কলকাতা, 10 ডিসেম্বর : বেতন বৃদ্ধির দাবিতে অবস্থানে বসলেন সরকারি নার্সরা । দাবি না মেটা পর্যন্ত অবস্থান চলবে বলে জানিয়েছেন তাঁরা । সোমবার রাতে একথা জানিয়েছে সরকারি নার্সদের সংগঠন নার্সেস ইউনিটি।
সেপ্টেম্বরের পর গতকাল ফের SSKM হাসপাতালের স্কুল অফ নার্সিংয়ের ভবনের সামনে অবস্থান শুরু করেন রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের নার্সরা । তাঁরা নার্সেস ইউনিটির সদস্য । গতকাল বেলা ১২টা থেকে অবস্থান শুরু করেছেন তাঁরা । তবে নার্সরা জানিয়েছেন, তাঁরা আন্দোলনের পাশাপাশি বজায় রেখেছেন রোগী পরিষেবা ।
গতকাল রাতে নার্সেস ইউনিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, " আমাদের দাবি প্রশাসন না মানা পর্যন্ত অবস্থান চলবে ।" সেপ্টেম্বরেও স্কুল অফ নার্সিংয়ের ভবনের সামনে নার্সরা অবস্থান করেছিলেন । ভাস্বতী বলেন, " স্বাস্থ্য ভবনে আমাদের ডেকে স্বাস্থ্যকর্তাদের সঙ্গে তখন বৈঠকে বসানো হয়েছিল। আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে, সেই প্রতিশ্রুতি মতো কাজ হয়নি । আমাদের ডেকে তাঁদের (স্বাস্থ্য-প্রশাসন) কথা বলার কথা ছিল । কিন্তু আমাদের তাঁরা ডাকেননি । স্বাস্থ্য ভবনে আমরা নিজেরাই কথা বলতে গিয়েছিলাম । একদিন গিয়ে ঘণ্টা দু'য়েক বসে থাকার পরে ফিরে এসেছি । অন্য দিন প্রায় সাড়ে তিন ঘণ্টা বসার পর দেখা করতে পেরেছিলাম । কিন্তু এক মিনিট সময় দিয়েছিলেন স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার অজয়কুমার চক্রবর্তী । "
ভাস্বতী বলেন, " আমরা রোগী পরিষেবা বজায় রেখে এই অবস্থান করছি। আর কোনও প্রতিশ্রুতি নয় । বামফ্রন্টের আমল থেকে আমরা এই দাবি করে আসছি । অসীম দাশগুপ্ত থেকে পার্থ চ্যাটার্জি এবং আরও অনেকের সঙ্গেই কথা বলেছি । তাঁরা বলেছেন, আমাদের দাবি যুক্তিযুক্ত । কিন্তু, দাবি এখনও পূরণ হয়নি ।"
বেতন বৃদ্ধির পাশাপাশি GNM (General Nursing and Midwifery) কোর্স যাতে তুলে দেওয়া না হয়, সেই দাবিও জানিয়েছে সংগঠন । একই সঙ্গে নার্সদের পদোন্নতির দাবিও করছে তারা ।