ETV Bharat / state

বেতন বৃদ্ধির দাবিতে লাগাতার অবস্থানে সরকারি হাসপাতালের নার্সরা - pay discrimination news of Government nurses

সেপ্টেম্বরের পর গতকাল ফের SSKM হাসপাতালের স্কুল অফ নার্সিংয়ের ভবনের সামনে অবস্থান করেন রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের নার্সরা । তাঁরা নার্সেস ইউনিটির সদস্য । গতকাল বেলা ১২টা থেকে অবস্থান শুরু করেছেন তাঁরা । তবে আন্দোলনের পাশাপাশি বজায় রেখেছেন রোগী পরিষেবা ।

phtoto
ছবি
author img

By

Published : Dec 10, 2019, 12:28 PM IST

Updated : Dec 10, 2019, 4:40 PM IST

কলকাতা, 10 ডিসেম্বর : বেতন বৃদ্ধির দাবিতে অবস্থানে বসলেন সরকারি নার্সরা । দাবি না মেটা পর্যন্ত অবস্থান চলবে বলে জানিয়েছেন তাঁরা । সোমবার রাতে একথা জানিয়েছে সরকারি নার্সদের সংগঠন নার্সেস ইউনিটি।

সেপ্টেম্বরের পর গতকাল ফের SSKM হাসপাতালের স্কুল অফ নার্সিংয়ের ভবনের সামনে অবস্থান শুরু করেন রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের নার্সরা । তাঁরা নার্সেস ইউনিটির সদস্য । গতকাল বেলা ১২টা থেকে অবস্থান শুরু করেছেন তাঁরা । তবে নার্সরা জানিয়েছেন, তাঁরা আন্দোলনের পাশাপাশি বজায় রেখেছেন রোগী পরিষেবা ।

গতকাল রাতে নার্সেস ইউনিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, " আমাদের দাবি প্রশাসন না মানা পর্যন্ত অবস্থান চলবে ।" সেপ্টেম্বরেও স্কুল অফ নার্সিংয়ের ভবনের সামনে নার্সরা অবস্থান করেছিলেন । ভাস্বতী বলেন, " স্বাস্থ্য ভবনে আমাদের ডেকে স্বাস্থ্যকর্তাদের সঙ্গে তখন বৈঠকে বসানো হয়েছিল। আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে, সেই প্রতিশ্রুতি মতো কাজ হয়নি । আমাদের ডেকে তাঁদের (স্বাস্থ্য-প্রশাসন) কথা বলার কথা ছিল । কিন্তু আমাদের তাঁরা ডাকেননি । স্বাস্থ্য ভবনে আমরা নিজেরাই কথা বলতে গিয়েছিলাম । একদিন গিয়ে ঘণ্টা দু'য়েক বসে থাকার পরে ফিরে এসেছি । অন্য দিন প্রায় সাড়ে তিন ঘণ্টা বসার পর দেখা করতে পেরেছিলাম । কিন্তু এক মিনিট সময় দিয়েছিলেন স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার অজয়কুমার চক্রবর্তী । "

দেখুন ভিডিয়ো

ভাস্বতী বলেন, " আমরা রোগী পরিষেবা বজায় রেখে এই অবস্থান করছি। আর কোনও প্রতিশ্রুতি নয় । বামফ্রন্টের আমল থেকে আমরা এই দাবি করে আসছি । অসীম দাশগুপ্ত থেকে পার্থ চ্যাটার্জি এবং আরও অনেকের সঙ্গেই কথা বলেছি । তাঁরা বলেছেন, আমাদের দাবি যুক্তিযুক্ত । কিন্তু, দাবি এখনও পূরণ হয়নি ।"

বেতন বৃদ্ধির পাশাপাশি GNM (General Nursing and Midwifery) কোর্স যাতে তুলে দেওয়া না হয়, সেই দাবিও জানিয়েছে সংগঠন । একই সঙ্গে নার্সদের পদোন্নতির দাবিও করছে তারা ।

কলকাতা, 10 ডিসেম্বর : বেতন বৃদ্ধির দাবিতে অবস্থানে বসলেন সরকারি নার্সরা । দাবি না মেটা পর্যন্ত অবস্থান চলবে বলে জানিয়েছেন তাঁরা । সোমবার রাতে একথা জানিয়েছে সরকারি নার্সদের সংগঠন নার্সেস ইউনিটি।

সেপ্টেম্বরের পর গতকাল ফের SSKM হাসপাতালের স্কুল অফ নার্সিংয়ের ভবনের সামনে অবস্থান শুরু করেন রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের নার্সরা । তাঁরা নার্সেস ইউনিটির সদস্য । গতকাল বেলা ১২টা থেকে অবস্থান শুরু করেছেন তাঁরা । তবে নার্সরা জানিয়েছেন, তাঁরা আন্দোলনের পাশাপাশি বজায় রেখেছেন রোগী পরিষেবা ।

