পূর্ণ হয় তাহলে এটা একটা মহাগ্রন্থ হিসেবে পরিগণিত হবে।" এদিন রাজভবনের লাইব্রেরীতে একটি বই প্রকাশ অনুষ্ঠানে বাংলার ঐতিহ্য, ইতিহাস, সাহিত্য নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন রাজ্যপাল। অরবিন্দ মেনন রচিত 'দ্য প্যান্থারস ঘোস্টস' বইয়ের ব্যাখ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'কাবুলিওয়ালা'র সঙ্গেও তুলনা টানেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, "আমি একটা বই লিখতে চলেছি। যার সম্ভাব্য নাম 'সোল অফ বেঙ্গল' । আমি বাংলার আত্মাকে বোঝার চেষ্টা করছি।" সেই সঙ্গেই তিনি বলেন, "বাংলা সবসময়ই একটা ভালো জায়গা। এখানে সেই সব মানুষেরা ছিলেন, যাঁরা নিজেদের ঐতিহ্যকে ভালোবাসত এবং শান্তি প্রিয় ছিল।" বাংলা তার হারানো গৌরব ফিরে পাবে বলেও জানান রাজ্যপাল। তিনি বলেন, "বাংলা সার্বিকভাবে সবার আগে এগিয়ে যাবে।" সিভি আনন্দ বোস মর্যাদাপূর্ণ জওহরলাল নেহেরু ফেলোশিপ পেয়েছেন। এছাড়াও তিনি একজন বিশিষ্ট লেখক এবং কলামিস্টও ছিলেন। অন্যদিকে রাজ্যপালের বই প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, "রাজ্যপাল যে বই লিখছেন তার নামটা একটু সংশোধনের প্রয়োজন রয়েছে, যেখানে তিনি বইয়ের নাম বলছেন বাংলা তার হারানো গৌরব ফিরে পাবে, সেটার বদলে নামটা হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা তার হারানো গৌরব ফিরে পেয়েছে। তাহলেই রাজ্যের সাংবিধানিক প্রধানের বইটা যথার্থ হবে।"

আরও পড়ুন: মণিপুরকে শান্ত করতে 'অমিতবার্তা'! ন্যায়বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্যপাল বোস উপন্যাস, ছোট গল্প, কবিতা এবং প্রবন্ধ সমন্বিত ইংরেজি, মালয়ালম এবং হিন্দিতে মোট 45টি বই প্রকাশিত হয়েছে। তাঁর চারটি বই 'বেস্ট সেলার' হয়েছে বলেও জানা গিয়েছে। তিনি সাশ্রয়ী মূল্যের আবাসন, সুশাসন, স্বাস্থ্যসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, গ্রামীণ উন্নয়ন, শিক্ষা, লিঙ্গ মূলধারা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে 52 উদ্ভাবনী আন্দোলন এবং প্রতিষ্ঠানেরও প্রতিষ্ঠাতা। ওষুধের জন্য ধন্বন্তরী ন্যায্যমূল্যের দোকান জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে প্রতিলিপি করা হয়েছে। তিনি ইউরোপিয়ান কাউন্সিল ফর নিউক্লিয়ার রিসার্চ, জেনেভা এবং ইন্টারন্যাশনাল ফিউশন এনার্জি অর্গানাইজেশন, ফ্রান্সে ভারতের প্রতিনিধিত্বও করেছেন। তিনি অ্যাটমিক এনার্জি এডুকেশন সোসাইটির চেয়ারম্যান ছিলেন। এই মুহুর্তে তিনি বাংলার রাজ্যপাল। বাংলা ভাষা শিখতেও শুরু করেছেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.