ETV Bharat / state

Governor CV Anand Bose: রাজ্য সরকারের বিরুদ্ধে ফের নজরদারির অভিযোগে সরব রাজ্যপাল - রাজ্যপাল সিভি আনন্দ বোস

শনিবার বিকেলে রাজভবনে ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়ের শপথগ্রহণ অনুষ্ঠান ছিল। রাজ্যপালই তাঁকে শপথবাক্য পাঠ করান। সেই অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের দিকে এগিয়ে এসে রাজ্যপাল আনন্দ বোস রাজ্য সরকারের উপর নজরদারির অভিযোগ তুলে আক্রমণ শানিয়েছেন ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 7:41 PM IST

Updated : Sep 30, 2023, 7:57 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর: রাজভবনের অন্দরমহলে নজরদারির অভিযোগ আগেই তুলেছিলেন ৷ এবং যার জেরে রাজভবনের ভিতরের নিরাপত্তার দায়িত্ব থেকে কলকাতা পুলিশকে সরিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার নাম না করে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের নজরদারির অভিযোগ তুললেন রাজ্যপাল।

  • #WATCH | After administering the oath of newly elected Nirmal Chandra Roy to the West Bengal Legislative Assembly, West Bengal Governor CV Ananda Bose says, "This is a momentous day in the Raj Bhavan. This oath-taking ceremony is loaded with a lot of positive messages which this… pic.twitter.com/FU8ZOfwVxN

    — ANI (@ANI) September 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শনিবার বিকেলে রাজভবনে ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়ের শপথগ্রহণ অনুষ্ঠান ছিল। রাজ্যপালই তাঁকে শপথবাক্য পাঠ করান। সেই অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের দিকে এগিয়ে এসে রাজ্যপাল আনন্দ বোস রাজ্য সরকারের উপর নজরদারির অভিযোগ তুলে আক্রমণ শানিয়েছেন ৷ ধূপগুড়ির নবনির্বাচিত তৃণমূল বিধায়কের রাজভবনে শপথ অনুষ্ঠান শেষে স্ংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখেন রাজ্যপাল ৷ রাজ্যপাল এদিন বলেন, "রাজভবনের বাইরে প্রচুর হিংসার ঘটনা এবং ভিতরে লেন্স (নজরদারি) রয়েছে ৷" 'লেন্স'-এর মধ্যে দিয়ে তিনি যে ব্যঙ্গের সুরে নজরদারি চালানোকেই বুঝিয়েছেন তা একরকম স্পষ্ট ৷ একই সঙ্গে তিনি বলেন, "রাজভবনে এটি একটি গুরুত্বপূর্ণ দিন। এই শপথ অনুষ্ঠানটি অনেক ইতিবাচক বার্তা বহন করেছে ৷"

এর আগে বৃহস্পতিবার রাজ্যপাল বোস রাজ্য সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পৃথকভাবে চিঠি লিখেছিলেন ৷ তিনি অভিযোগ করেছিলেন যে, তাঁকে "ট্যাপ এবং ট্র্যাক" করা হচ্ছে ৷ পাশাপাশি রাজভবনে অত্যাধুনিক সুরক্ষা ব্যবস্থার জন্য অনুরোধ করা হয়েছে ৷ সূত্রের খবর, এর মধ্যে জ্যামার প্রতিস্থাপন এবং অঞ্চলটি ডি-বাগিং-সহ নিরাপত্তায় মুড়ে ফেলারও আবেদন করেছেন রাজ্যপাল ৷

আরও পড়ুন: বাসে চেপে দিল্লির পথে তৃণমূল কর্মী-সমর্থকরা, সন্ধে পর্যন্ত চলবে রওনা প্রক্রিয়া