গতকাল রাতে নার্সেস ইউনিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, " আমাদের দাবি প্রশাসন না মানা পর্যন্ত অবস্থান চলবে ।" সেপ্টেম্বরেও স্কুল অফ নার্সিংয়ের ভবনের সামনে নার্সরা অবস্থান করেছিলেন । ভাস্বতী বলেন, " স্বাস্থ্য ভবনে আমাদের ডেকে স্বাস্থ্যকর্তাদের সঙ্গে তখন বৈঠকে বসানো হয়েছিল। আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে, সেই প্রতিশ্রুতি মতো কাজ হয়নি । আমাদের ডেকে তাঁদের (স্বাস্থ্য-প্রশাসন) কথা বলার কথা ছিল । কিন্তু আমাদের তাঁরা ডাকেননি । স্বাস্থ্য ভবনে আমরা নিজেরাই কথা বলতে গিয়েছিলাম । একদিন গিয়ে ঘণ্টা দু'য়েক বসে থাকার পরে ফিরে এসেছি । অন্য দিন প্রায় সাড়ে তিন ঘণ্টা বসার পর দেখা করতে পেরেছিলাম । কিন্তু এক মিনিট সময় দিয়েছিলেন স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার অজয়কুমার চক্রবর্তী । "

দেখুন ভিডিয়ো

ভাস্বতী বলেন, " আমরা রোগী পরিষেবা বজায় রেখে এই অবস্থান করছি। আর কোনও প্রতিশ্রুতি নয় । বামফ্রন্টের আমল থেকে আমরা এই দাবি করে আসছি । অসীম দাশগুপ্ত থেকে পার্থ চ্যাটার্জি এবং আরও অনেকের সঙ্গেই কথা বলেছি । তাঁরা বলেছেন, আমাদের দাবি যুক্তিযুক্ত । কিন্তু, দাবি এখনও পূরণ হয়নি ।"

বেতন বৃদ্ধির পাশাপাশি GNM (General Nursing and Midwifery) কোর্স যাতে তুলে দেওয়া না হয়, সেই দাবিও জানিয়েছে সংগঠন । একই সঙ্গে নার্সদের পদোন্নতির দাবিও করছে তারা ।

Intro:কলকাতা, ৯ ডিসেম্বর: বামফ্রন্টের আমল থেকে চলছে। তাই, এবার "অসম্মানের বেতন বৈষম্য" আর মানছেন না সরকারি নার্সরা। আর কোনও প্রতিশ্রুতি নয়। যতক্ষণ না পর্যন্ত সদুত্তর পাচ্ছেন তাঁরা, ততক্ষণ পর্যন্ত চলবে তাঁদের অবস্থান-বিক্ষোভ। সোমবার রাতে এমনই জানিয়েছে সরকারি নার্সদের সংগঠন নার্সেস ইউনিটি।


Body:গত সেপ্টেম্বর মাসের পরে সোমবার, ৯ ডিসেম্বর। SSKM হাসপাতালের স্কুল অফ নার্সিংয়ের সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হয়েছেন এ রাজ্যের বিভিন্ন প্রান্তের সরকারি নার্সরা। এই সব নার্স, নার্সেস ইউনিটির সদস্য। সোমবার বেলা প্রায় ১২টা থেকে অবস্থান-বিক্ষোভে সামিল হয়েছেন তাঁরা। তবে, তাঁরা এমন অবস্থান বিক্ষোভে সামিল হলেও, বজায় রেখেছেন রোগী পরিষেবা। যার জেরে, যখন ডিউটি থাকছে না যে সব নার্সের, তাঁরা সামিল হচ্ছেন এই অবস্থান-বিক্ষোভে। সোমবার রাতে নার্সেস ইউনিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, "যতক্ষণ, যতদিন পর্যন্ত আমাদের দাবি শোনা না হচ্ছে, আমাদেরকে সদুত্তর দেওয়া না হচ্ছে, ততদিন পর্যন্ত চলবে আমাদের এই অবস্থান-বিক্ষোভ।"

গত সেপ্টেম্বর মাসে SSKM হাসপাতালের স্কুল অফ নার্সিংয়ের সামনে অর্থাৎ, এই একই স্থানে তাঁরা লাগাতার অবস্থান-বিক্ষোভে সামিল হয়েছিলেন। ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, "স্বাস্থ্য ভবনে আমাদের ডেকে স্বাস্থ্যকর্তাদের সঙ্গে তখন বৈঠকে বসানো হয়েছিল। আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে, সেই প্রতিশ্রুতি মতো একচুল কাজও হয়নি, ফাইল এতটুকুও সরেনি বা তৈরি হয়নি।" তিনি বলেন, "এটা নিয়ে কেউ এক মিনিট কথা বলার মতো, আলোচনা করার মতো, চিন্তা করার মতো সময় নষ্ট করেননি। আমাদেরকে ডেকে তাঁদের (স্বাস্থ্য-প্রশাসন) কথা বলার কথা ছিল। আমাদেরকে তাঁরা ডাকেননি। স্বাস্থ্য ভবনে আমরা নিজেরাই কথা বলতে গিয়েছিলাম। একদিন গিয়ে ঘন্টা দুয়েক বসে থাকার পরে ফিরে এসেছি। অন্য আর এক দিন সাড়ে তিন ঘন্টা বসার পরে দেখা করতে পেরেছিলাম। এক মিনিট সময় দিয়েছিলেন স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার অজয়কুমার চক্রবর্তী। তবে, ওনার কথা থেকে কোনও সদুত্তর আমরা পাইনি যে এটা নিয়ে আলোচনা স্তরেও কিছু আছে।"

