ETV Bharat / state

Panchayat Polls Security: কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ছাড়া পঞ্চায়েত ভোটে যোগ না দেওয়ার হুঁশিয়ারি সরকারি কর্মচারীদের - বকেয়া মহার্ঘ ভাতা

সোমবার সংগ্রামী যৌথ মঞ্চের এক প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনে (State Election Commission) গিয়ে আধিকারিদের কাছে ডেপুটেশন দেন ৷ তাদের একাধিক দাবি রয়েছে৷ তার মধ্যে অন্যতম হল, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ৷

Panchayat Polls Security
Panchayat Polls Security
author img

By

Published : Mar 13, 2023, 6:51 PM IST

কলকাতা, 13 মার্চ: আসন্ন পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections) ভোটকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী (Central Force) দিয়ে ভোট করাবার দাবি জানিয়ে সোমবার রাজ্য নির্বাচন কমিশনে আসে সংগ্রামী যৌথ মঞ্চের এক প্রতিনিধি দল । এদিন তাঁরা সাফ জানিয়ে দিয়েছে যে তাঁদের দাবিদাওয়া অবিলম্বে পূরণ না হলে তাঁরা আসন্ন নির্বাচনে ভোটকর্মী হিসেবে কাজ করবেন না । এই বিষয়গুলি জানিয়ে আজ আবারও তাঁরা রাজ্য নির্বাচন কমিশন দফতরে ডেপুটেশন জমা দেয় ।

বকেয়া মহার্ঘ ভাতার (DA) দাবিতে বর্তমানে উত্তপ্ত রাজ্য রাজনীতি । একদিকে যেমন ধর্নায় বসেছেন সরকারি কর্মচারীরা, অন্যদিকে আজ সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করার দাবি জানায় ।

Panchayat Polls Security
নির্বাচন কমিশনে দেওয়া সংগ্রামী যৌথ মঞ্চের ডেপুটেশন

যদিও এর আগেও তাঁরা রাজ্য নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচন কমিশনের দফতরে গিয়ে মহার্ঘ ভাতা প্রদান করা না হলে পঞ্চায়েত নির্বাচনের কাজে যোগ না দেওয়ার চরম হুঁশিয়ারি দিয়ে ডেপুটেশন জমা দিয়েছিলেন । এদিন তাঁরা আবারও রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে আগের দাবিদাওয়ার পাশাপাশি ভোট কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কেন্দ্রীয় বাহিনীর দাবি রাখেন ।

এই বিষয় সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কিঙ্কর অধিকারী বলেন, "আজ আমরা চারটি বিষয় আমাদের দাবি জানিয়ে ডেপুটেশন জমা দিয়েছি । ভোটকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে । আজ আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি যে আগামী পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা না হলে আমরা ভোটে অংশগ্রহণ করব না । আমরা আগেই যেমন জানিয়েছি যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোটকর্মী হিসেবে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের যে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা বহাল থাকবে ।"

Panchayat Polls Security
নির্বাচন কমিশনে দেওয়া সংগ্রামী যৌথ মঞ্চের ডেপুটেশন

আজ যে দাবিগুলি জানিয়ে তাঁরা ডেপুটেশন জমা দিয়েছে সেগুলি হল - অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করা । পঞ্চায়েত নির্বাচনে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা । স্বচ্ছভাবে শূন্যপদের স্থায়ী নিয়োগ করতে হবে । অবশেষে অস্থায়ী কর্মীদেরকে যোগ্যতার ভিত্তিতে স্থায়ীকরণ করতে হবে ।

আরও পড়ুন: 'নাটক করা আর আন্দোলন করা এক নয়', ডিএ'র দাবিতে অনশন প্রসঙ্গে মন্তব্য ফিরহাদের

কলকাতা, 13 মার্চ: আসন্ন পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections) ভোটকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী (Central Force) দিয়ে ভোট করাবার দাবি জানিয়ে সোমবার রাজ্য নির্বাচন কমিশনে আসে সংগ্রামী যৌথ মঞ্চের এক প্রতিনিধি দল । এদিন তাঁরা সাফ জানিয়ে দিয়েছে যে তাঁদের দাবিদাওয়া অবিলম্বে পূরণ না হলে তাঁরা আসন্ন নির্বাচনে ভোটকর্মী হিসেবে কাজ করবেন না । এই বিষয়গুলি জানিয়ে আজ আবারও তাঁরা রাজ্য নির্বাচন কমিশন দফতরে ডেপুটেশন জমা দেয় ।

বকেয়া মহার্ঘ ভাতার (DA) দাবিতে বর্তমানে উত্তপ্ত রাজ্য রাজনীতি । একদিকে যেমন ধর্নায় বসেছেন সরকারি কর্মচারীরা, অন্যদিকে আজ সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করার দাবি জানায় ।

Panchayat Polls Security
নির্বাচন কমিশনে দেওয়া সংগ্রামী যৌথ মঞ্চের ডেপুটেশন

যদিও এর আগেও তাঁরা রাজ্য নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচন কমিশনের দফতরে গিয়ে মহার্ঘ ভাতা প্রদান করা না হলে পঞ্চায়েত নির্বাচনের কাজে যোগ না দেওয়ার চরম হুঁশিয়ারি দিয়ে ডেপুটেশন জমা দিয়েছিলেন । এদিন তাঁরা আবারও রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে আগের দাবিদাওয়ার পাশাপাশি ভোট কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কেন্দ্রীয় বাহিনীর দাবি রাখেন ।

এই বিষয় সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কিঙ্কর অধিকারী বলেন, "আজ আমরা চারটি বিষয় আমাদের দাবি জানিয়ে ডেপুটেশন জমা দিয়েছি । ভোটকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে । আজ আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি যে আগামী পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা না হলে আমরা ভোটে অংশগ্রহণ করব না । আমরা আগেই যেমন জানিয়েছি যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোটকর্মী হিসেবে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের যে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা বহাল থাকবে ।"

Panchayat Polls Security
নির্বাচন কমিশনে দেওয়া সংগ্রামী যৌথ মঞ্চের ডেপুটেশন

আজ যে দাবিগুলি জানিয়ে তাঁরা ডেপুটেশন জমা দিয়েছে সেগুলি হল - অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করা । পঞ্চায়েত নির্বাচনে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা । স্বচ্ছভাবে শূন্যপদের স্থায়ী নিয়োগ করতে হবে । অবশেষে অস্থায়ী কর্মীদেরকে যোগ্যতার ভিত্তিতে স্থায়ীকরণ করতে হবে ।

আরও পড়ুন: 'নাটক করা আর আন্দোলন করা এক নয়', ডিএ'র দাবিতে অনশন প্রসঙ্গে মন্তব্য ফিরহাদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.