রাজ্যপাল এর আগে চলতি বছর জুলাইয়ে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের সময় যে সমস্ত অঞ্চলে হিংসা শুরু হয়েছিল সেগুলিও পরিদর্শন করেছেন। এরপর বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত চরমে ওঠে ৷ রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের মধ্যে সম্পর্কও আরও তলানীতে যায় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের বিষয়ে ৷ রাজ্য সরকারের সুপারিশগুলিকে উপেক্ষা করে এবং উপাচার্যদের বৈঠক ডাকার কারণেও সম্পর্কের অবনতি হয়েছে ৷ (পিটিআই)

কলকাতা, 30 সেপ্টেম্বর: রাজভবনের অন্দরমহলে নজরদারির অভিযোগ আগেই তুলেছিলেন ৷ এবং যার জেরে রাজভবনের ভিতরের নিরাপত্তার দায়িত্ব থেকে কলকাতা পুলিশকে সরিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার নাম না করে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের নজরদারির অভিযোগ তুললেন রাজ্যপাল।

  • #WATCH | After administering the oath of newly elected Nirmal Chandra Roy to the West Bengal Legislative Assembly, West Bengal Governor CV Ananda Bose says, "This is a momentous day in the Raj Bhavan. This oath-taking ceremony is loaded with a lot of positive messages which this… pic.twitter.com/FU8ZOfwVxN

    — ANI (@ANI) September 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শনিবার বিকেলে রাজভবনে ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়ের শপথগ্রহণ অনুষ্ঠান ছিল। রাজ্যপালই তাঁকে শপথবাক্য পাঠ করান। সেই অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের দিকে এগিয়ে এসে রাজ্যপাল আনন্দ বোস রাজ্য সরকারের উপর নজরদারির অভিযোগ তুলে আক্রমণ শানিয়েছেন ৷ ধূপগুড়ির নবনির্বাচিত তৃণমূল বিধায়কের রাজভবনে শপথ অনুষ্ঠান শেষে স্ংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখেন রাজ্যপাল ৷ রাজ্যপাল এদিন বলেন, "রাজভবনের বাইরে প্রচুর হিংসার ঘটনা এবং ভিতরে লেন্স (নজরদারি) রয়েছে ৷" 'লেন্স'-এর মধ্যে দিয়ে তিনি যে ব্যঙ্গের সুরে নজরদারি চালানোকেই বুঝিয়েছেন তা একরকম স্পষ্ট ৷ একই সঙ্গে তিনি বলেন, "রাজভবনে এটি একটি গুরুত্বপূর্ণ দিন। এই শপথ অনুষ্ঠানটি অনেক ইতিবাচক বার্তা বহন করেছে ৷"

এর আগে বৃহস্পতিবার রাজ্যপাল বোস রাজ্য সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পৃথকভাবে চিঠি লিখেছিলেন ৷ তিনি অভিযোগ করেছিলেন যে, তাঁকে "ট্যাপ এবং ট্র্যাক" করা হচ্ছে ৷ পাশাপাশি রাজভবনে অত্যাধুনিক সুরক্ষা ব্যবস্থার জন্য অনুরোধ করা হয়েছে ৷ সূত্রের খবর, এর মধ্যে জ্যামার প্রতিস্থাপন এবং অঞ্চলটি ডি-বাগিং-সহ নিরাপত্তায় মুড়ে ফেলারও আবেদন করেছেন রাজ্যপাল ৷

আরও পড়ুন: বাসে চেপে দিল্লির পথে তৃণমূল কর্মী-সমর্থকরা, সন্ধে পর্যন্ত চলবে রওনা প্রক্রিয়া

রাজ্যপাল এর আগে চলতি বছর জুলাইয়ে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের সময় যে সমস্ত অঞ্চলে হিংসা শুরু হয়েছিল সেগুলিও পরিদর্শন করেছেন। এরপর বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত চরমে ওঠে ৷ রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের মধ্যে সম্পর্কও আরও তলানীতে যায় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের বিষয়ে ৷ রাজ্য সরকারের সুপারিশগুলিকে উপেক্ষা করে এবং উপাচার্যদের বৈঠক ডাকার কারণেও সম্পর্কের অবনতি হয়েছে ৷ (পিটিআই)

Last Updated : Sep 30, 2023, 7:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.