নার্সেস ইউনিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলেন, "এর ফলে আবার আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আমরা রোগী পরিষেবা বজায় রেখে এই অবস্থান-বিক্ষোভে বসেছি। আর কোনও প্রতিশ্রুতি নয়। বামফ্রন্টের আমল থেকে আমরা এই দাবি করে আসছি।
অসীম দাশগুপ্ত থেকে পার্থ চ্যাটার্জি মাঝখানে অনেকের সঙ্গেই কথা বলেছি, তাঁরা বলেছেন, আমাদের দাবি খুব যুক্তিযুক্ত, এটা ঠিক, এটা পাওয়া উচিত। কিন্তু, সেটা আমাদের এখনও অধরাই থেকে গিয়েছে।" তিনি বলেন, "আমাদের একটি অমর্যাদার পে-স্কেল দিনের পর দিন, বছরের পর বছর চলছে। অথচ, প্রতিদিন আমাদের উপর কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে।" কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, তার জন্য কী করা উচিত, কী করা উচিত নয়, সেটা অন্য প্রসঙ্গ। এ কথা জানিয়ে ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, "আপাতত এই অসম্মানের বেতন বৈষম্য আমরা আর মানছি না। এর একটা সদুত্তর পেলে আমরা এখান থেকে উঠব, তার আগে পর্যন্ত আমাদের আন্দোলন যেমন চলছে তেমন চলবে।"


Conclusion:নার্সেস ইউনিটির দাবিগুলির মধ্যে প্রধানত রয়েছে, সরকারি নার্সদের বেতন বৈষম্যের বিষয়টি‌। তবে, সম্প্রতি যেভাবে প্রতিদিন দেশজুড়ে নারী লাঞ্ছিত, ধর্ষিত হচ্ছে, নারীর অমর্যাদা হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, সেই সব ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করছে নার্সদের এই সংগঠন। GNM কোর্স তুলে দেওয়ার কথা তাঁরা শুনতে পাচ্ছেন। এই কোর্স যাতে তুলে দেওয়া না হয়, তারও দাবি জানাচ্ছেন সরকারি এই নার্সরা। নার্সেস ইউনিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলেন, "আমরা চাই, GNM কোর্স থাকুক, এর পাশাপাশি যেমন হায়ার এডুকেশন রয়েছে, সেটাও থাকুক।" সরকারি নার্সদের পদোন্নতির দাবিও করছে নার্সদের এই সংগঠন। পদোন্নতিতে দুর্নীতিমুক্ত নীতি চাইছেন সরকারি এই নার্সরা। ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, "পদোন্নতির দাবিও আমাদের রয়েছে। আমাদের পদোন্নতির অবস্থাও খুবই খারাপ। কিন্তু, আমাদের প্রধান দাবি বেতন বৈষম্য দূর করতে হবে।" পরিষেবা বজায় রেখে তাঁরা এখনও পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান করছেন। এ কথা জানিয়ে নার্সেস ইউনিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলেন, "ওনাদের (স্বাস্থ্য-প্রশাসন) তরফ থেকে নিশ্চয়ই একটা দায়বদ্ধতা দেখাবেন। আমরা যেমন রোগীদের প্রতি দায়বদ্ধতা দেখাচ্ছি, আমরাও আর কাউকে বিরক্ত করছি না, শুধু আমাদের দাবি নিয়ে আমরা আন্দোলন করছি। বিভিন্ন ধরনের পুলিশি অসহযোগিতা মাঝে মধ্যে হচ্ছে, আবার কাটিয়ে উঠছি। আমাদের দাবি পূরণ যতদিন পর্যন্ত না হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের এই অবস্থান-বিক্ষোভ চলবে। এখনও পর্যন্ত এটাই আমাদের সিদ্ধান্ত।"
_______


বাইট:
wb_kol_04a_nurses_unity_pg_continue_bite_7203421
নার্সেস ইউনিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভাস্বতী মুখোপাধ্যায়।


ভিস‍্যুয়াল:
wb_kol_04b_nurses_unity_pg_continue_vis_7203421

Last Updated : Dec 10, 2019, 4:40 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.